ETV Bharat / bharat

সরকার জনগণের জন্য কী করছে তা স্পষ্ট করেননি প্রধানমন্ত্রী : কংগ্রেস

author img

By

Published : Apr 14, 2020, 7:19 PM IST

Updated : Apr 14, 2020, 7:25 PM IST

প্রধানমন্ত্রী লকডাউনের মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করলেও কিছু বিষয় স্পষ্ট করেননি বলে তাঁকে আক্রমণ করল কংগ্রেস নেতৃত্ব ।

Manish Tewari
মণীশ তিওয়ারি

দিল্লি, 14 এপ্রিল : 3 মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণার পরই প্রধানমন্ত্রীকে আক্রমণ করল কংগ্রেস । তাদের বক্তব্য, প্রধানমন্ত্রী জনগণের কাছ থেকে কী প্রত্যাশা করছেন তা জানালেও তাঁর সরকার জনগণের জন্য কী করছে তা স্পষ্ট করেননি ।

সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি বলেন, "আমরা লকডাউনের প্রয়োজনীয়তা বুঝতে পেরেছি । জাতীয় কংগ্রেস লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে সমর্থন করে। তবে প্রধানমন্ত্রী জনগণের কাছ থেকে কী প্রত্যাশা করছেন তা জানিয়েছেন । কিন্তু তিনি বা তাঁর সরকার জনগণের জন্য কী করছে তা প্রকাশ করেননি, যা আমরা সকলেই শুনতে চেয়েছিলাম। "

ভিনরাজ্যের শ্রমিকদের অবস্থা নিয়ে তিওয়ারির প্রশ্ন , "শ্রমিকরা দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন। বিভিন্ন রাজ্যে তাঁদের বাধ্যতামূলক 14-দিনের কোয়ারান্টাইন শেষ হয়েছে । আপনি কি তাঁদের বাড়িতে ফিরতে অনুমতি দেবেন? এই বিষয়ে আপনার কী কোনও পরিকল্পনা রয়েছে? " তিনি বলেন, "বাধ্যতামূলক কোয়ারান্টাইনের মেয়াদ পেরিয়ে যাওয়ার পর যদি কোরোনা সংক্রমণের কোনও লক্ষণ দেখা না যায়, তবে তাঁদের ঘরে ফেরানোটা কি সরকারের দায়িত্বর মধ্যে পড়ে না ? সরকার এই বিষয়ে কী পদক্ষেপ করছে, আমরা এটাই শুনতে চাই" ।

তিনি আরও বলেন যে, দেশে কোরোনা পরীক্ষার বিষয়েও সরকারের কৌশল নিয়ে কিছু বলেননি প্রধানমন্ত্রী । পরীক্ষা কি শুধুমাত্র হটস্পটগুলিতে সীমাবদ্ধ থাকবে নাকি ভিলওয়ারাতে যেমন হয়েছে তেমনভাবে স্ক্রিনিং করা হবে? চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা ঠিকমতো PPE পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি ।

প্রধানমন্ত্রী আজ তাঁর বক্তব্যে রবি ফসলের কথা উল্লেখ করেছিলেন । এই বিষয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে কংগ্রেস নেতার প্রশ্ন, "ফসল তোলার বিষয়ে সরকারের রোডম্যাপ কী ? মাঠে গিয়ে ফসল কাটতে কি কৃষকদের অনুমতি দেবেন ? কীভাবে ফসল সংগ্রহ করা হবে এবং তা বিভিন্ন কেন্দ্রে পাঠানো হবে ? মিনিমাম সাপোর্ট প্রাইসের (MSP)-এর পরও কি সরকার বোনাস দেবে?"

এদিকে কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ভি টুইটারে আক্রমণ করে লেখেন, কোনও গাইডলাইন ছাড়া প্রধানমন্ত্রীর এই ঘোষণা ডেনমার্কের যুবরাজকে ছাড়া হ্যামলেট রচনার সমান ।"

দিল্লি, 14 এপ্রিল : 3 মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণার পরই প্রধানমন্ত্রীকে আক্রমণ করল কংগ্রেস । তাদের বক্তব্য, প্রধানমন্ত্রী জনগণের কাছ থেকে কী প্রত্যাশা করছেন তা জানালেও তাঁর সরকার জনগণের জন্য কী করছে তা স্পষ্ট করেননি ।

সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি বলেন, "আমরা লকডাউনের প্রয়োজনীয়তা বুঝতে পেরেছি । জাতীয় কংগ্রেস লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে সমর্থন করে। তবে প্রধানমন্ত্রী জনগণের কাছ থেকে কী প্রত্যাশা করছেন তা জানিয়েছেন । কিন্তু তিনি বা তাঁর সরকার জনগণের জন্য কী করছে তা প্রকাশ করেননি, যা আমরা সকলেই শুনতে চেয়েছিলাম। "

ভিনরাজ্যের শ্রমিকদের অবস্থা নিয়ে তিওয়ারির প্রশ্ন , "শ্রমিকরা দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন। বিভিন্ন রাজ্যে তাঁদের বাধ্যতামূলক 14-দিনের কোয়ারান্টাইন শেষ হয়েছে । আপনি কি তাঁদের বাড়িতে ফিরতে অনুমতি দেবেন? এই বিষয়ে আপনার কী কোনও পরিকল্পনা রয়েছে? " তিনি বলেন, "বাধ্যতামূলক কোয়ারান্টাইনের মেয়াদ পেরিয়ে যাওয়ার পর যদি কোরোনা সংক্রমণের কোনও লক্ষণ দেখা না যায়, তবে তাঁদের ঘরে ফেরানোটা কি সরকারের দায়িত্বর মধ্যে পড়ে না ? সরকার এই বিষয়ে কী পদক্ষেপ করছে, আমরা এটাই শুনতে চাই" ।

তিনি আরও বলেন যে, দেশে কোরোনা পরীক্ষার বিষয়েও সরকারের কৌশল নিয়ে কিছু বলেননি প্রধানমন্ত্রী । পরীক্ষা কি শুধুমাত্র হটস্পটগুলিতে সীমাবদ্ধ থাকবে নাকি ভিলওয়ারাতে যেমন হয়েছে তেমনভাবে স্ক্রিনিং করা হবে? চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা ঠিকমতো PPE পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি ।

প্রধানমন্ত্রী আজ তাঁর বক্তব্যে রবি ফসলের কথা উল্লেখ করেছিলেন । এই বিষয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে কংগ্রেস নেতার প্রশ্ন, "ফসল তোলার বিষয়ে সরকারের রোডম্যাপ কী ? মাঠে গিয়ে ফসল কাটতে কি কৃষকদের অনুমতি দেবেন ? কীভাবে ফসল সংগ্রহ করা হবে এবং তা বিভিন্ন কেন্দ্রে পাঠানো হবে ? মিনিমাম সাপোর্ট প্রাইসের (MSP)-এর পরও কি সরকার বোনাস দেবে?"

এদিকে কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ভি টুইটারে আক্রমণ করে লেখেন, কোনও গাইডলাইন ছাড়া প্রধানমন্ত্রীর এই ঘোষণা ডেনমার্কের যুবরাজকে ছাড়া হ্যামলেট রচনার সমান ।"

Last Updated : Apr 14, 2020, 7:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.