ETV Bharat / bharat

আহমেদ প্যাটেলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, বিশ্বস্ত সহকর্মীকে হারালাম; বললেন সোনিয়া - কংগ্রেস নেতা রাহুল গান্ধি

ছিলেন কংগ্রেসের ক্রাইসিস ম্যানেজার ৷ দল সংকটে পড়লেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এহেন আহমেদ প্যাটেলের মৃত্যুতে বিশ্বস্ত সহকর্মীকে হারালাম বলে মন্তব্য করলেন সোনিয়া গান্ধি।

আহমেদ প্যাটেল
আহমেদ প্যাটেল
author img

By

Published : Nov 25, 2020, 8:42 AM IST

দিল্লি, 25 নভেম্বর : প্রবীণ কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের প্রয়াণে শোকের ছায়া দেশের রাজনৈতিক মহলে ৷ আজ ভোর সাড়ে তিনটে নাগাদ গুরগাঁওয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর ৷ বয়স হয়েছিল 71 বছর ৷ বর্ষীয়ান নেতার মৃত্যুতে সকাল থেকে টুইটারে শোক প্রকাশ করছেন বিভিন্ন দলের নেতা-নেত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আহমেদ প্যাটেলের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ৷ কংগ্রেসে তাঁর আবদানের কথা প্রধানমন্ত্রীর গলায় ৷

টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘ আহমেদ প্যাটেলজির প্রয়াণে শোকাহত ৷ তিনি বছরের পর বছর ধরে সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন ৷ তীক্ষ্ণ বুদ্ধির জন্য পরিচিত ছিলেন ৷ কংগ্রেসকে শক্তিশালী করতে তাঁর অবদান সবার মনে থাকবে ৷ ওঁর পুত্র ফৈজ়লের সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়েছি ৷ আহমেদ ভাইয়ের আত্মার শান্তি কামনা করি ৷’’

  • Saddened by the demise of Ahmed Patel Ji. He spent years in public life, serving society. Known for his sharp mind, his role in strengthening the Congress Party would always be remembered. Spoke to his son Faisal and expressed condolences. May Ahmed Bhai’s soul rest in peace.

    — Narendra Modi (@narendramodi) November 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি ছিলেন কংগ্রেসের ক্রাইসিস ম্যানেজার ৷ দল সংকটে পড়লেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আহমেদ প্যাটেল ৷ সেই প্রিয় আহমেদজির মৃত্যুকে শোক প্রকাশ করেছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ তিনি বলেন, ‘‘ অভাব পূরণ করা যাবে না এমন একজন কমরেডকে হারালাম ৷ একজন বিশ্বস্ত সহকর্মী ও বন্ধুকে হারালাম ৷ তাঁর মৃত্যুতে আমি শোকাহত। তাঁর শোকগ্রস্ত পরিবারকে সমবেদনা জানাই।’’

রাজ্যসভার সাংসদ আহমেদ প্যাটেলের মৃত্য়ুতে শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ টুইটারে তিনি লেখেন, ‘‘ এটা দুঃখের দিন ৷ আহমেদ প্যাটেল ছিলেন কংগ্রেসের স্তম্ভ ৷ উনি কংগ্রেসের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন ৷ কঠিন থেকে কঠিন সময়েও তিনি দলের পাশে থেকেছেন ৷ দলের মূল্যবান সম্পদ ছিলেন ৷ আমরা তাঁকে মিস করব ৷ ফৈজ়ল, মুমতাজ় ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷ ’’

  • It is a sad day. Shri Ahmed Patel was a pillar of the Congress party. He lived and breathed Congress and stood with the party through its most difficult times. He was a tremendous asset.

    We will miss him. My love and condolences to Faisal, Mumtaz & the family. pic.twitter.com/sZaOXOIMEX

    — Rahul Gandhi (@RahulGandhi) November 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রাও টুইটারে শোক প্রকাশ করেছেন ৷ তিনি লেখেন, ‘‘ আহমেদজি শুধুমাত্র একজন বুদ্ধিমান ও অভিজ্ঞ সহকর্মীই ছিলেন না যাঁর কাছে আমি সবসময় উপদেশ নিতে যেতাম, তিনি এমন একজন বন্ধু ছিলেন যিনি সর্বদা আমাদের পাশে দাঁড়াতেন, অবিচল থেকেছেন, অনুগত এবং নির্ভরযোগ্য ছিলেন ৷ তাঁর মৃত্যুতে অপূরণীয় শূন্যস্থান তৈরি হল ৷’’

  • Ahmed ji was not only a wise and experienced colleague to whom I constantly turned for advice and counsel, he was a friend who stood by us all, steadfast, loyal, and dependable to the end.
    His passing away leaves an immense void. May his soul rest in peace.

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) November 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এছাড়া একাধিক কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ৷ কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিং, রণদীপ সিং সূরযেওয়ালা, সুস্মিতা দেব, অভিষেক মনু সিংভিরা শোক প্রকাশ করেন ৷

দিল্লি, 25 নভেম্বর : প্রবীণ কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের প্রয়াণে শোকের ছায়া দেশের রাজনৈতিক মহলে ৷ আজ ভোর সাড়ে তিনটে নাগাদ গুরগাঁওয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর ৷ বয়স হয়েছিল 71 বছর ৷ বর্ষীয়ান নেতার মৃত্যুতে সকাল থেকে টুইটারে শোক প্রকাশ করছেন বিভিন্ন দলের নেতা-নেত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আহমেদ প্যাটেলের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ৷ কংগ্রেসে তাঁর আবদানের কথা প্রধানমন্ত্রীর গলায় ৷

টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘ আহমেদ প্যাটেলজির প্রয়াণে শোকাহত ৷ তিনি বছরের পর বছর ধরে সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন ৷ তীক্ষ্ণ বুদ্ধির জন্য পরিচিত ছিলেন ৷ কংগ্রেসকে শক্তিশালী করতে তাঁর অবদান সবার মনে থাকবে ৷ ওঁর পুত্র ফৈজ়লের সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়েছি ৷ আহমেদ ভাইয়ের আত্মার শান্তি কামনা করি ৷’’

  • Saddened by the demise of Ahmed Patel Ji. He spent years in public life, serving society. Known for his sharp mind, his role in strengthening the Congress Party would always be remembered. Spoke to his son Faisal and expressed condolences. May Ahmed Bhai’s soul rest in peace.

    — Narendra Modi (@narendramodi) November 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি ছিলেন কংগ্রেসের ক্রাইসিস ম্যানেজার ৷ দল সংকটে পড়লেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আহমেদ প্যাটেল ৷ সেই প্রিয় আহমেদজির মৃত্যুকে শোক প্রকাশ করেছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ তিনি বলেন, ‘‘ অভাব পূরণ করা যাবে না এমন একজন কমরেডকে হারালাম ৷ একজন বিশ্বস্ত সহকর্মী ও বন্ধুকে হারালাম ৷ তাঁর মৃত্যুতে আমি শোকাহত। তাঁর শোকগ্রস্ত পরিবারকে সমবেদনা জানাই।’’

রাজ্যসভার সাংসদ আহমেদ প্যাটেলের মৃত্য়ুতে শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ টুইটারে তিনি লেখেন, ‘‘ এটা দুঃখের দিন ৷ আহমেদ প্যাটেল ছিলেন কংগ্রেসের স্তম্ভ ৷ উনি কংগ্রেসের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন ৷ কঠিন থেকে কঠিন সময়েও তিনি দলের পাশে থেকেছেন ৷ দলের মূল্যবান সম্পদ ছিলেন ৷ আমরা তাঁকে মিস করব ৷ ফৈজ়ল, মুমতাজ় ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷ ’’

  • It is a sad day. Shri Ahmed Patel was a pillar of the Congress party. He lived and breathed Congress and stood with the party through its most difficult times. He was a tremendous asset.

    We will miss him. My love and condolences to Faisal, Mumtaz & the family. pic.twitter.com/sZaOXOIMEX

    — Rahul Gandhi (@RahulGandhi) November 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রাও টুইটারে শোক প্রকাশ করেছেন ৷ তিনি লেখেন, ‘‘ আহমেদজি শুধুমাত্র একজন বুদ্ধিমান ও অভিজ্ঞ সহকর্মীই ছিলেন না যাঁর কাছে আমি সবসময় উপদেশ নিতে যেতাম, তিনি এমন একজন বন্ধু ছিলেন যিনি সর্বদা আমাদের পাশে দাঁড়াতেন, অবিচল থেকেছেন, অনুগত এবং নির্ভরযোগ্য ছিলেন ৷ তাঁর মৃত্যুতে অপূরণীয় শূন্যস্থান তৈরি হল ৷’’

  • Ahmed ji was not only a wise and experienced colleague to whom I constantly turned for advice and counsel, he was a friend who stood by us all, steadfast, loyal, and dependable to the end.
    His passing away leaves an immense void. May his soul rest in peace.

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) November 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এছাড়া একাধিক কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ৷ কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিং, রণদীপ সিং সূরযেওয়ালা, সুস্মিতা দেব, অভিষেক মনু সিংভিরা শোক প্রকাশ করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.