ETV Bharat / bharat

PM কেয়ারস ফান্ডে অনুদান দিয়েছে চিনা কম্পানি, অভিযোগ কংগ্রেসের - donations from Chinese companies

কোরোনা মোকাবিলায় তৈরি করা হয় PM কেয়ারস ফান্ড । এই তহবিলে চিনা কম্পানি অনুদান দিয়েছে বলে অভিযোগ কংগ্রেসের ।

cong
cong
author img

By

Published : Jun 28, 2020, 7:42 PM IST

দিল্লি, 28জুন : PM কেয়ারস ফান্ডে অনুদান দিয়েছে চিনা কম্পানি । অভিযোগ করলেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি ।

PM কেয়ারস ফান্ডের ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ তুলে তিনি বলেন, “এখন দু্শ্চিন্তার বিষয় হল PM কেয়ারস ফান্ড চিনা কোম্পানির থেকে অনুদান পেয়েছিল । এই বিষয়টি জাতীয় সুরক্ষার ক্ষেত্রেও সতর্কতামূলক । কেউ এর প্রক্রিয়ার পরিকাঠামো জানেন না । PM কেয়ারস ফান্ডের টাকা কীভাবে ব্যবহার করা হয়েছে তার কোনও হিসেব পাওয়া যায়নি ।”

কোরোনা সংক্রমণের মোকাবিলা করতে তৈরি করা হয় PM কেয়ারস ফান্ড । সাধারণত এই ফান্ডে অনুদান দেওয়ার জন্য দেশের মানুষের কাছে আবেদন করা হয় । অনুদান পাঠানো যায় বিদেশ থেকেও । সেই মতো অনেকেই প্রধানমন্ত্রীর ফান্ডে অনুদান পাঠান ।

কংগ্রেস নেতা বলেন, “রাইট টু ইন্ফরমেশন অ্যাক্টের আওতায় পড়ে না PM কেয়ারস ফান্ড । রিপোর্ট অনুযায়ী 20 মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 9 হাজার 678 কোটি টাকা এই ফান্ডে অনুদান পেয়েছে । বিস্মিত হওয়ার বিষয় হল, চিনা সেনারা ভারতের অঞ্চলে জোর করে প্রবেশ করেছে আর প্রধানমন্ত্রী চিনা কম্পানি থেকে অনুদান গ্রহণ করছেন ।”

তিনি আরও বলেন, “তাঁদের জানিয়ে রাখতে চাই দেশের স্বার্থে কংগ্রেস বারবার প্রশ্ন করবে । আমরা সবাই জানি প্রধানমন্ত্রীর চিনের প্রতি দু্র্বলতা রয়েছে । তিনিই একমাত্র ভারতীয় প্রধানমন্ত্রী যিনি পাঁচবার চিনে গেছেন ।”

দিল্লি, 28জুন : PM কেয়ারস ফান্ডে অনুদান দিয়েছে চিনা কম্পানি । অভিযোগ করলেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি ।

PM কেয়ারস ফান্ডের ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ তুলে তিনি বলেন, “এখন দু্শ্চিন্তার বিষয় হল PM কেয়ারস ফান্ড চিনা কোম্পানির থেকে অনুদান পেয়েছিল । এই বিষয়টি জাতীয় সুরক্ষার ক্ষেত্রেও সতর্কতামূলক । কেউ এর প্রক্রিয়ার পরিকাঠামো জানেন না । PM কেয়ারস ফান্ডের টাকা কীভাবে ব্যবহার করা হয়েছে তার কোনও হিসেব পাওয়া যায়নি ।”

কোরোনা সংক্রমণের মোকাবিলা করতে তৈরি করা হয় PM কেয়ারস ফান্ড । সাধারণত এই ফান্ডে অনুদান দেওয়ার জন্য দেশের মানুষের কাছে আবেদন করা হয় । অনুদান পাঠানো যায় বিদেশ থেকেও । সেই মতো অনেকেই প্রধানমন্ত্রীর ফান্ডে অনুদান পাঠান ।

কংগ্রেস নেতা বলেন, “রাইট টু ইন্ফরমেশন অ্যাক্টের আওতায় পড়ে না PM কেয়ারস ফান্ড । রিপোর্ট অনুযায়ী 20 মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 9 হাজার 678 কোটি টাকা এই ফান্ডে অনুদান পেয়েছে । বিস্মিত হওয়ার বিষয় হল, চিনা সেনারা ভারতের অঞ্চলে জোর করে প্রবেশ করেছে আর প্রধানমন্ত্রী চিনা কম্পানি থেকে অনুদান গ্রহণ করছেন ।”

তিনি আরও বলেন, “তাঁদের জানিয়ে রাখতে চাই দেশের স্বার্থে কংগ্রেস বারবার প্রশ্ন করবে । আমরা সবাই জানি প্রধানমন্ত্রীর চিনের প্রতি দু্র্বলতা রয়েছে । তিনিই একমাত্র ভারতীয় প্রধানমন্ত্রী যিনি পাঁচবার চিনে গেছেন ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.