ETV Bharat / bharat

শপথের আগে আশীর্বাদ নিতে মায়ের কাছে মোদি

30 মে প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি । আজ সন্ধ্যায় গুজরাতের বাড়িতে এসে মায়ের আশীর্বাদ নিলেন তিনি ।

ফাইল ফোটো
author img

By

Published : May 26, 2019, 11:21 PM IST

Updated : May 26, 2019, 11:57 PM IST

আহমেদাবাদ, 26 মে : ফের ক্ষমতায় এসেছে NDA । 30 মে প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি । তার আগে আজ সন্ধ্যায় বাড়িতে এসে মায়ের আশীর্বাদ নিলেন তিনি । আহমেদাবাদের ঘরে ছোটো ভাই পঙ্কজের সঙ্গে থাকেন মা হীরাবেন । ব্যস্ত সময়সূচির মাঝেও কোনও গুরুত্বপূর্ণ কাজের আগে মায়ের সঙ্গে দেখা করে যান মোদি। আজও ব্যতিক্রম হল না । এর আগে আহমেদাবাদে একটি জনসভাও করেন ।

আজ আহমেদাবাদে এসে মোদি বলেন, "সাধারণ মানুষের সমস্যা সমাধান করার জন্য এই পাঁচ বছরকে ব্যবহার করতে হবে । আগামী বছরগুলিতে লক্ষ্য হবে "জন ভাগিদারি"(সরকারে মানুষের অংশগ্রহণ) ও "জন চেতনা"(জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো)।" শুক্রবার সুরাতের তক্ষশীলায় কোচিং কমপ্লেক্সে আগুন লাগার ঘটনায় 22 জন ছাত্রের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেন তিনি ।

modi
মায়ের আশীর্বাদ নিচ্ছেন মোদি

সভা থেকে নরেন্দ্র মোদি আরও বলেন, "গুজরাতের মানুষকে দেখতেই এখানে আসা । বরাবার এই রাজ্যের মানুষের আশীর্বাদ আমার কাছে স্পেশাল ।" 23 মে লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয় । 303টি আসন দখল করে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে BJP ।

আহমেদাবাদ, 26 মে : ফের ক্ষমতায় এসেছে NDA । 30 মে প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি । তার আগে আজ সন্ধ্যায় বাড়িতে এসে মায়ের আশীর্বাদ নিলেন তিনি । আহমেদাবাদের ঘরে ছোটো ভাই পঙ্কজের সঙ্গে থাকেন মা হীরাবেন । ব্যস্ত সময়সূচির মাঝেও কোনও গুরুত্বপূর্ণ কাজের আগে মায়ের সঙ্গে দেখা করে যান মোদি। আজও ব্যতিক্রম হল না । এর আগে আহমেদাবাদে একটি জনসভাও করেন ।

আজ আহমেদাবাদে এসে মোদি বলেন, "সাধারণ মানুষের সমস্যা সমাধান করার জন্য এই পাঁচ বছরকে ব্যবহার করতে হবে । আগামী বছরগুলিতে লক্ষ্য হবে "জন ভাগিদারি"(সরকারে মানুষের অংশগ্রহণ) ও "জন চেতনা"(জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো)।" শুক্রবার সুরাতের তক্ষশীলায় কোচিং কমপ্লেক্সে আগুন লাগার ঘটনায় 22 জন ছাত্রের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেন তিনি ।

modi
মায়ের আশীর্বাদ নিচ্ছেন মোদি

সভা থেকে নরেন্দ্র মোদি আরও বলেন, "গুজরাতের মানুষকে দেখতেই এখানে আসা । বরাবার এই রাজ্যের মানুষের আশীর্বাদ আমার কাছে স্পেশাল ।" 23 মে লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয় । 303টি আসন দখল করে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে BJP ।

New Delhi, May 21 (ANI): The meeting of Union Council of Ministers is underway at the Bharatiya Janata Party (BJP) headquarters in Delhi today. Prime Minister Narendra Modi arrived at the party office in the national capital. PM was received by BJP president Amit Shah at party office. Union Defence Minister Nirmala Sitharaman, Union Minister for Women and Child Development Maneka Gandhi and Minister of State for External Affairs VK Singh also arrived at party office to attend the meeting of Union Council of Ministers.
Last Updated : May 26, 2019, 11:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.