দিল্লি, 19 জুলাই : ক্রমেই বাড়ছে প্রধানমন্ত্রীর অনুগামীর সংখ্যা । মাইক্রোব্লগিং সাইট টুইটারে নরেন্দ্র মোদির বর্তমানে অনুগামী সংখ্যা বেড়ে হল 6 কোটি । বরাবরই সোশাল মিডিয়ার মাধ্যমে আমজনতার সঙ্গে যোগাযোগ রেখেছেন প্রধানমন্ত্রী । গুরুত্বপূর্ণ আপডেট দিতে নিয়মিত নিজের টুইটার হ্যান্ডেলটিও ব্যবহার করেন তিনি ।
ইদানিং নিজের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে বেশিরভাগ ভাষণও দিচ্ছেন প্রধানমন্ত্রী । 2009-এ টুইটারে যোগ দেন নরেন্দ্র মোদি । @narendramodi নামে তাঁর সেই অ্যাকাউন্টটি থেকে বর্তমানে আরও 2,354টি টুইটার হ্যান্ডেল ফলো করা হয় । 2019 সালের সেপ্টেম্বরেই তাঁর টুইটারে অনুগামীর সংখ্যা ছিল 5 কোটি । এছাড়াও, প্রধানমন্ত্রীর অফিসের টুইটারে 3.7 কোটি ফলোয়ার রয়েছে । ইনস্টাগ্রামে সাড়ে চার কোটির বেশি অনুগামী রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ।
প্রসঙ্গত, 2015-র এপ্রিলে টুইটারে যোগ দিয়ে এখনও পর্যন্ত দেড় কোটির বেশি ফলোয়ার রয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধির । তাঁর টুইটার হ্যান্ডেল অনুযায়ী 267টি টুইটার অ্যাকাউন্ট ফলো করেন তিনি । অন্যদিকে, অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 8.3 কোটি অনুগামী রয়েছে টুইটারে, তিনি নিজে মাত্র 46 জনকে ফলো করেন ।