ETV Bharat / bharat

আজ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন, শ্রদ্ধাজ্ঞাপন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর - গুজরাত সফরের দ্বিতীয় দিন

টুইটারে বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী । টুইটারে লেখেন , "জাতীয় ঐক্য ও অখণ্ডতার অগ্রদূত লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলকে তাঁর জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা ।"

Narendra Modi
সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রীর
author img

By

Published : Oct 31, 2020, 9:08 AM IST

Updated : Oct 31, 2020, 9:14 AM IST

আহমেদাবাদ , 31 অক্টোবর : আজ সর্দার বল্লভভাই প্যাটেলের 145তম জন্মবার্ষিকী । তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। অন্যদিকে গুজরাতে স্ট্যাচু অফ ইউনিটিতে সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তার আগে টুইটারে তিনি লেখেন , "জাতীয় ঐক্য ও অখণ্ডতার অগ্রদূত লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলকে তাঁর জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা ।"

সর্দার বল্লভভাই প্যাটেলের উদ্দেশে টুইটারে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও লোকসভা স্পিকার ওম বিড়লাও । অমিত শাহ টুইটারে লেখেন , রাষ্ট্রীয় একতা দিবসে "আমরা ভারতের লৌহপুরুষকে প্রণাম জানাই এবং সর্দার প্যাটেলজি যে দৃঢ় ও সংযুক্ত ভারতের স্বপ্ন দেখেছিলেন , তা পূরণ করার প্রতিশ্রুতি নিই । "

  • राष्ट्रीय एकता और अखंडता के अग्रदूत लौह पुरुष सरदार वल्लभभाई पटेल को उनकी जन्म-जयंती पर विनम्र श्रद्धांजलि।

    Tributes to the great Sardar Patel on his Jayanti.

    — Narendra Modi (@narendramodi) October 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দু'দিনের সফরে গুজরাতে এসেছেন প্রধানমন্ত্রী । আজ সফরের দ্বিতীয় দিন । সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী আরোগ্য ভ্যান , একতা মল, শিশু পুষ্টি পার্ক , সর্দার প্যাটেল জুওলজিক্যাল পার্ক বা জঙ্গল সাফারি প্রকল্পের উদ্বোধন করেছিলেন ।

  • On Rashtriya Ekta Diwas, We bow to the Iron Man of India and take a pledge to strive relentlessly towards a strong and united India that Sardar Patel ji had dreamt of. https://t.co/ivBNaaWJsM

    — Amit Shah (@AmitShah) October 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আহমেদাবাদ , 31 অক্টোবর : আজ সর্দার বল্লভভাই প্যাটেলের 145তম জন্মবার্ষিকী । তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। অন্যদিকে গুজরাতে স্ট্যাচু অফ ইউনিটিতে সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তার আগে টুইটারে তিনি লেখেন , "জাতীয় ঐক্য ও অখণ্ডতার অগ্রদূত লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলকে তাঁর জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা ।"

সর্দার বল্লভভাই প্যাটেলের উদ্দেশে টুইটারে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও লোকসভা স্পিকার ওম বিড়লাও । অমিত শাহ টুইটারে লেখেন , রাষ্ট্রীয় একতা দিবসে "আমরা ভারতের লৌহপুরুষকে প্রণাম জানাই এবং সর্দার প্যাটেলজি যে দৃঢ় ও সংযুক্ত ভারতের স্বপ্ন দেখেছিলেন , তা পূরণ করার প্রতিশ্রুতি নিই । "

  • राष्ट्रीय एकता और अखंडता के अग्रदूत लौह पुरुष सरदार वल्लभभाई पटेल को उनकी जन्म-जयंती पर विनम्र श्रद्धांजलि।

    Tributes to the great Sardar Patel on his Jayanti.

    — Narendra Modi (@narendramodi) October 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দু'দিনের সফরে গুজরাতে এসেছেন প্রধানমন্ত্রী । আজ সফরের দ্বিতীয় দিন । সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী আরোগ্য ভ্যান , একতা মল, শিশু পুষ্টি পার্ক , সর্দার প্যাটেল জুওলজিক্যাল পার্ক বা জঙ্গল সাফারি প্রকল্পের উদ্বোধন করেছিলেন ।

  • On Rashtriya Ekta Diwas, We bow to the Iron Man of India and take a pledge to strive relentlessly towards a strong and united India that Sardar Patel ji had dreamt of. https://t.co/ivBNaaWJsM

    — Amit Shah (@AmitShah) October 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Oct 31, 2020, 9:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.