ETV Bharat / bharat

"মোদি তো আমারও ছেলে", বললেন শাহিনবাগের আন্দোলনকারী বিলকিস বানো - NRC-CAA protest

প্রভাবশালী ব্যক্তির তালিকায় নাম থাকা নিয়ে 82 বছরের বিলকিস বানো বলেন, " এই সম্মান পেয়ে আমি খুব খুশি । কোনও দিন ভাবতে পারিনি এই সম্মান পেতে পারি । "

Bilkish Bano
Bilkish Bano
author img

By

Published : Sep 25, 2020, 3:21 PM IST

দিল্লি, 25 সেপ্টেম্বর : ‘100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অফ 2020 ‘ তালিকায় শাহিনবাগের আন্দোলনকারী বিলকিস বানো । তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অভিনেতা আয়ুষ্মান খুরানা, বায়োলজিস্ট রবীন্দ্র গুপ্তা ও অ্যালফাবেট CEO সুন্দর পিচাই । 82 বছরের বিলকিস ' দাদি অফ শাহিনবাগ ' হিসেবেও পরিচিত ।

টাইম ম্যাগাজ়িনের প্রভাবশালী ব্যক্তির তালিকায় নাম থাকা নিয়ে 82 বছরের বিলকিস বানো বলেন, "এই সম্মান পেয়ে আমি খুব খুশি । কোনও দিন ভাবতে পারিনি এই সম্মান পেতে পারি । " পাশাপাশি তিনি বলেন, " আমি কখনও স্কুলে যাইনি । শুধুমাত্র কোরান শরিফ পড়েছি । তাও এত বড় সম্মান পেয়ে আমি আপ্লুত । "

বুধবার প্রকাশিত টাইম ম্যাগাজ়িনের এই তালিকায় নাম রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির । সেজন্য প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান শাহিনবাগের বিলকিস দাদি । বলেন, " প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমি শুভেচ্ছা জানাই । তিনি তো আমারও ছেলে । আমি তাঁকে জন্ম দিইনি তো কী হয়েছে । আমার বোন তাঁকে জন্ম দিয়েছে । তাঁর দীর্ঘায়ু ও খুশির জন্য প্রার্থনা করি । "

উল্লেখ্য, বিলকিস দাদি উত্তরপ্রদেশের হাপুর এলাকায় থাকেন । তাঁর স্বামী 11 বছর আগে মারা গিয়েছেন । বর্তমানে ছেলে ও পুত্রবধূর সঙ্গেই থাকেন তিনি । শাহিনবাগে CAA বিরোধী আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি । শাহিনবাগে তিনি ‘ দাদি অফ শাহিনবাগ ’ হিসেবে পরিচিত । তবে, দেশে কোরোনার প্রকোপ বাড়তে থাকায় আন্দোলন প্রত্যাহার করে নেন তাঁরা । এ প্রসঙ্গে তিনি বলেন, " সবার প্রথমে আমাদের কোরোনা ভাইরাসের সঙ্গে লড়াই করতে হবে । বিশ্ব থেকে এই ভাইরাসকে মুছে ফেলতে হবে । "

দিল্লি, 25 সেপ্টেম্বর : ‘100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অফ 2020 ‘ তালিকায় শাহিনবাগের আন্দোলনকারী বিলকিস বানো । তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অভিনেতা আয়ুষ্মান খুরানা, বায়োলজিস্ট রবীন্দ্র গুপ্তা ও অ্যালফাবেট CEO সুন্দর পিচাই । 82 বছরের বিলকিস ' দাদি অফ শাহিনবাগ ' হিসেবেও পরিচিত ।

টাইম ম্যাগাজ়িনের প্রভাবশালী ব্যক্তির তালিকায় নাম থাকা নিয়ে 82 বছরের বিলকিস বানো বলেন, "এই সম্মান পেয়ে আমি খুব খুশি । কোনও দিন ভাবতে পারিনি এই সম্মান পেতে পারি । " পাশাপাশি তিনি বলেন, " আমি কখনও স্কুলে যাইনি । শুধুমাত্র কোরান শরিফ পড়েছি । তাও এত বড় সম্মান পেয়ে আমি আপ্লুত । "

বুধবার প্রকাশিত টাইম ম্যাগাজ়িনের এই তালিকায় নাম রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির । সেজন্য প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান শাহিনবাগের বিলকিস দাদি । বলেন, " প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমি শুভেচ্ছা জানাই । তিনি তো আমারও ছেলে । আমি তাঁকে জন্ম দিইনি তো কী হয়েছে । আমার বোন তাঁকে জন্ম দিয়েছে । তাঁর দীর্ঘায়ু ও খুশির জন্য প্রার্থনা করি । "

উল্লেখ্য, বিলকিস দাদি উত্তরপ্রদেশের হাপুর এলাকায় থাকেন । তাঁর স্বামী 11 বছর আগে মারা গিয়েছেন । বর্তমানে ছেলে ও পুত্রবধূর সঙ্গেই থাকেন তিনি । শাহিনবাগে CAA বিরোধী আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি । শাহিনবাগে তিনি ‘ দাদি অফ শাহিনবাগ ’ হিসেবে পরিচিত । তবে, দেশে কোরোনার প্রকোপ বাড়তে থাকায় আন্দোলন প্রত্যাহার করে নেন তাঁরা । এ প্রসঙ্গে তিনি বলেন, " সবার প্রথমে আমাদের কোরোনা ভাইরাসের সঙ্গে লড়াই করতে হবে । বিশ্ব থেকে এই ভাইরাসকে মুছে ফেলতে হবে । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.