দিল্লি, 18 জুলাই : রাষ্ট্রসংঘের ইকোনমিক ও সোশাল কাউন্সিলের নীতি নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক দরবারে দৃঢ় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী । মত বিদেশমন্ত্রী এস জয়শংকরের ।
প্রধানমন্ত্রী গতকাল রাষ্ট্রসংঘের ECOSOC -এর বৈঠকে প্রধানমন্ত্রী বলেছিলেন, বাস্তবের সঙ্গে সাযুজ্য রেখে রাষ্ট্রসংঘের সংস্কারমুখী হওয়া দরকার । আজ সেই প্রসঙ্গে টুইট করেন বিদেশমন্ত্রী এস জয়শংকর । টুইটে তিনি লেখেন, "রাষ্ট্রসংঘের ইকোনমিক ও সোশাল কাউন্সিলের নীতি নির্ধারণের ক্ষেত্রে ভারতের ভূমিকা ও অবদান নিয়ে বিশ্বের দরবারে দৃঢ় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী । সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস । অর্থাৎ, কাউকে পিছনে ফেলে রাখা যাবে না । এই অঙ্গীকার নিয়েই স্থায়ী উন্নয়নের পথে এগোচ্ছে ভারত ।"
-
A strong message to the international community of India’s role and contribution:
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) July 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
PM @narendramodi on shaping the ECOSOC agenda.
‘Sabka Saath, Sabka Vikaas, Sabka Vishwas’ - resonating with the core SDG commitment of leaving no one behind.
">A strong message to the international community of India’s role and contribution:
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) July 18, 2020
PM @narendramodi on shaping the ECOSOC agenda.
‘Sabka Saath, Sabka Vikaas, Sabka Vishwas’ - resonating with the core SDG commitment of leaving no one behind.A strong message to the international community of India’s role and contribution:
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) July 18, 2020
PM @narendramodi on shaping the ECOSOC agenda.
‘Sabka Saath, Sabka Vikaas, Sabka Vishwas’ - resonating with the core SDG commitment of leaving no one behind.
অন্য একটি টুইটে তিনি বর্তমান বিশ্বের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রসংঘের সংস্কারমুখী হওয়ার যে বার্তা প্রধানমন্ত্রী দিয়েছেন, তা সমর্থন করেন । লেখেন, "কোরোনার বিরুদ্ধে লড়াইটা মানুষের সংগ্রাম । 300 বিলিয়ন অ্যামেরিকান ডলারেরও বেশি আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে । বিশ্ব অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা ভারতকে আরও স্বনির্ভর ও প্রাণবন্ত করে তোলার কাজ করছি । রাষ্ট্রসংঘের সংস্কারের মাধ্যমেই বহুমাত্রিক আন্তর্জাতিক সম্পর্কে সংস্কার আসবে ।"
প্রসঙ্গত, গতকাল রাষ্ট্রসংঘের ইকোনমিক ও সোশাল কাউন্সিলের ভার্চুয়াল সভায় কোরোনা পরবর্তী পরিস্থিতির মধ্যে সবাইকে একজোট হয়ে লড়ার বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী । বলেছিলেন, "উদ্ভুত কোরোনা পরিস্থিতিতে 150টি দেশকে ভারত ওষুধ দিয়ে সাহায্য করেছে ।"
-
Making the fight against the COVID-19 a people's movement. Economic package of over 300 billion dollars. Vision of a self-reliant & Resilient India, integrated with the global economy.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) July 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Call for reformed multilateralism with a reformed UN at its center.
">Making the fight against the COVID-19 a people's movement. Economic package of over 300 billion dollars. Vision of a self-reliant & Resilient India, integrated with the global economy.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) July 18, 2020
Call for reformed multilateralism with a reformed UN at its center.Making the fight against the COVID-19 a people's movement. Economic package of over 300 billion dollars. Vision of a self-reliant & Resilient India, integrated with the global economy.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) July 18, 2020
Call for reformed multilateralism with a reformed UN at its center.
পাশাপাশি, স্থায়ী উন্নয়নের জন্য ভারত ইতিমধ্যেই বেশকিছু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে বলেও গতকাল জানিয়েছিলেন তিনি । "সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস।'' এই মন্ত্রেই উন্নতিসাধন হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী । "সকলের জন্য গৃহ" প্রকল্পেরও মাধ্যমে প্রতিটি ভারতীয় আবাস নিশ্চিত করার বিষয়টিও তুলে ধরেছিলেন তিনি । 2022 সালের মধ্যে এই লক্ষ্যমাত্রা পূরণ করা হবে বলেও জানান । প্রধানমন্ত্রীর কথায়, স্বাধীনতার 75 তম বর্ষপূর্তিতে এই প্রকল্প উৎসর্গ করা হবে ।