ETV Bharat / bharat

দেশের প্রথম চালকহীন মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

author img

By

Published : Dec 26, 2020, 6:58 PM IST

ম্যাজেন্টা লাইনে চালকবিহীন পরিষেবা শুরুর পর, দিল্লি মেট্রোর গোলাপী লাইনে 2021 সালের মাঝামাঝি সময়ে এই চালকবিহীন পরিষেবা চালু হবে । জানাল পিএমও ।

MODI
MODI

দিল্লি, 26 ডিসেম্বর : দেশের প্রথম চালকহীন মেট্রোর উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী । 28 ডিসেম্বর, সোমবার সকাল 11টায় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে দিল্লি মেট্রোর ম্যাজেন্টা লাইনে জনকপুরী ওয়েস্ট থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত ভারতের প্রথম চালকবিহীন মেট্রো সার্ভিসের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি ।

একই দিনে এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনে ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড সার্ভিস পরিষেবারও উদ্বোধন করবেন তিনি । প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে, ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড নিয়ে দেশের যে কোনও প্রান্ত থেকে ইশু করা রুপে-ডেবিট কার্ড ব্যবহারকারী যে কোনও ব্যক্তিই এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনে ভ্রমণ করতে পারবেন । এই পরিষেবা 2022 সালের মধ্যে সমগ্র দিল্লি মেট্রো নেটওয়ার্কেই চালু করা হবে বলেও জানানো হয়েছে ।

আরও পড়ুন - মোদির নেতৃত্বে উত্তর-পূর্ব ভারত এখন সামনের সারিতে : শাহ

চালকবিহীন মেট্রোগুলি সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং এতে মনুষ্য়সৃষ্ট ত্রুটির সম্ভাবনাও কম । পিএমও-র তরফে বলা হয়েছে, ম্যাজেন্টা লাইনে চালকবিহীন পরিষেবা শুরুর পর, দিল্লি মেট্রোর গোলাপী লাইনে 2021 সালের মাঝামাঝি সময়ে এই চালকবিহীন পরিষেবা চালু হবে বলে আশা করা হচ্ছে ।

আরও পড়ুন - ডিডিসি নির্বাচন জম্মু-কাশ্মীরে নতুন অধ্যায়ের সূচনা করেছে : মোদি

দিল্লি, 26 ডিসেম্বর : দেশের প্রথম চালকহীন মেট্রোর উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী । 28 ডিসেম্বর, সোমবার সকাল 11টায় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে দিল্লি মেট্রোর ম্যাজেন্টা লাইনে জনকপুরী ওয়েস্ট থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত ভারতের প্রথম চালকবিহীন মেট্রো সার্ভিসের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি ।

একই দিনে এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনে ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড সার্ভিস পরিষেবারও উদ্বোধন করবেন তিনি । প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে, ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড নিয়ে দেশের যে কোনও প্রান্ত থেকে ইশু করা রুপে-ডেবিট কার্ড ব্যবহারকারী যে কোনও ব্যক্তিই এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনে ভ্রমণ করতে পারবেন । এই পরিষেবা 2022 সালের মধ্যে সমগ্র দিল্লি মেট্রো নেটওয়ার্কেই চালু করা হবে বলেও জানানো হয়েছে ।

আরও পড়ুন - মোদির নেতৃত্বে উত্তর-পূর্ব ভারত এখন সামনের সারিতে : শাহ

চালকবিহীন মেট্রোগুলি সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং এতে মনুষ্য়সৃষ্ট ত্রুটির সম্ভাবনাও কম । পিএমও-র তরফে বলা হয়েছে, ম্যাজেন্টা লাইনে চালকবিহীন পরিষেবা শুরুর পর, দিল্লি মেট্রোর গোলাপী লাইনে 2021 সালের মাঝামাঝি সময়ে এই চালকবিহীন পরিষেবা চালু হবে বলে আশা করা হচ্ছে ।

আরও পড়ুন - ডিডিসি নির্বাচন জম্মু-কাশ্মীরে নতুন অধ্যায়ের সূচনা করেছে : মোদি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.