ETV Bharat / bharat

ফ্রান্স যাওয়ার পথে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার মোদির - পাকিস্তানের আকাশসীমা

বালাকোট এয়ার স্ট্রাইকের পর এই প্রথমবার পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ ফ্রান্স, বাহরিন ও UAE সফরে রওনা দেন প্রধানমন্ত্রী । ফ্রান্স যাওয়ার পথে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে তাঁর বিমান ।

ফ্রান্স রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
author img

By

Published : Aug 22, 2019, 5:50 PM IST

Updated : Aug 22, 2019, 5:57 PM IST

দিল্লি, 22 অগাস্ট : বালাকোট এয়ার স্ট্রাইকের পর এই প্রথমবার পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ ফ্রান্স, বাহরিন ও UAE সফরে রওনা দেন প্রধানমন্ত্রী । ফ্রান্স যাওয়ার পথে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে তাঁর বিমান ।

পুলওয়ামা হামলার পর 26 ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের বালাকোটে অভিযান চালায় । এরপরই আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান । পরবর্তীকালে আন্তর্জাতিক কূটনীতিতে বড় সাফল্য আসে ভারতের । জইশ-ই-মহম্মদ জঙ্গি মাসুদ আজ়হারকে কালোতালিকাভুক্ত করে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ ।

তিন দেশ সফরের প্রথমে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী ফ্রান্সের প্রেসিডেন্ট এমমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন । কাল সফরের দ্বিতীয় পর্বে সংযুক্ত আরব আমিরশাহি রওনা হবেন । শনিবার মোদি বাহরিনে যাবেন । পরে G-৭ সম্মেলনে যোগ দিতে আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফ্রান্সে থাকবেন ।

দিল্লি, 22 অগাস্ট : বালাকোট এয়ার স্ট্রাইকের পর এই প্রথমবার পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ ফ্রান্স, বাহরিন ও UAE সফরে রওনা দেন প্রধানমন্ত্রী । ফ্রান্স যাওয়ার পথে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে তাঁর বিমান ।

পুলওয়ামা হামলার পর 26 ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের বালাকোটে অভিযান চালায় । এরপরই আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান । পরবর্তীকালে আন্তর্জাতিক কূটনীতিতে বড় সাফল্য আসে ভারতের । জইশ-ই-মহম্মদ জঙ্গি মাসুদ আজ়হারকে কালোতালিকাভুক্ত করে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ ।

তিন দেশ সফরের প্রথমে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী ফ্রান্সের প্রেসিডেন্ট এমমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন । কাল সফরের দ্বিতীয় পর্বে সংযুক্ত আরব আমিরশাহি রওনা হবেন । শনিবার মোদি বাহরিনে যাবেন । পরে G-৭ সম্মেলনে যোগ দিতে আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফ্রান্সে থাকবেন ।

Kurukshetra (Haryana), Aug 22 (ANI): Chief Minister Manohar Lal Khattar reached Kurukshetra amid his state tour 'Jan Ashirwad Yatra' on August 22. Ahead of Haryana Assembly polls 2019, Chief Minister Manohar Lal Khattar kicked off his 'Jan Ashirwad Yatra' from Panchkula's Kalka on August 18. He is targeting to cover 90 assemblies of the state during his 22-day journey till September 8 to seek blessings from the people.

Last Updated : Aug 22, 2019, 5:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.