ETV Bharat / bharat

আজ রাষ্ট্রীয় স্বচ্ছতা কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজঘাটে অবস্থিত রাষ্ট্রীয় স্বচ্ছতা কেন্দ্র ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী । তারপর দিল্লির 36 জন স্কুলছাত্রের সঙ্গে তিনি দেখা করবেন ।

Narendra Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
author img

By

Published : Aug 8, 2020, 10:11 AM IST

দিল্লি, 8 অগাস্ট : স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের আওতায় রাষ্ট্রীয় স্বচ্ছতা কেন্দ্রের(RSK) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এটি মূলত স্বচ্ছ ভারত মিশনের উপর ইন্টারেক্টিভ এক্সপেরিয়েন্স সেন্টার । মহাত্মা গান্ধিকে উৎসর্গ করে এই রাষ্ট্রীয় স্বচ্ছতা কেন্দ্র তৈরি করা হয়েছে ।

2017 সালের 10 এপ্রিল গান্ধিজির চম্পারণ সত্যাগ্রহের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রথম রাষ্ট্রীয় স্বচ্ছতা কেন্দ্রের ঘোষণা করা হয় । রাজঘাটে অবস্থিত রাষ্ট্রীয় স্বচ্ছতা কেন্দ্র প্রথমে ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী । তারপর দিল্লির 36 জন স্কুলছাত্রের সঙ্গে দেখা করবেন । সামাজিক দূরত্ব মেনেই সবকিছু করা হবে বলে একটি বিবৃতিতে জানানো হয়েছে । এই বিবৃতিতে আরও জানানো হয়েছে, RSK মূলত, স্বচ্ছ ভারত মিশনের সাফল্যের যাত্রাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরবে ।

ডিজ়িটাল এবং আউটডোর ইনস্টলেশনগুলির সঠিক তথ্য , সচেতনতা এবং স্বচ্ছতা (পরিচ্ছন্নতা সম্পর্কিত) নিয়ে শিক্ষা দেয় RSK । এই প্রক্রিয়াটি একটি আলোচনাভিত্তিক পদ্ধতিতে উপস্থাপন করা হবে । দু'টি হলে তা উপস্থাপন করা হবে । প্রথম হলে শো দেখানো হবে । যেখানে স্বচ্ছ ভারতের সাফল্যের গল্প দেখানো হবে । আর দুই নম্বর হলে গান্ধিজির স্বচ্ছ দৃষ্টিভঙ্গির ভিত্তিতে যে কাজ করা হয়েছে সেই বিষয়ে দেখানো হবে ।

দিল্লি, 8 অগাস্ট : স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের আওতায় রাষ্ট্রীয় স্বচ্ছতা কেন্দ্রের(RSK) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এটি মূলত স্বচ্ছ ভারত মিশনের উপর ইন্টারেক্টিভ এক্সপেরিয়েন্স সেন্টার । মহাত্মা গান্ধিকে উৎসর্গ করে এই রাষ্ট্রীয় স্বচ্ছতা কেন্দ্র তৈরি করা হয়েছে ।

2017 সালের 10 এপ্রিল গান্ধিজির চম্পারণ সত্যাগ্রহের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রথম রাষ্ট্রীয় স্বচ্ছতা কেন্দ্রের ঘোষণা করা হয় । রাজঘাটে অবস্থিত রাষ্ট্রীয় স্বচ্ছতা কেন্দ্র প্রথমে ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী । তারপর দিল্লির 36 জন স্কুলছাত্রের সঙ্গে দেখা করবেন । সামাজিক দূরত্ব মেনেই সবকিছু করা হবে বলে একটি বিবৃতিতে জানানো হয়েছে । এই বিবৃতিতে আরও জানানো হয়েছে, RSK মূলত, স্বচ্ছ ভারত মিশনের সাফল্যের যাত্রাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরবে ।

ডিজ়িটাল এবং আউটডোর ইনস্টলেশনগুলির সঠিক তথ্য , সচেতনতা এবং স্বচ্ছতা (পরিচ্ছন্নতা সম্পর্কিত) নিয়ে শিক্ষা দেয় RSK । এই প্রক্রিয়াটি একটি আলোচনাভিত্তিক পদ্ধতিতে উপস্থাপন করা হবে । দু'টি হলে তা উপস্থাপন করা হবে । প্রথম হলে শো দেখানো হবে । যেখানে স্বচ্ছ ভারতের সাফল্যের গল্প দেখানো হবে । আর দুই নম্বর হলে গান্ধিজির স্বচ্ছ দৃষ্টিভঙ্গির ভিত্তিতে যে কাজ করা হয়েছে সেই বিষয়ে দেখানো হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.