ETV Bharat / bharat

পিএম-কেয়ার ফান্ড অডিট করবে না CAG : সূত্র

28 মার্চ প্রধানমন্ত্রীর নেতৃত্বে তৈরি হয় এই তহবিল । সূত্রের খবর এই তহবিলের অডিট করবে না CAG ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 25, 2020, 11:08 PM IST

দিল্লি, 25 এপ্রিল : প্রাইম মিনিস্টারস সিটিজেন অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ (PM-Care Fund)-এর অডিট করবে না CAG । সরকারি সূত্রে এমনই খবর পাওয়া গেছে । কম্পট্রলার অ্যান্ড অডিটর জেনেরাল অফ ইন্ডিয়া (CAG) সূত্রে খবর, যেহেতু তহবিলটি ব্যক্তিগত কিংবা প্রতিষ্ঠানগত অনুদানের উপর তৈরি । তাই এই তহবিল অডিট করার এক্তিয়ার নেই।

28 মার্চ প্রধানমন্ত্রীর নেতৃত্বে তৈরি হয় এই তহবিল। এই তহবিলের অছি সদস্য হলেন অন্য কেন্দ্রীয় মন্ত্রীরা । CAG-র শীর্ষ আধিকারিক সূত্রে খবর, যতক্ষণ না পর্যন্ত সংশ্লিষ্ট অছি পরিষদের তরফে অনুমতি না দেওয়া হচ্ছে, ততক্ষণ CAG সেই তহবিল অডিট করতে পারবে না। স্বাধীন কোনও সংস্থা এই তহবিল অডিট করবে। এক্ষেত্রে অডিটকারী সংস্থাকে নির্বাচিত করবে অছি সদস্যরা ।

কোরোনা সংক্রমণ বাড়ার পর থেকেই পিএম-কেয়ার ফান্ডে সাধ্যমতো অনুদান দেওয়ার জন্য প্রধানমন্ত্রী, বিশিষ্ট ব্যক্তি, সংগঠন ও শিল্পপতিদের তরফে নানাভাবে আবেদন করা হয়েছে । সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রীসভার সচিব, সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মী, আধিকারিক রাষ্ট্রায়ত্ত সংস্থা থেকে শুরু করে সকলকে এই তহবিলে অনুদান করার আবেদন জানিয়েছেন । যদিও এই তহবিলের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। তাদের বক্তব্য, "1948 থেকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) চালু আছে। তাহলে এই তহবিলের প্রয়োজনীয়তা কী ? বহু রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এই তহবিল তৈরির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

দিল্লি, 25 এপ্রিল : প্রাইম মিনিস্টারস সিটিজেন অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ (PM-Care Fund)-এর অডিট করবে না CAG । সরকারি সূত্রে এমনই খবর পাওয়া গেছে । কম্পট্রলার অ্যান্ড অডিটর জেনেরাল অফ ইন্ডিয়া (CAG) সূত্রে খবর, যেহেতু তহবিলটি ব্যক্তিগত কিংবা প্রতিষ্ঠানগত অনুদানের উপর তৈরি । তাই এই তহবিল অডিট করার এক্তিয়ার নেই।

28 মার্চ প্রধানমন্ত্রীর নেতৃত্বে তৈরি হয় এই তহবিল। এই তহবিলের অছি সদস্য হলেন অন্য কেন্দ্রীয় মন্ত্রীরা । CAG-র শীর্ষ আধিকারিক সূত্রে খবর, যতক্ষণ না পর্যন্ত সংশ্লিষ্ট অছি পরিষদের তরফে অনুমতি না দেওয়া হচ্ছে, ততক্ষণ CAG সেই তহবিল অডিট করতে পারবে না। স্বাধীন কোনও সংস্থা এই তহবিল অডিট করবে। এক্ষেত্রে অডিটকারী সংস্থাকে নির্বাচিত করবে অছি সদস্যরা ।

কোরোনা সংক্রমণ বাড়ার পর থেকেই পিএম-কেয়ার ফান্ডে সাধ্যমতো অনুদান দেওয়ার জন্য প্রধানমন্ত্রী, বিশিষ্ট ব্যক্তি, সংগঠন ও শিল্পপতিদের তরফে নানাভাবে আবেদন করা হয়েছে । সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রীসভার সচিব, সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মী, আধিকারিক রাষ্ট্রায়ত্ত সংস্থা থেকে শুরু করে সকলকে এই তহবিলে অনুদান করার আবেদন জানিয়েছেন । যদিও এই তহবিলের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। তাদের বক্তব্য, "1948 থেকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) চালু আছে। তাহলে এই তহবিলের প্রয়োজনীয়তা কী ? বহু রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এই তহবিল তৈরির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.