ETV Bharat / bharat

সৎ করদাতাদের "ভয়মুক্ত" করতে কর সংস্কারে নতুন প্ল্যাটফর্ম - স্বচ্ছ করব্যবস্থা- সৎ করদাতাদের সম্মান

modi
modi
author img

By

Published : Aug 13, 2020, 11:12 AM IST

Updated : Aug 13, 2020, 5:51 PM IST

11:05 August 13

যাঁরা সঠিক সময় কর প্রদান করে দেশের অগ্রগতিতে সাহায্য করেন তাঁদের জন্য কেন্দ্রীয় সরকারের উদ্যোগ 'সৎ করদাতাদের সম্মান, স্বচ্ছ কর ব্যবস্থা' । অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।

দিল্লি, 12 অগাস্ট : স্বচ্ছ করব্যবস্থার লক্ষ্যে কর সংস্কারে নতুন পদক্ষেপ করল কেন্দ্র । 'স্বচ্ছ করব্যবস্থা- সৎ করদাতাদের সম্মান' প্ল্যাটফর্মের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কেন্দ্রের এই উদ্যোগ করব্যবস্থাকে আরও সহজ করবে । কর সংস্কারেও সাহায্য হবে বলে আশ্বাস দেন তিনি । নতুন এই প্ল্যাটফর্মের উদ্বোধনে ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

প্যানডেমিকে ক্ষতিগ্রস্ত দেশের অর্থনীতিকে পুনর্গঠন করার জন্য উদ্যোগী হয়েছে কেন্দ্র । এই পদক্ষেপ তারই এক অংশ । দেশের অনেক মানুষ আয়কর দেন । সৎ করদাতাদের প্রায়ই হয়রানির মুখে পড়তে হয় । মোদি সরকারের নতুন এই কর ব্যবস্থা সৎ করদাতাদের হয়রানি কমাবে এবং ভয়মুক্ত করবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী ।

প্ল্যাটফর্ম উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেন, দেশ গড়তে সৎ করদাতারা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন । মূলত করদাতাদের সুবিধার্থেই এই পদক্ষেপ করা হচ্ছে । তাঁরা চান সৎ করদাতারা যোগ্য সম্মান পান । অর্থমন্ত্রীর মতে, দেশে স্বচ্ছ ও সরল কর ব্যবস্থার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ । একই কথা শোনা যায় প্রধানমন্ত্রীর বক্তব্যেও । কেন্দ্রের এই পদক্ষেপ ভারতের উন্নয়নে একটি বড় পদক্ষেপ বলে দাবি করেন তিনি । কেন্দ্রের নতুন করব্যবস্থায় সুফল পাচ্ছেন দেশবাসী । এরপর করদানে জটিলতা আরও কমবে বলেও আশ্বাস মোদির ।

করব্যবস্থায় স্বচ্ছতা আনতে চায় কেন্দ্র  

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে সৎ করদাতারা প্রতারিত হয়েছেন । কেন্দ্রের এই পদক্ষেপে করব্যবস্থায় স্বচ্ছতা আসবে । এই প্ল্যাটফর্ম চালু হলে কর সংস্কারের যাত্রাকে আরও এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে । ভারতের কর ব্যবস্থার সংস্কার প্রয়োজনীয় ছিল । কোরোনার এই সংকট সময়েও তাই ভারতে রেকর্ড সংখ্যক বিদেশি বিনিয়োগ এসেছে ।

ছয় বছরে কর সংস্কারে একাধিক পদক্ষেপ করেছে মোদি সরকার  

যে দেশগুলি সবথেকে কম কর্পোরেট কর নেয়, ভারত তার মধ্যে অন্যতম বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী । কর্পোরেট করের হার 30 থেকে 22 শতাংশ করা হয়েছে । নতুন কারখানার ক্ষেত্রে কর কমিয়ে করা হয়েছে 15 শতাংশ ।  

নতুন কর ব্যবস্থা সরল

নয়া ব্যবস্থা চালু হওয়ায় আয়কর রিটার্নের স্ক্রুটিনির প্রয়োজনে আর সশরীরে উপস্থিত হতে হবে না করদাতাদের ৷ করদাতাদের থেকে বাড়তি তথ্য দাবি করাও হত অনেক সময় । সম্পূর্ণ প্রক্রিয়া অনেক জটিল ছিল । সেই পরম্পরা থেকে তাঁর সরকার সরে এসেছে বলেও মন্তব্য করেন নরেন্দ্র মোদি ।

করব্যবস্থায় স্বচ্ছতার লক্ষ্যে গত বছর ফেসলেস মূল্যায়ন প্রক্রিয়া শুরু করেছিলেন অর্থমন্ত্রী । আজ নরেন্দ্র মোদিও সেই প্রসঙ্গ উল্লেখ করেন । ভিডিয়ো কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, "ফেসলেস মূল্যায়ন, ফেসলেস আবেদন এবং ট্যাক্সপেয়ার্স চার্টার থাকবে নতুন এই প্ল্যাটফর্মে ৷ ফেসলেস আবেদন ও ট্যাক্সপেয়ার্স চার্টারের সুবিধা আজ থেকেই লাগু হচ্ছে ৷ আর ফেসলেস আবেদনের সুবিধা পাওয়া যাবে 25 সেপ্টেম্বর থেকে ৷"

কর সংস্কার প্রয়োজনীয় ছিল

স্বাধীনতার পর পুরানো কর ব্যবস্থার সমালোচনা করেন মোদি । বলেন, অনেক ভোগান্তি হয়েছে সাধারণ মানুষের । সৎ করদাতাদের সঙ্গেও প্রতারণা করা হয়েছে । কর সংস্কারে বারবার উদ্যোগী হয়েছে কেন্দ্র । নতুন করব্যবস্থা সরল, যন্ত্রণাহীন । এই কর সংস্কারের প্রয়োজন ছিল । 

11:05 August 13

যাঁরা সঠিক সময় কর প্রদান করে দেশের অগ্রগতিতে সাহায্য করেন তাঁদের জন্য কেন্দ্রীয় সরকারের উদ্যোগ 'সৎ করদাতাদের সম্মান, স্বচ্ছ কর ব্যবস্থা' । অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।

দিল্লি, 12 অগাস্ট : স্বচ্ছ করব্যবস্থার লক্ষ্যে কর সংস্কারে নতুন পদক্ষেপ করল কেন্দ্র । 'স্বচ্ছ করব্যবস্থা- সৎ করদাতাদের সম্মান' প্ল্যাটফর্মের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কেন্দ্রের এই উদ্যোগ করব্যবস্থাকে আরও সহজ করবে । কর সংস্কারেও সাহায্য হবে বলে আশ্বাস দেন তিনি । নতুন এই প্ল্যাটফর্মের উদ্বোধনে ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

প্যানডেমিকে ক্ষতিগ্রস্ত দেশের অর্থনীতিকে পুনর্গঠন করার জন্য উদ্যোগী হয়েছে কেন্দ্র । এই পদক্ষেপ তারই এক অংশ । দেশের অনেক মানুষ আয়কর দেন । সৎ করদাতাদের প্রায়ই হয়রানির মুখে পড়তে হয় । মোদি সরকারের নতুন এই কর ব্যবস্থা সৎ করদাতাদের হয়রানি কমাবে এবং ভয়মুক্ত করবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী ।

প্ল্যাটফর্ম উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেন, দেশ গড়তে সৎ করদাতারা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন । মূলত করদাতাদের সুবিধার্থেই এই পদক্ষেপ করা হচ্ছে । তাঁরা চান সৎ করদাতারা যোগ্য সম্মান পান । অর্থমন্ত্রীর মতে, দেশে স্বচ্ছ ও সরল কর ব্যবস্থার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ । একই কথা শোনা যায় প্রধানমন্ত্রীর বক্তব্যেও । কেন্দ্রের এই পদক্ষেপ ভারতের উন্নয়নে একটি বড় পদক্ষেপ বলে দাবি করেন তিনি । কেন্দ্রের নতুন করব্যবস্থায় সুফল পাচ্ছেন দেশবাসী । এরপর করদানে জটিলতা আরও কমবে বলেও আশ্বাস মোদির ।

করব্যবস্থায় স্বচ্ছতা আনতে চায় কেন্দ্র  

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে সৎ করদাতারা প্রতারিত হয়েছেন । কেন্দ্রের এই পদক্ষেপে করব্যবস্থায় স্বচ্ছতা আসবে । এই প্ল্যাটফর্ম চালু হলে কর সংস্কারের যাত্রাকে আরও এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে । ভারতের কর ব্যবস্থার সংস্কার প্রয়োজনীয় ছিল । কোরোনার এই সংকট সময়েও তাই ভারতে রেকর্ড সংখ্যক বিদেশি বিনিয়োগ এসেছে ।

ছয় বছরে কর সংস্কারে একাধিক পদক্ষেপ করেছে মোদি সরকার  

যে দেশগুলি সবথেকে কম কর্পোরেট কর নেয়, ভারত তার মধ্যে অন্যতম বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী । কর্পোরেট করের হার 30 থেকে 22 শতাংশ করা হয়েছে । নতুন কারখানার ক্ষেত্রে কর কমিয়ে করা হয়েছে 15 শতাংশ ।  

নতুন কর ব্যবস্থা সরল

নয়া ব্যবস্থা চালু হওয়ায় আয়কর রিটার্নের স্ক্রুটিনির প্রয়োজনে আর সশরীরে উপস্থিত হতে হবে না করদাতাদের ৷ করদাতাদের থেকে বাড়তি তথ্য দাবি করাও হত অনেক সময় । সম্পূর্ণ প্রক্রিয়া অনেক জটিল ছিল । সেই পরম্পরা থেকে তাঁর সরকার সরে এসেছে বলেও মন্তব্য করেন নরেন্দ্র মোদি ।

করব্যবস্থায় স্বচ্ছতার লক্ষ্যে গত বছর ফেসলেস মূল্যায়ন প্রক্রিয়া শুরু করেছিলেন অর্থমন্ত্রী । আজ নরেন্দ্র মোদিও সেই প্রসঙ্গ উল্লেখ করেন । ভিডিয়ো কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, "ফেসলেস মূল্যায়ন, ফেসলেস আবেদন এবং ট্যাক্সপেয়ার্স চার্টার থাকবে নতুন এই প্ল্যাটফর্মে ৷ ফেসলেস আবেদন ও ট্যাক্সপেয়ার্স চার্টারের সুবিধা আজ থেকেই লাগু হচ্ছে ৷ আর ফেসলেস আবেদনের সুবিধা পাওয়া যাবে 25 সেপ্টেম্বর থেকে ৷"

কর সংস্কার প্রয়োজনীয় ছিল

স্বাধীনতার পর পুরানো কর ব্যবস্থার সমালোচনা করেন মোদি । বলেন, অনেক ভোগান্তি হয়েছে সাধারণ মানুষের । সৎ করদাতাদের সঙ্গেও প্রতারণা করা হয়েছে । কর সংস্কারে বারবার উদ্যোগী হয়েছে কেন্দ্র । নতুন করব্যবস্থা সরল, যন্ত্রণাহীন । এই কর সংস্কারের প্রয়োজন ছিল । 

Last Updated : Aug 13, 2020, 5:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.