ETV Bharat / bharat

আজ আন্তর্জাতিক যোগা দিবস, রাঁচির অনুষ্ঠানে মোদি - Ranchi

গোটা দেশে পালিত আন্তর্জাতিক যোগা দিবস । রাঁচির অনুষ্ঠানে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

মোদি
author img

By

Published : Jun 21, 2019, 7:15 AM IST

Updated : Jun 21, 2019, 10:13 AM IST

দিল্লি, 21 জুন : আজ আন্তর্জাতিক যোগা দিবস । গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও পালিত হচ্ছে দিনটি । রাঁচিতে আন্তর্জাতিক যোগা দিবসের অনুষ্ঠানে থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যোগ দেবেন হরিয়ানার রোহতকের অনুষ্ঠানে । দিল্লিতে যোগ দিবসের অনুষ্ঠানে থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ।

যোগা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গতরাতেই রাঁচি পৌঁছে গেছেন প্রধানমন্ত্রী । অনুষ্ঠানে অংশ নেবেন 40 হাজারের বেশি মানুষ । অনুষ্ঠানস্থানের প্রবেশপথ খুলে দেওয়া হয়েছে ভোর তিনটের সময় । গতরাত থেকেই রাঁচিতে চালু হয়ে গেছে বিনামূল্যে বাস পরিষেবা । এই উপলক্ষে আজ রাঁচিজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে । অনুষ্ঠানস্থানে অ্যাম্বুলেন্স, জলের ব্যবস্থা রয়েছে । বসানো হয়েছে CCTV ক্যামেরা ।

দিল্লির রাজপথে যোগা দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও সাংসদ মিনাক্ষী লেখি । যমুনা স্পোর্টস কমপ্লেক্সের যোগ অনুষ্ঠানে যোগ দেবেন গৌতম গম্ভীর ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।

সংসদ ভবন চত্বরেও আয়োজিত হয়েছে যোগা দিবসের অনুষ্ঠান । লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার পৌরহিত্যে অনুষ্ঠানের সূচনা হবে ।

2014 সালের ডিসেম্বরে রাষ্ট্রসংঘের সাধারণ সভা 21 জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে স্বীকৃতি দেয় । তারপর থেকে প্রতি বছর ভারত সহ গোটা বিশ্বে এই দিনটি নানা অনুষ্ঠানে পালিত হয়ে আসছে ।

দিল্লি, 21 জুন : আজ আন্তর্জাতিক যোগা দিবস । গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও পালিত হচ্ছে দিনটি । রাঁচিতে আন্তর্জাতিক যোগা দিবসের অনুষ্ঠানে থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যোগ দেবেন হরিয়ানার রোহতকের অনুষ্ঠানে । দিল্লিতে যোগ দিবসের অনুষ্ঠানে থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ।

যোগা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গতরাতেই রাঁচি পৌঁছে গেছেন প্রধানমন্ত্রী । অনুষ্ঠানে অংশ নেবেন 40 হাজারের বেশি মানুষ । অনুষ্ঠানস্থানের প্রবেশপথ খুলে দেওয়া হয়েছে ভোর তিনটের সময় । গতরাত থেকেই রাঁচিতে চালু হয়ে গেছে বিনামূল্যে বাস পরিষেবা । এই উপলক্ষে আজ রাঁচিজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে । অনুষ্ঠানস্থানে অ্যাম্বুলেন্স, জলের ব্যবস্থা রয়েছে । বসানো হয়েছে CCTV ক্যামেরা ।

দিল্লির রাজপথে যোগা দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও সাংসদ মিনাক্ষী লেখি । যমুনা স্পোর্টস কমপ্লেক্সের যোগ অনুষ্ঠানে যোগ দেবেন গৌতম গম্ভীর ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।

সংসদ ভবন চত্বরেও আয়োজিত হয়েছে যোগা দিবসের অনুষ্ঠান । লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার পৌরহিত্যে অনুষ্ঠানের সূচনা হবে ।

2014 সালের ডিসেম্বরে রাষ্ট্রসংঘের সাধারণ সভা 21 জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে স্বীকৃতি দেয় । তারপর থেকে প্রতি বছর ভারত সহ গোটা বিশ্বে এই দিনটি নানা অনুষ্ঠানে পালিত হয়ে আসছে ।

Moradabad (Uttar Pradesh), Jun 21 (ANI): District administration carried out an anti-polythene drive in Uttar Pradesh's Moradabad. The action is being taken under 'Swachh Bharat Abhiyan'. Assistant Municipal Commissioner, Gambhir Singh said, "We have taken samples and it'll be ascertained if it's some prohibited material, if so then required action will be taken."


Last Updated : Jun 21, 2019, 10:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.