ETV Bharat / bharat

মোদিই একমাত্র রাষ্ট্রপ্রধান যাঁকে টুইটারে ফলো করে হোয়াইট হাউজ় - corona news updates

টুইটারে মোট ১৯টি অ্যাকাউন্টকে ফলো করে হোয়াইট হাউজ় । এর মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ।

হোয়াইট হাউজ়
হোয়াইট হাউজ়
author img

By

Published : Apr 10, 2020, 10:05 PM IST

দিল্লি, 10 এপ্রিল : নরেন্দ্র মোদিই একমাত্র রাষ্ট্রপ্রধান একমাত্র যাঁকে টুইটারে ফলো করে হোয়াইট হাইজ় । রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকেও ফলো করা হয় ।

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, কোরোনার প্রভাব কমাতে কার্যকরী হাইড্রক্সিক্লোরোকুইন । তারপরই ভারতের কাছে হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহের আবেদন জানায় অ্যামোরিকা । তার দিন দুয়েকের মধ্যেই কার্যত হুঁশিয়ারির সুরে ট্রাম্প বলেন, যদি ভারত হাইড্রক্সিক্লোরোকুইন রপ্তানি না করে তাহলে এর ফল ভুগতে হবে। এরপর হাইড্রক্সিক্লোরোকুইন রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেয় ভারত । ফের নরেন্দ্র মোদির প্রশংসা শোনা যায় ট্রাম্পের গলায় । আর এর মাঝেই সামনে এসেছে যে টুইটারে নরেন্দ্র মোদিকে ফলো করে হোয়াইট হাউজ় ।

টুইটারে মোট ১৯টি অ্যাকাউন্টকে ফলো করে হোয়াইট হাউজ় । এর মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, PMO ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের টুইটার অ্যাকাউন্ট । এছাড়াও ভারতে অবস্থিত অ্যামেরিকার দূতাবাস ও ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের টুইটার অ্যাকাউন্টকেও ফলো করা হয় ।

হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহের পরই নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প । তিনি বলেন, "দিল্লির এই সাহায্য কখনও ভুলবে না অ্যামেরিকা ।" এর পাশাপাশি কোরোনা মোকাবিলায় নরেন্দ্র মোদির এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জ়ায়ের বলসোনারো, ইজ়রায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু ।

দিল্লি, 10 এপ্রিল : নরেন্দ্র মোদিই একমাত্র রাষ্ট্রপ্রধান একমাত্র যাঁকে টুইটারে ফলো করে হোয়াইট হাইজ় । রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকেও ফলো করা হয় ।

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, কোরোনার প্রভাব কমাতে কার্যকরী হাইড্রক্সিক্লোরোকুইন । তারপরই ভারতের কাছে হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহের আবেদন জানায় অ্যামোরিকা । তার দিন দুয়েকের মধ্যেই কার্যত হুঁশিয়ারির সুরে ট্রাম্প বলেন, যদি ভারত হাইড্রক্সিক্লোরোকুইন রপ্তানি না করে তাহলে এর ফল ভুগতে হবে। এরপর হাইড্রক্সিক্লোরোকুইন রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেয় ভারত । ফের নরেন্দ্র মোদির প্রশংসা শোনা যায় ট্রাম্পের গলায় । আর এর মাঝেই সামনে এসেছে যে টুইটারে নরেন্দ্র মোদিকে ফলো করে হোয়াইট হাউজ় ।

টুইটারে মোট ১৯টি অ্যাকাউন্টকে ফলো করে হোয়াইট হাউজ় । এর মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, PMO ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের টুইটার অ্যাকাউন্ট । এছাড়াও ভারতে অবস্থিত অ্যামেরিকার দূতাবাস ও ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের টুইটার অ্যাকাউন্টকেও ফলো করা হয় ।

হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহের পরই নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প । তিনি বলেন, "দিল্লির এই সাহায্য কখনও ভুলবে না অ্যামেরিকা ।" এর পাশাপাশি কোরোনা মোকাবিলায় নরেন্দ্র মোদির এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জ়ায়ের বলসোনারো, ইজ়রায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.