দিল্লি, 20 জুলাই : দেশবাসীর তাঁর উপর আস্থা অটুট । লোকসভা নির্বাচনে ঝুলি ভরে ভোটও মিলেছে । বিরোধীরা যতই 'রাফাল দুর্নীতি' নিয়ে চেঁচাক, মোদিতেই ভরসা মানুষের । তাঁর প্রতি শ্রদ্ধাও বাড়ছে দিন কে দিন । ইংল্যান্ডস্থিত একটি মার্কেট রিসার্চ ফার্মের সমীক্ষা বলছে, এই মুহূর্তে দেশের সবথেকে শ্রদ্ধেয় মানুষ (পুরুষদের ক্ষেত্রে) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই । শুধু তাই নয়, বিশ্বেও তাঁর স্থান ছ'নম্বরে । যেখানে গতবছর তিনি আট নম্বর স্থানে ছিলেন । একমাত্র ভারতীয় রাজনীতিবিদ হিসেবে ক্রমতালিকায় স্থান পেয়েছেন মোদি ।
বিশ্বের সবথেকে শ্রদ্ধেয় পুরুষের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন বিল গেটস । দ্বিতীয় স্থানে আছেন প্রাক্তন অ্যামেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা । এদিকে, দেশের মানুষের চোখে শ্রদ্ধেয় পুরুষের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মহেন্দ্র সিং ধোনি । তৃতীয় ও চতুর্থ যথাক্রমে রতন টাটা ও বারাক ওবামা । প্রথম 20-তে স্থান পেয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খানের মতো তারকারা ।
দেশের মহিলাদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন মেরি কম । তাঁর পরে আছেন পুদুচেরির রাজ্যপাল কিরণ বেদি, গায়ক লতা মঙ্গেশকর, রাজনীতিবিদ সুষমা স্বরাজ ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন । অন্যদিকে, বিশ্বের মহিলাদের নিরিখে সবথেকে শ্রদ্ধেয় অ্যামেরিকার প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামা ও অভিনেত্রী তথা টিভি পার্সোনালিটি ওপরা উইনফ্রে । জানা গেছে, মোট 41 দেশে এই সমীক্ষা চালানো হয়েছিল ।
এর আগে চলতি বছরের শুরুর দিকে ব্রিটিশ হেরাল্ড ম্যাগাজ়িন নরেন্দ্র মোদিকে "বিশ্বের সবথেকে শক্তিশালী নেতা"র আখ্যা দিয়েছিল । শুধু তাই নয়, সোশাল মিডিয়ায় ফলোয়ারের নিরিখে রাজনীতিবিদদের মধ্যে দ্বিতীয় নরেন্দ্র মোদি ।