ETV Bharat / bharat

দেশের সবথেকে শ্রদ্ধেয় পুরুষ নরেন্দ্র মোদি, দু'য়ে ধোনি ! - বিল গেটস

ইংল্যান্ডস্থিত একটি মার্কেট রিসার্চ ফার্মের সমীক্ষা বলছে, এই মুহূর্তে দেশের সবথেকে শ্রদ্ধেয় মানুষ (পুরুষদের ক্ষেত্রে) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই । শুধু তাই নয়, বিশ্বেও তাঁর স্থান ছ'নম্বরে ।

মোদি
author img

By

Published : Jul 20, 2019, 3:05 AM IST

দিল্লি, 20 জুলাই : দেশবাসীর তাঁর উপর আস্থা অটুট । লোকসভা নির্বাচনে ঝুলি ভরে ভোটও মিলেছে । বিরোধীরা যতই 'রাফাল দুর্নীতি' নিয়ে চেঁচাক, মোদিতেই ভরসা মানুষের । তাঁর প্রতি শ্রদ্ধাও বাড়ছে দিন কে দিন । ইংল্যান্ডস্থিত একটি মার্কেট রিসার্চ ফার্মের সমীক্ষা বলছে, এই মুহূর্তে দেশের সবথেকে শ্রদ্ধেয় মানুষ (পুরুষদের ক্ষেত্রে) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই । শুধু তাই নয়, বিশ্বেও তাঁর স্থান ছ'নম্বরে । যেখানে গতবছর তিনি আট নম্বর স্থানে ছিলেন । একমাত্র ভারতীয় রাজনীতিবিদ হিসেবে ক্রমতালিকায় স্থান পেয়েছেন মোদি ।

modi
বিল গেটস

বিশ্বের সবথেকে শ্রদ্ধেয় পুরুষের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন বিল গেটস । দ্বিতীয় স্থানে আছেন প্রাক্তন অ্যামেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা । এদিকে, দেশের মানুষের চোখে শ্রদ্ধেয় পুরুষের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মহেন্দ্র সিং ধোনি । তৃতীয় ও চতুর্থ যথাক্রমে রতন টাটা ও বারাক ওবামা । প্রথম 20-তে স্থান পেয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খানের মতো তারকারা ।

dhoni
মহেন্দ্র সিং ধোনি

দেশের মহিলাদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন মেরি কম । তাঁর পরে আছেন পুদুচেরির রাজ্যপাল কিরণ বেদি, গায়ক লতা মঙ্গেশকর, রাজনীতিবিদ সুষমা স্বরাজ ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন । অন্যদিকে, বিশ্বের মহিলাদের নিরিখে সবথেকে শ্রদ্ধেয় অ্যামেরিকার প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামা ও অভিনেত্রী তথা টিভি পার্সোনালিটি ওপরা উইনফ্রে । জানা গেছে, মোট 41 দেশে এই সমীক্ষা চালানো হয়েছিল ।

modi
স্মৃতি ইরানির সঙ্গে মেরি কম

এর আগে চলতি বছরের শুরুর দিকে ব্রিটিশ হেরাল্ড ম্যাগাজ়িন নরেন্দ্র মোদিকে "বিশ্বের সবথেকে শক্তিশালী নেতা"র আখ্যা দিয়েছিল । শুধু তাই নয়, সোশাল মিডিয়ায় ফলোয়ারের নিরিখে রাজনীতিবিদদের মধ্যে দ্বিতীয় নরেন্দ্র মোদি ।

দিল্লি, 20 জুলাই : দেশবাসীর তাঁর উপর আস্থা অটুট । লোকসভা নির্বাচনে ঝুলি ভরে ভোটও মিলেছে । বিরোধীরা যতই 'রাফাল দুর্নীতি' নিয়ে চেঁচাক, মোদিতেই ভরসা মানুষের । তাঁর প্রতি শ্রদ্ধাও বাড়ছে দিন কে দিন । ইংল্যান্ডস্থিত একটি মার্কেট রিসার্চ ফার্মের সমীক্ষা বলছে, এই মুহূর্তে দেশের সবথেকে শ্রদ্ধেয় মানুষ (পুরুষদের ক্ষেত্রে) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই । শুধু তাই নয়, বিশ্বেও তাঁর স্থান ছ'নম্বরে । যেখানে গতবছর তিনি আট নম্বর স্থানে ছিলেন । একমাত্র ভারতীয় রাজনীতিবিদ হিসেবে ক্রমতালিকায় স্থান পেয়েছেন মোদি ।

modi
বিল গেটস

বিশ্বের সবথেকে শ্রদ্ধেয় পুরুষের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন বিল গেটস । দ্বিতীয় স্থানে আছেন প্রাক্তন অ্যামেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা । এদিকে, দেশের মানুষের চোখে শ্রদ্ধেয় পুরুষের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মহেন্দ্র সিং ধোনি । তৃতীয় ও চতুর্থ যথাক্রমে রতন টাটা ও বারাক ওবামা । প্রথম 20-তে স্থান পেয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খানের মতো তারকারা ।

dhoni
মহেন্দ্র সিং ধোনি

দেশের মহিলাদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন মেরি কম । তাঁর পরে আছেন পুদুচেরির রাজ্যপাল কিরণ বেদি, গায়ক লতা মঙ্গেশকর, রাজনীতিবিদ সুষমা স্বরাজ ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন । অন্যদিকে, বিশ্বের মহিলাদের নিরিখে সবথেকে শ্রদ্ধেয় অ্যামেরিকার প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামা ও অভিনেত্রী তথা টিভি পার্সোনালিটি ওপরা উইনফ্রে । জানা গেছে, মোট 41 দেশে এই সমীক্ষা চালানো হয়েছিল ।

modi
স্মৃতি ইরানির সঙ্গে মেরি কম

এর আগে চলতি বছরের শুরুর দিকে ব্রিটিশ হেরাল্ড ম্যাগাজ়িন নরেন্দ্র মোদিকে "বিশ্বের সবথেকে শক্তিশালী নেতা"র আখ্যা দিয়েছিল । শুধু তাই নয়, সোশাল মিডিয়ায় ফলোয়ারের নিরিখে রাজনীতিবিদদের মধ্যে দ্বিতীয় নরেন্দ্র মোদি ।


Mirzapur (UP), July 19 (ANI): Priyanka Gandhi Vadra, Congress General Secretary and party workers continued sit-in dharna at Chunar Guest House. Earlier in the day, Priyanka was detained by Uttar Pradesh Police in Varanasi's Narayanpur, neighbouring the Mirzapur border, where she was stopped on her way to Sonbhadra to meet the relatives of persons killed in land dispute violence. "I will not leave until I meet the families, SP and DM urged us to go to Varanasi, as there is no electricity or AC here, but I do not need these things and I will not move until I meet the families," said Priyanka Gandhi.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.