ETV Bharat / bharat

কারতারপুর করিডরের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি : হরসিমরত বাদল

8 নভেম্বর কারতারপুর করিডরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গতকাল টুইট বার্তায় একথা জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কউর বাদল ৷

ছবি
author img

By

Published : Oct 13, 2019, 2:23 AM IST

দিল্লি, 13 অক্টোবর : কারতারপুর করিডোরের উদ্বোধনে করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । গতকাল টুইট বার্তায় একথা জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কউর বাদল ৷ টুইটে তিনি লেখেন, গুরু নানকের আশীর্বাদে শেষমেশ কারতারপুর করিডরের দরজা খুলে যাচ্ছে ৷ 8 নভেম্বর ইতিহাস তৈরি হবে ৷ কারতারপুর করিডরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

কথা ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং কারতারপুর করিডরের উদ্বোধন করবেন ৷ 3 অক্টোবর সকালে দিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করেছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং৷ সাক্ষাতের পর অমরিন্দর জানিয়েছিলেন, তাঁর আমন্ত্রণে রাজি হয়েছেন মনমোহন ৷ পরে সে কথা টুইট করেও জানিয়েছিলেন অমরিন্দরের মিডিয়া উপদেষ্টা রবীন ঠুকরাল ৷ তিনি লেখেন, "শ্রী কারতারপুর গুরুদ্বারের প্রথম জাঠায় অংশ নেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৷ সুলতানপুরের লোধিতে মূল অনুষ্ঠানেও যাবেন তিনি ৷" এবার ঘটনায় নতুন মোড় ৷ গতকালই কেন্দ্রীয় মন্ত্রীর টুইট স্পষ্ট করে দিল, মনমোহন সিং নয় করিডোরের উদ্বোধনে করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

  • Eternally Grateful to Guru Sahab for enabling Modi ji to correct the wrong committed by @INCIndia 72 yrs ago & connecting us to the abode of our Guru. 2/2#kartarpurcorridor

    — Harsimrat Kaur Badal (@HarsimratBadal_) October 12, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইট বার্তায় হরসিমরত কউর বাদল আরও লেখেন, 72 বছর আগে কংগ্রেস ভুল করেছিল ৷ প্রধানমন্ত্রী সেই ভুল সংশোধন করেছেন ৷ নরেন্দ্র মোদিকে এই কাজে সক্ষম করতে ও আমাদের সংযুক্ত করার জন্য গুরু সাহেবের কাছে কৃতজ্ঞ ৷

সংবাদমাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, 8 নভেম্বর কারতারপুর করিডোরের উদ্বোধনে করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । 11 নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দা শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি (SGPC) পরিদর্শন করবেন ৷ পরের দিন সেখানে যাবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷

এই সংক্রান্ত আরও পড়ুন : পাকিস্তানে কারতারপুর সাহিব গুরুদ্বারে যেতে রাজি হয়েছেন মনমোহন : অমরিন্দর

গুরু নানকের 550তম জন্মবার্ষিকীর 4 দিন আগে খোলা হচ্ছে কারতারপুর করিডর । প্রস্তাবিত করিডর দিয়ে ভারতীয় পাসপোর্ট ও প্রবাসী ভারতীয় কার্ড রয়েছে এমন ব্যক্তিরা বিনা ভিসায় কারতারপুরে যেতে পারবেন । প্রতিদিন 5 হাজার পুণ্যার্থীকে যেতে দেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান । পঞ্জাব সীমান্তে ভারতের ডেরা বাবা নানক থেকে পাকিস্তানের কারতারপুর সাহিব গুরুদ্বার পর্যন্ত পুণ্যার্থীদের ভিসা ছাড়া যাতায়াতের জন্য এই করিডর তৈরি করেছে দুই দেশ ।

দিল্লি, 13 অক্টোবর : কারতারপুর করিডোরের উদ্বোধনে করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । গতকাল টুইট বার্তায় একথা জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কউর বাদল ৷ টুইটে তিনি লেখেন, গুরু নানকের আশীর্বাদে শেষমেশ কারতারপুর করিডরের দরজা খুলে যাচ্ছে ৷ 8 নভেম্বর ইতিহাস তৈরি হবে ৷ কারতারপুর করিডরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

কথা ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং কারতারপুর করিডরের উদ্বোধন করবেন ৷ 3 অক্টোবর সকালে দিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করেছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং৷ সাক্ষাতের পর অমরিন্দর জানিয়েছিলেন, তাঁর আমন্ত্রণে রাজি হয়েছেন মনমোহন ৷ পরে সে কথা টুইট করেও জানিয়েছিলেন অমরিন্দরের মিডিয়া উপদেষ্টা রবীন ঠুকরাল ৷ তিনি লেখেন, "শ্রী কারতারপুর গুরুদ্বারের প্রথম জাঠায় অংশ নেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৷ সুলতানপুরের লোধিতে মূল অনুষ্ঠানেও যাবেন তিনি ৷" এবার ঘটনায় নতুন মোড় ৷ গতকালই কেন্দ্রীয় মন্ত্রীর টুইট স্পষ্ট করে দিল, মনমোহন সিং নয় করিডোরের উদ্বোধনে করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

  • Eternally Grateful to Guru Sahab for enabling Modi ji to correct the wrong committed by @INCIndia 72 yrs ago & connecting us to the abode of our Guru. 2/2#kartarpurcorridor

    — Harsimrat Kaur Badal (@HarsimratBadal_) October 12, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইট বার্তায় হরসিমরত কউর বাদল আরও লেখেন, 72 বছর আগে কংগ্রেস ভুল করেছিল ৷ প্রধানমন্ত্রী সেই ভুল সংশোধন করেছেন ৷ নরেন্দ্র মোদিকে এই কাজে সক্ষম করতে ও আমাদের সংযুক্ত করার জন্য গুরু সাহেবের কাছে কৃতজ্ঞ ৷

সংবাদমাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, 8 নভেম্বর কারতারপুর করিডোরের উদ্বোধনে করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । 11 নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দা শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি (SGPC) পরিদর্শন করবেন ৷ পরের দিন সেখানে যাবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷

এই সংক্রান্ত আরও পড়ুন : পাকিস্তানে কারতারপুর সাহিব গুরুদ্বারে যেতে রাজি হয়েছেন মনমোহন : অমরিন্দর

গুরু নানকের 550তম জন্মবার্ষিকীর 4 দিন আগে খোলা হচ্ছে কারতারপুর করিডর । প্রস্তাবিত করিডর দিয়ে ভারতীয় পাসপোর্ট ও প্রবাসী ভারতীয় কার্ড রয়েছে এমন ব্যক্তিরা বিনা ভিসায় কারতারপুরে যেতে পারবেন । প্রতিদিন 5 হাজার পুণ্যার্থীকে যেতে দেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান । পঞ্জাব সীমান্তে ভারতের ডেরা বাবা নানক থেকে পাকিস্তানের কারতারপুর সাহিব গুরুদ্বার পর্যন্ত পুণ্যার্থীদের ভিসা ছাড়া যাতায়াতের জন্য এই করিডর তৈরি করেছে দুই দেশ ।

West Singhbhum (Jharkhand), Oct 12 (ANI): While addressing a public meeting in Jagannathpur assembly constituency in West Singhbhum, Chief Minister Raghubar Das said, "For the first time in independent India, Narendra Modi worked to remember the tribal of Jharkhand including Birsa Munda from Red Fort and given 25 crore rupees sent to the state government People are working for the beautification Birsa Munda Jail. This double engine government working to built monumental statue of slain soldiers and the work is going to complete till November 15."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.