দিল্লি, 13 জানুয়ারি : নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 ও জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে আগামী দিনে প্রতিবাদের রূপরেখা কেমন হবে তা নিয়ে কংগ্রেসের ডাকে বৈঠকে বসেছিল 20টি বিরোধী দল ৷ কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধির ডাকা এই বৈঠকে উপস্থিত ছিলেন শরদ পাওয়ার, সীতারাম ইয়েচুরি, ঝাড়খণ্ডের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনসহ বহু শীর্ষস্থানীয় নেতা । বৈঠকে ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও । 23, 26 ও 30 জানুয়ারি CAA বিরোধী বৃহত্তর প্রতিবাদ সংঘটিত করার কর্মসূচি গ্রহণ করা হয় আজকের বৈঠক থেকে ।
বৈঠক শেষে রাহুল গান্ধি বলেন, "দেশের অর্থনীতি যে একেবারে তলানিতে এসে ঠেকেছে তা যুব সমাজকে জানানো উচিত নরেন্দ্র মোদির । কিন্তু তাঁর সেই সাহস নেই । আমি চ্যালেঞ্জ করছি, আপনি যে কোনও বিশ্ববিদ্যালয়ে যান । গিয়ে পুলিশ ছাড়া পড়ুয়াদের মুখোমুখি গিয়ে বলুন, দেশের জন্য আপনি কী কী করেছেন ।"
-
Rahul Gandhi: Narendra Modi should have courage to tell youngsters why Indian economy has become a disaster...He doesn't have guts to stand in front of students. I challenge him to go to any university, stand there without police&tell people what he's going to do for this country https://t.co/5USuPw9dGe
— ANI (@ANI) January 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Rahul Gandhi: Narendra Modi should have courage to tell youngsters why Indian economy has become a disaster...He doesn't have guts to stand in front of students. I challenge him to go to any university, stand there without police&tell people what he's going to do for this country https://t.co/5USuPw9dGe
— ANI (@ANI) January 13, 2020Rahul Gandhi: Narendra Modi should have courage to tell youngsters why Indian economy has become a disaster...He doesn't have guts to stand in front of students. I challenge him to go to any university, stand there without police&tell people what he's going to do for this country https://t.co/5USuPw9dGe
— ANI (@ANI) January 13, 2020
CAA বিরোধী আন্দোলনের গতিপ্রকৃতি নিয়ে আজকের বৈঠকে সোনিয়া গান্ধি বলেন, "সরকার দেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িকতার ভিত্তিতে বিভেদ ও হিংসা ছড়ানোর কাজ করছে । দেশজুড়ে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে । সংবিধানবিরুদ্ধ কাজের পাশাপাশি প্রশাসনকেও ভুলভাবে ব্যবহার করা হচ্ছে ।" বৈঠকে তিনি নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনে ছাত্র ও যুবসমাজের ভূমিকাকেও তুলে ধরেন । বলেন, "দেশের সমস্ত প্রান্তে ছাত্র ও যুবরা প্রতিবাদে পথে নেমেছে । আপাতভাবে এটি CAA ও NRC বিরোধী আন্দোলন মনে হলেও আদতে এটি হল দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। " একইসঙ্গে বিক্ষোভকারীদের উপর দিল্লি ও উত্তরপ্রদেশে পুলিশি হামলারও নিন্দা করেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী ।
দেশের শান্তি ব্যবস্থা বজায় রাখতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলেন সোনিয়া গান্ধি । বলেন, "তাঁদের (প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী) কথায় অনেক অসংগতি রয়েছে । দেশজুড়ে হিংসা ছড়ানোর জন্য রোজই কিছু না কিছু উত্তেজক মন্তব্য করেই যাচ্ছেন । জামিয়া, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, এলাহাবাদ বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, সর্বত্র একের পর এক হিংসার ঘটনা রুখতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার ৷ তাদের অকর্মণ্যতার ছবি বারবার সামনে এসেছে ।"