ETV Bharat / bharat

ট্রাম্পকে সন্ত্রাসমুক্ত পরিবেশ ও সীমান্ত-সংঘর্ষ বন্ধের গুরুত্ব বোঝালেন মোদি - অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ তাঁদের মধ্যে কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে সংবাদমাধ্যম সূত্রে খবর ।

মোদি-ট্রাম্প
author img

By

Published : Aug 19, 2019, 9:07 PM IST

Updated : Aug 19, 2019, 9:29 PM IST

দিল্লি, 19 অগাস্ট : কাশ্মীরে 370 ধারা বিলোপের পর এই প্রথম অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ দু'জনের মধ্যে ফোনে কথা হয় বলে সূত্রের খবর ।

এর আগে ট্রাম্পের সঙ্গে কথা বলে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । সেসময় অবশ্য ট্রাম্প তাঁকে বলেছিলেন, বিষয়টি নিয়ে দিল্লি ও ইসলামাবাদের কথা বলাই ভালো ।

আজ মোদি-ট্রাম্প কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বলে সংবাদমাধ্যম সূত্রে খবর ।

একটি বিবৃতি অনুযায়ী, প্রধানমন্ত্রী জানিয়েছেন, কয়েকজন নেতার ভারত বিরোধী মন্তব্য অশান্তিতে প্ররোচনা দিচ্ছে । সেইসঙ্গে মোদি, ট্রাম্পকে জানান, ভারত সরকার সন্ত্রাস-হিংসামুক্ত পরিবেশ গড়ে তুলতে চায় । তিনি সীমান্ত সন্ত্রাস পরিহারের গুরুত্বের কথাও বোঝান ।

দিল্লি, 19 অগাস্ট : কাশ্মীরে 370 ধারা বিলোপের পর এই প্রথম অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ দু'জনের মধ্যে ফোনে কথা হয় বলে সূত্রের খবর ।

এর আগে ট্রাম্পের সঙ্গে কথা বলে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । সেসময় অবশ্য ট্রাম্প তাঁকে বলেছিলেন, বিষয়টি নিয়ে দিল্লি ও ইসলামাবাদের কথা বলাই ভালো ।

আজ মোদি-ট্রাম্প কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বলে সংবাদমাধ্যম সূত্রে খবর ।

একটি বিবৃতি অনুযায়ী, প্রধানমন্ত্রী জানিয়েছেন, কয়েকজন নেতার ভারত বিরোধী মন্তব্য অশান্তিতে প্ররোচনা দিচ্ছে । সেইসঙ্গে মোদি, ট্রাম্পকে জানান, ভারত সরকার সন্ত্রাস-হিংসামুক্ত পরিবেশ গড়ে তুলতে চায় । তিনি সীমান্ত সন্ত্রাস পরিহারের গুরুত্বের কথাও বোঝান ।

Bhubaneshwar (Odisha), Aug 19 (ANI): The official residence of BJD's Talcher MLA, Braja Kishore Pradhan was set on fire by a group of unidentified miscreants on August 19. Two cars and one motorcycle gutted in the incident. MLA was not present at the residence during the time of the incident. Bhubaneshwar Additional Commissioner of Police Sanjay Kumar Singh visited the spot today with scientific team.
Last Updated : Aug 19, 2019, 9:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.