দিল্লি, 26 জানুয়ারি : খেলো ইন্ডিয়া অনুষ্ঠানের পর থেকে খেলোয়াড়দের অংশগ্রহণের ইচ্ছে বেড়েছে ৷ মহিলারা 80টির মধ্যে 56টি রেকর্ড ভেঙেছেন ৷ আজ "মন কি বাত" অনুষ্ঠানে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এছাড়াও দেশে জল সংরক্ষণের জন্য সরকারের প্রচেষ্টার কথাও তুলে ধরেন তিনি ৷
এই বছরের প্রথম "মন কি বাত" অনুষ্ঠানে মোদি বলেন, "তৃতীয় খেলো ইন্ডিয়া গেমস-এ বিভিন্ন রাজ্য থেকে প্রায় 6 হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেছেন ৷ আপনারা জেনে অবাক হবেন, এই গ্র্যান্ড স্পোর্টস উৎসবে 80টি রেকর্ড ভেঙে গেছে ৷ আমি গর্বিত, এই 80টির মধ্যে 56টি আমাদের মেয়েরা ভেঙেছেন ৷"
তিনি আরও বলেন, "শুধু তাই নয়, এই তিন বছরে খেলো ইন্ডিয়া গেমস-এ 3200 জন শিশু, যাদের মধ্যে অনেকে ক্ষুধা ও দারিদ্র্যর মধ্যে বড় হয়েছে ৷ খেলো ইন্ডিয়া গেমসে অংশগ্রহণকারী এই সমস্ত বাচ্চাদের ও তাদের অভিভাবকদের ধৈর্য ও দৃঢ়সংকল্পের গল্প প্রতিটি ভারতীয়কে অনুপ্রাণিত করবে ৷"
প্রধানমন্ত্রী অসম সরকার ও সেখানকার বাসিন্দাদের অভিনন্দন জানিয়েছেন ৷ বলেন, "যখন খেলো ইন্ডিয়া গেমস শুরু হয়েছিল, তখন মাত্র সাড়ে তিন হাজার খেলোয়াড় অংশগ্রহণ করেছিলেন ৷ কিন্তু, এই তিন বছরে সেই সংখ্যা ছ'হাজারে পৌঁছেছে ৷"
দেশে জল সংরক্ষণ বিষয়ে তিনি বলেন, "মানুষের অংশগ্রহণের ফলে শেষ বর্ষায় জল-শক্তি প্রচার সফল হয়েছিল ৷ অনেকগুলি ঝিল, পুকুর বানানো হয়েছে ৷"