দিল্লি, 21 জুন : আজ আন্তর্জাতিক যোগা দিবস । গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও পালিত হচ্ছে দিনটি । রাঁচিতে আন্তর্জাতিক যোগা দিবসের অনুষ্ঠানে থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যোগ দেবেন হরিয়ানার রোহতকের অনুষ্ঠানে । দিল্লিতে যোগ দিবসের অনুষ্ঠানে থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ।
যোগা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গতরাতেই রাঁচি পৌঁছে গেছেন প্রধানমন্ত্রী । অনুষ্ঠানে অংশ নেবেন 40 হাজারের বেশি মানুষ । অনুষ্ঠানস্থানের প্রবেশপথ খুলে দেওয়া হয়েছে ভোর তিনটের সময় । গতরাত থেকেই রাঁচিতে চালু হয়ে গেছে বিনামূল্যে বাস পরিষেবা । এই উপলক্ষে আজ রাঁচিজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে । অনুষ্ঠানস্থানে অ্যাম্বুলেন্স, জলের ব্যবস্থা রয়েছে । বসানো হয়েছে CCTV ক্যামেরা ।
-
Yoga being performed on-board INS Viraat (Decommissioned) at Western Naval Dockyard in Mumbai. #InternationalDayofYoga pic.twitter.com/86ffcLzgQ0
— ANI (@ANI) June 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Yoga being performed on-board INS Viraat (Decommissioned) at Western Naval Dockyard in Mumbai. #InternationalDayofYoga pic.twitter.com/86ffcLzgQ0
— ANI (@ANI) June 21, 2019Yoga being performed on-board INS Viraat (Decommissioned) at Western Naval Dockyard in Mumbai. #InternationalDayofYoga pic.twitter.com/86ffcLzgQ0
— ANI (@ANI) June 21, 2019
দিল্লির রাজপথে যোগা দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও সাংসদ মিনাক্ষী লেখি । যমুনা স্পোর্টস কমপ্লেক্সের যোগ অনুষ্ঠানে যোগ দেবেন গৌতম গম্ভীর ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।
-
Sikkim: ITBP personnel perform yoga at an altitude of 19000 ft near OP Dorjila at minus 15 degrees Celsius temperature on #InternationalDayofYoga pic.twitter.com/QAdfZQRa9A
— ANI (@ANI) June 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Sikkim: ITBP personnel perform yoga at an altitude of 19000 ft near OP Dorjila at minus 15 degrees Celsius temperature on #InternationalDayofYoga pic.twitter.com/QAdfZQRa9A
— ANI (@ANI) June 21, 2019Sikkim: ITBP personnel perform yoga at an altitude of 19000 ft near OP Dorjila at minus 15 degrees Celsius temperature on #InternationalDayofYoga pic.twitter.com/QAdfZQRa9A
— ANI (@ANI) June 21, 2019
সংসদ ভবন চত্বরেও আয়োজিত হয়েছে যোগা দিবসের অনুষ্ঠান । লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার পৌরহিত্যে অনুষ্ঠানের সূচনা হবে ।
-
Himachal Pradesh: ITBP personnel perform yoga at 14000 ft near Rohtang Pass at minus 10 Degrees Celsius temperatures on #InternationalDayofYoga pic.twitter.com/S0zY3QRTcQ
— ANI (@ANI) June 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Himachal Pradesh: ITBP personnel perform yoga at 14000 ft near Rohtang Pass at minus 10 Degrees Celsius temperatures on #InternationalDayofYoga pic.twitter.com/S0zY3QRTcQ
— ANI (@ANI) June 21, 2019Himachal Pradesh: ITBP personnel perform yoga at 14000 ft near Rohtang Pass at minus 10 Degrees Celsius temperatures on #InternationalDayofYoga pic.twitter.com/S0zY3QRTcQ
— ANI (@ANI) June 21, 2019
2014 সালের ডিসেম্বরে রাষ্ট্রসংঘের সাধারণ সভা 21 জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে স্বীকৃতি দেয় । তারপর থেকে প্রতি বছর ভারত সহ গোটা বিশ্বে এই দিনটি নানা অনুষ্ঠানে পালিত হয়ে আসছে ।