ETV Bharat / bharat

প্রধানমন্ত্রী এসে চাকরির কথা বললে, বিহারবাসীই তাঁকে তাড়িয়ে দেবে : রাহুল

আজ বিহারের পশ্চিম চম্পারণে দ্বিতীয় দফার প্রচারে যান রাহুল গান্ধি ৷ সেখানেই কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্য়া আশ্বাস দেওয়ার অভিযোগ করেন তিনি ৷

pm-modi-lied-on-jobs-crowd-will-chase-him-away-rahul
তাড়া খাওয়ার ভয়ে, 2 কোটি চাকরির কথা বলেন না প্রধানমন্ত্রী : রাহুল
author img

By

Published : Oct 28, 2020, 6:10 PM IST

চম্পারণ(বিহার), 28 অক্টোবর : দ্বিতীয় দফার বিহার নির্বাচনের আগে প্রচারে মিথ্য়া আশ্বাস দেওয়ার অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন রাহুল গান্ধি ৷ বলেন, প্রধানমন্ত্রী আর তাঁর নির্বাচনী প্রচারে 2 কোটি চাকরি দেওয়ার কথা বলেন না ৷ যদি তিনি এ কথা বলেন তবে বিহারবাসী তাঁকে তাড়া করবে ৷

আজ বিহারের পশ্চিম চম্পারণে দ্বিতীয় দফার প্রচারে যান রাহুল গান্ধি ৷ সেখানেই কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্য়া আশ্বাস দেওয়ার অভিযোগ করেন রাহুল ৷ সেই প্রসঙ্গেই নরেন্দ্র মোদিকে আক্রমণ করে তিনি বলেন, আগে প্রধানমন্ত্রী 2 কোটি চাকরি দেওয়ার কথা বলতেন ৷ তবে এখন নির্বাচনী প্রচারে গিয়ে 2 কোটি চাকরির কথা তাঁর মুখে শোনা যায় না ৷

তিনি আরও বলেন, যদি প্রধানমন্ত্রী এখানে এসে বলেন তিনি 2 কোটি চাকরির ব্য়বস্থা করবেন তাহলে ভিড়ই হয়তো তাঁকে তাড়িয়ে দেবে ৷ এখানেই থামেননি তিনি । প্রশ্ন তোলেন, বিহারের যুবকদের কেন কাজের জন্য় বাইরের রাজ্য়ে যেতে হচ্ছে ?

কৃষি আইন নিয়েও চম্পারণের জনসভা থেকে সরব হন রাহুল গান্ধি ৷ তিনি বলেন, কেন পঞ্জাবের কৃষকরা দশেরাতে রাবণের মূর্তির বদলে মোদির মুখওয়ালা মূর্তি জ্বালিয়েছেন ? কেন সেখানকার কৃষকদের কাছে প্রধানমন্ত্রী রাবণের সমতুল্য় হয়ে গেলেন ?

চম্পারণ(বিহার), 28 অক্টোবর : দ্বিতীয় দফার বিহার নির্বাচনের আগে প্রচারে মিথ্য়া আশ্বাস দেওয়ার অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন রাহুল গান্ধি ৷ বলেন, প্রধানমন্ত্রী আর তাঁর নির্বাচনী প্রচারে 2 কোটি চাকরি দেওয়ার কথা বলেন না ৷ যদি তিনি এ কথা বলেন তবে বিহারবাসী তাঁকে তাড়া করবে ৷

আজ বিহারের পশ্চিম চম্পারণে দ্বিতীয় দফার প্রচারে যান রাহুল গান্ধি ৷ সেখানেই কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্য়া আশ্বাস দেওয়ার অভিযোগ করেন রাহুল ৷ সেই প্রসঙ্গেই নরেন্দ্র মোদিকে আক্রমণ করে তিনি বলেন, আগে প্রধানমন্ত্রী 2 কোটি চাকরি দেওয়ার কথা বলতেন ৷ তবে এখন নির্বাচনী প্রচারে গিয়ে 2 কোটি চাকরির কথা তাঁর মুখে শোনা যায় না ৷

তিনি আরও বলেন, যদি প্রধানমন্ত্রী এখানে এসে বলেন তিনি 2 কোটি চাকরির ব্য়বস্থা করবেন তাহলে ভিড়ই হয়তো তাঁকে তাড়িয়ে দেবে ৷ এখানেই থামেননি তিনি । প্রশ্ন তোলেন, বিহারের যুবকদের কেন কাজের জন্য় বাইরের রাজ্য়ে যেতে হচ্ছে ?

কৃষি আইন নিয়েও চম্পারণের জনসভা থেকে সরব হন রাহুল গান্ধি ৷ তিনি বলেন, কেন পঞ্জাবের কৃষকরা দশেরাতে রাবণের মূর্তির বদলে মোদির মুখওয়ালা মূর্তি জ্বালিয়েছেন ? কেন সেখানকার কৃষকদের কাছে প্রধানমন্ত্রী রাবণের সমতুল্য় হয়ে গেলেন ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.