ETV Bharat / bharat

ECOSOC-এর নীতি নির্ধারণে দৃঢ় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী : জয়শংকর - Economic and Social Council of UN

"বিশ্ব অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা ভারতকে আরও স্বনির্ভর ও প্রাণবন্ত করে তোলার কাজ করছি । রাষ্ট্রসংঘের সংস্কারের মাধ্যমেই বহুমাত্রিক আন্তর্জাতিক সম্পর্কে সংস্কার আসবে ।" টুইটবার্তা বিদেশমন্ত্রীর ।

ফাইল ছবি
ফাইল ছবি
author img

By

Published : Jul 18, 2020, 8:39 PM IST

দিল্লি, 18 জুলাই : রাষ্ট্রসংঘের ইকোনমিক ও সোশাল কাউন্সিলের নীতি নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক দরবারে দৃঢ় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী । মত বিদেশমন্ত্রী এস জয়শংকরের ।

প্রধানমন্ত্রী গতকাল রাষ্ট্রসংঘের ECOSOC -এর বৈঠকে প্রধানমন্ত্রী বলেছিলেন, বাস্তবের সঙ্গে সাযুজ্য রেখে রাষ্ট্রসংঘের সংস্কারমুখী হওয়া দরকার । আজ সেই প্রসঙ্গে টুইট করেন বিদেশমন্ত্রী এস জয়শংকর । টুইটে তিনি লেখেন, "রাষ্ট্রসংঘের ইকোনমিক ও সোশাল কাউন্সিলের নীতি নির্ধারণের ক্ষেত্রে ভারতের ভূমিকা ও অবদান নিয়ে বিশ্বের দরবারে দৃঢ় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী । সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস । অর্থাৎ, কাউকে পিছনে ফেলে রাখা যাবে না । এই অঙ্গীকার নিয়েই স্থায়ী উন্নয়নের পথে এগোচ্ছে ভারত ।"

  • A strong message to the international community of India’s role and contribution:
    PM @narendramodi on shaping the ECOSOC agenda.

    ‘Sabka Saath, Sabka Vikaas, Sabka Vishwas’ - resonating with the core SDG commitment of leaving no one behind.

    — Dr. S. Jaishankar (@DrSJaishankar) July 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্য একটি টুইটে তিনি বর্তমান বিশ্বের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রসংঘের সংস্কারমুখী হওয়ার যে বার্তা প্রধানমন্ত্রী দিয়েছেন, তা সমর্থন করেন । লেখেন, "কোরোনার বিরুদ্ধে লড়াইটা মানুষের সংগ্রাম । 300 বিলিয়ন অ্যামেরিকান ডলারেরও বেশি আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে । বিশ্ব অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা ভারতকে আরও স্বনির্ভর ও প্রাণবন্ত করে তোলার কাজ করছি । রাষ্ট্রসংঘের সংস্কারের মাধ্যমেই বহুমাত্রিক আন্তর্জাতিক সম্পর্কে সংস্কার আসবে ।"

প্রসঙ্গত, গতকাল রাষ্ট্রসংঘের ইকোনমিক ও সোশাল কাউন্সিলের ভার্চুয়াল সভায় কোরোনা পরবর্তী পরিস্থিতির মধ্যে সবাইকে একজোট হয়ে লড়ার বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী । বলেছিলেন, "উদ্ভুত কোরোনা পরিস্থিতিতে 150টি দেশকে ভারত ওষুধ দিয়ে সাহায্য করেছে ।"

  • Making the fight against the COVID-19 a people's movement. Economic package of over 300 billion dollars. Vision of a self-reliant & Resilient India, integrated with the global economy.

    Call for reformed multilateralism with a reformed UN at its center.

    — Dr. S. Jaishankar (@DrSJaishankar) July 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পাশাপাশি, স্থায়ী উন্নয়নের জন্য ভারত ইতিমধ্যেই বেশকিছু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে বলেও গতকাল জানিয়েছিলেন তিনি । "সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস।'' এই মন্ত্রেই উন্নতিসাধন হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী । "সকলের জন্য গৃহ" প্রকল্পেরও মাধ্যমে প্রতিটি ভারতীয় আবাস নিশ্চিত করার বিষয়টিও তুলে ধরেছিলেন তিনি । 2022 সালের মধ্যে এই লক্ষ্যমাত্রা পূরণ করা হবে বলেও জানান । প্রধানমন্ত্রীর কথায়, স্বাধীনতার 75 তম বর্ষপূর্তিতে এই প্রকল্প উৎসর্গ করা হবে ।

দিল্লি, 18 জুলাই : রাষ্ট্রসংঘের ইকোনমিক ও সোশাল কাউন্সিলের নীতি নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক দরবারে দৃঢ় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী । মত বিদেশমন্ত্রী এস জয়শংকরের ।

প্রধানমন্ত্রী গতকাল রাষ্ট্রসংঘের ECOSOC -এর বৈঠকে প্রধানমন্ত্রী বলেছিলেন, বাস্তবের সঙ্গে সাযুজ্য রেখে রাষ্ট্রসংঘের সংস্কারমুখী হওয়া দরকার । আজ সেই প্রসঙ্গে টুইট করেন বিদেশমন্ত্রী এস জয়শংকর । টুইটে তিনি লেখেন, "রাষ্ট্রসংঘের ইকোনমিক ও সোশাল কাউন্সিলের নীতি নির্ধারণের ক্ষেত্রে ভারতের ভূমিকা ও অবদান নিয়ে বিশ্বের দরবারে দৃঢ় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী । সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস । অর্থাৎ, কাউকে পিছনে ফেলে রাখা যাবে না । এই অঙ্গীকার নিয়েই স্থায়ী উন্নয়নের পথে এগোচ্ছে ভারত ।"

  • A strong message to the international community of India’s role and contribution:
    PM @narendramodi on shaping the ECOSOC agenda.

    ‘Sabka Saath, Sabka Vikaas, Sabka Vishwas’ - resonating with the core SDG commitment of leaving no one behind.

    — Dr. S. Jaishankar (@DrSJaishankar) July 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্য একটি টুইটে তিনি বর্তমান বিশ্বের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রসংঘের সংস্কারমুখী হওয়ার যে বার্তা প্রধানমন্ত্রী দিয়েছেন, তা সমর্থন করেন । লেখেন, "কোরোনার বিরুদ্ধে লড়াইটা মানুষের সংগ্রাম । 300 বিলিয়ন অ্যামেরিকান ডলারেরও বেশি আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে । বিশ্ব অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা ভারতকে আরও স্বনির্ভর ও প্রাণবন্ত করে তোলার কাজ করছি । রাষ্ট্রসংঘের সংস্কারের মাধ্যমেই বহুমাত্রিক আন্তর্জাতিক সম্পর্কে সংস্কার আসবে ।"

প্রসঙ্গত, গতকাল রাষ্ট্রসংঘের ইকোনমিক ও সোশাল কাউন্সিলের ভার্চুয়াল সভায় কোরোনা পরবর্তী পরিস্থিতির মধ্যে সবাইকে একজোট হয়ে লড়ার বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী । বলেছিলেন, "উদ্ভুত কোরোনা পরিস্থিতিতে 150টি দেশকে ভারত ওষুধ দিয়ে সাহায্য করেছে ।"

  • Making the fight against the COVID-19 a people's movement. Economic package of over 300 billion dollars. Vision of a self-reliant & Resilient India, integrated with the global economy.

    Call for reformed multilateralism with a reformed UN at its center.

    — Dr. S. Jaishankar (@DrSJaishankar) July 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পাশাপাশি, স্থায়ী উন্নয়নের জন্য ভারত ইতিমধ্যেই বেশকিছু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে বলেও গতকাল জানিয়েছিলেন তিনি । "সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস।'' এই মন্ত্রেই উন্নতিসাধন হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী । "সকলের জন্য গৃহ" প্রকল্পেরও মাধ্যমে প্রতিটি ভারতীয় আবাস নিশ্চিত করার বিষয়টিও তুলে ধরেছিলেন তিনি । 2022 সালের মধ্যে এই লক্ষ্যমাত্রা পূরণ করা হবে বলেও জানান । প্রধানমন্ত্রীর কথায়, স্বাধীনতার 75 তম বর্ষপূর্তিতে এই প্রকল্প উৎসর্গ করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.