ETV Bharat / bharat

মোদির বাড়িতে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক - security council

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক। বৈঠকে ছিলেন নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির সদস্যরা।

ছবি সৌজন্যে ANI
author img

By

Published : Mar 3, 2019, 11:32 PM IST

দিল্লি, ৩ মার্চ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক। বৈঠকে ছিলেন নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির সদস্যরা।

বৈঠকে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও অর্থমন্ত্রী অরুণ জেটলি। এছাড়া ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, বিদেশ সচিব বিজয় গোখলেও উপস্থিত ছিলেন বৈঠকে।

শুক্রবার পাকিস্তানের হেপাজত থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। তারপর জাতীয় নিরাপত্তা নিয়েই মূলত আজকের বৈঠকে আলোচনা হয়।

দিল্লি, ৩ মার্চ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক। বৈঠকে ছিলেন নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির সদস্যরা।

বৈঠকে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও অর্থমন্ত্রী অরুণ জেটলি। এছাড়া ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, বিদেশ সচিব বিজয় গোখলেও উপস্থিত ছিলেন বৈঠকে।

শুক্রবার পাকিস্তানের হেপাজত থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। তারপর জাতীয় নিরাপত্তা নিয়েই মূলত আজকের বৈঠকে আলোচনা হয়।



Indore (Madhya Pradesh), Mar 03 (ANI): Bharatiya Janata Party (BJP) General Secretary and senior leader Kailash Vijayvargiya today claimed that Congress leader Digvijaya Singh is not "mentally fit" after the latter questioned the air strike carried out by the Indian Air Force (IAF) on February 26. Speaking to ANI, Kailash Vijayvargiya said, "I think Digvijaya Singh is mentally challenged, that is why he is saying such things. Earlier also he had shared the stage with Zakir Naik and had called him a messenger of peace. Zakir Naik used to get money from other countries and give it to terrorists here. Not only that; he is also involved in forcibly converting people." Substantiating his stance, the BJP leader added, "The same Digvijaya Singh is questioning and asking for proof from the security forces who risk their lives and sometimes at the cost of their lives protecting our country. This is a very shameful remark, he should be ashamed." Earlier in the day, Singh had said the central government should provide 'solid proof' of the IAF air strike on Jaish-e-Mohammed's (JeM) terror camp in Pakistan's Balakot. "I am not raising questions on the operation, but this is the technical age and satellite pictures are possible. Like the USA had given solid proof of the Osama bin Laden operation to the world, we should also do it for our air strike," Singh had said.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.