ETV Bharat / bharat

কাল মৎস্য সম্পদ যোজনা উদ্বোধন করবেন মোদি - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আগামীকাল আত্মনির্ভর ভারত প্রকল্পের আওতায় কুড়ি হাজার কোটি টাকার প্রধানমন্ত্রী মৎস্যসম্পদ যোজনা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । মাছ চাষিদের স্বনির্ভর করতেই এই যোজনা । পাশাপাশি তিনি ই-গোপালা অ্যপ্লিকেশনও উদ্বোধন করবেন । এতে যেসব মানুষ পশুপাললের সঙ্গে জড়িত তাঁরা লাভবান হবেন ।

narendra modi
narendra modi
author img

By

Published : Sep 9, 2020, 6:31 PM IST

দিল্লি, 9 সেপ্টেম্বর : কোরোনা প্যানডেমিকের জেরে দেশের অর্থনৈতিক অবস্থা শোচনীয় । বাজারে মন্দার কারণে ধুঁকছে চাষিরাও । প্রধানমন্ত্রী দেশকে আত্মনির্ভর বানাতে সমস্তরকম চেষ্টা করছেন । আগামীকাল তেমনই একটি যোজনা উদ্বোধন করতে চলেছেন । নাম প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা (PMMSY) । পাশাপাশি তিনি ই-গোপালা অ্যাপ্লিকেশনও উদ্বাধন করবেন ।

PMMSY হল মৎস্য খাতে উন্নয়নের জন্য একটি যোজনা । এতে 2020-21 অর্থনৈতিক বর্ষ থেকে 2024-25 বর্ষের এই পাঁচ বছরে বাস্তবায়নের জন্য 20 হাজার 50 কোটি টাকার বিনিয়োগ রয়েছে । সামুদ্রিক ও আভ্যন্তরীণ সুবিধাভিত্তিক উন্নতির জন্য 12 হাজার 340 কোটি টাকা ও পরিকাঠামোর উন্নতির জন্য সাত হাজার 710 কোটি টাকা প্রস্তাব করা হয়েছে ।

এই যোজনার লক্ষ্য হল 2024-25 অর্থনৈতিক বর্ষে 70 লাখ টন মাছ উৎপাদন । মাছ চাষিদের এক লাখ কোটি টাকার রপ্তানি উপার্জনের লক্ষ্যে পৌঁছানো । এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 55 লাখ মানুষকে কাজ দেওয়া ।

অন্যদিকে ই-গোপালো অ্যাপটি হল চাষিদের সরাসরি ব্যবহারের জন্য । এতে বাজার ও পশুপালন সম্পর্কে তথ্য পাবে চাষিরা । প্রধানমন্ত্রী এই উপলক্ষে বিহারের মৎস্য ও পশুপালন খাতে আরও কয়েকটি উদ্যোগ চালু করবেন । এই ডিজিটাল উদ্বোধনে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী, মৎস্য, দুগ্ধ ও পশুপালন মন্ত্রী, বিহারের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী ।

দিল্লি, 9 সেপ্টেম্বর : কোরোনা প্যানডেমিকের জেরে দেশের অর্থনৈতিক অবস্থা শোচনীয় । বাজারে মন্দার কারণে ধুঁকছে চাষিরাও । প্রধানমন্ত্রী দেশকে আত্মনির্ভর বানাতে সমস্তরকম চেষ্টা করছেন । আগামীকাল তেমনই একটি যোজনা উদ্বোধন করতে চলেছেন । নাম প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা (PMMSY) । পাশাপাশি তিনি ই-গোপালা অ্যাপ্লিকেশনও উদ্বাধন করবেন ।

PMMSY হল মৎস্য খাতে উন্নয়নের জন্য একটি যোজনা । এতে 2020-21 অর্থনৈতিক বর্ষ থেকে 2024-25 বর্ষের এই পাঁচ বছরে বাস্তবায়নের জন্য 20 হাজার 50 কোটি টাকার বিনিয়োগ রয়েছে । সামুদ্রিক ও আভ্যন্তরীণ সুবিধাভিত্তিক উন্নতির জন্য 12 হাজার 340 কোটি টাকা ও পরিকাঠামোর উন্নতির জন্য সাত হাজার 710 কোটি টাকা প্রস্তাব করা হয়েছে ।

এই যোজনার লক্ষ্য হল 2024-25 অর্থনৈতিক বর্ষে 70 লাখ টন মাছ উৎপাদন । মাছ চাষিদের এক লাখ কোটি টাকার রপ্তানি উপার্জনের লক্ষ্যে পৌঁছানো । এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 55 লাখ মানুষকে কাজ দেওয়া ।

অন্যদিকে ই-গোপালো অ্যাপটি হল চাষিদের সরাসরি ব্যবহারের জন্য । এতে বাজার ও পশুপালন সম্পর্কে তথ্য পাবে চাষিরা । প্রধানমন্ত্রী এই উপলক্ষে বিহারের মৎস্য ও পশুপালন খাতে আরও কয়েকটি উদ্যোগ চালু করবেন । এই ডিজিটাল উদ্বোধনে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী, মৎস্য, দুগ্ধ ও পশুপালন মন্ত্রী, বিহারের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.