বিষ্ণুপুর, 30 জানুয়ারি : ইট তাও আবার প্লাস্টিকের তৈরি ? হ্যাঁ, প্লাস্টিক দিয়ে ইট বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমা প্রশাসন ৷ যা ইতিমধ্যেই নজর কেড়েছে সাধারণের ৷
প্লাস্টিক দূরীকরণে ইকো ব্রিকস তৈরির পরিকল্পনা প্রথম মাথায় আসে বিষ্ণুপুরের SDO মানস মণ্ডলের ৷ নিজের বাড়িতেই তিনি ইকো ব্রিকস তৈরি শুরু করেন ৷ কাজে লাগান নিজের সন্তানকে ৷ নিজের হাতে এই ইটগুলো তৈরি করা শুরু করেন তিনি ৷
মানসবাবু বলেন, "প্রাথমিকভাবে বিষ্ণুপুর শহরের মধ্যে অবস্থিত স্কুল পড়ুয়াদের ইকো ব্রিকস বানানোর বিষয়ে উৎসাহিত করি ৷ এখন আশপাশের গ্রামের স্কুলেও ইকো ব্রিকসের প্রচার করেছি ৷ ফলও হাতেনাতে পাওয়া গেছে ৷ গ্রামে কৃষিজমি রয়েছে ৷ প্লাস্টিক মাটিকে দূষিত করলে তার প্রভাব ফসলের উপর পড়বেই ৷ তাই গ্রামাঞ্চলে ইকো ব্রিকস তৈরি হলে প্লাস্টিকের ব্যবহার অনেকটাই কমবে ৷"
পরীক্ষামূলকভাবে ইতিমধ্যেই এই ইকো ব্রিকস ব্যবহার করেছে বিষ্ণুপুর মহকুমা প্রশাসন ৷ মহকুমা প্রশাসকের কার্যালয়ের বাইরে লাগানো গাছগুলিকে বাঁধানো হয়েছে ইকো ব্রিকসের দ্বারা ৷ এর সাহায্যে বানানো হয়েছে বসার জায়গা ৷ দেওয়া হয়েছে গাছের পাশে বাউন্ডারিও ৷
কীভাবে বানানো হয় ইকো ব্রিকস ?
পলিব্যাগ, প্লাস্টিকের বোতল ইত্যাদি পরিবেশের ক্ষতি করছে ৷ সেগুলো দিয়েই তৈরি হয় ইকো ব্রিকস ৷ পরিত্যক্ত বা যে কোনও ধরনের প্লাস্টিকের বোতল হল এর প্রধান কাঁচামাল ৷ এই বোতলের মধ্যে ঠেঁসে ঠেঁসে ভরা হয় পলিব্যাগ বা প্লাস্টিকের বর্জ্য ৷ এইভাবে এক একটি বোতলকে বানানো হচ্ছে ইটের মতো ৷ বাস্তবিকই ইটের কাজ করছে প্লাস্টিকের বোতলগুলি ৷
কারা বানাচ্ছে ইকো ব্রিকস ?
ইকো ব্রিকস বানানোর কাজ করছে প্রাথমিক স্কুলের পড়ুয়ারা ৷ তাদের হাতে এই গুরুদায়িত্ব তুলে দিয়েছে বিষ্ণুপুর প্রশাসন ৷ আসলে বিষ্ণুপুর প্রশাসনের তরফে আশপাশের স্কুলগুলিতে ইকো ব্রিকসের প্রচার চালানো হয় ৷
আবেদন করা হয়, স্কুল পড়ুয়াদের হাতের কাজ হিসেবে যেন ইকো ব্রিকসে বানাতে দেওয়া হয় ৷ প্রশাসনের এই উদ্যোগে সাড়া দেয় স্কুলগুলিও ৷ উদ্যোগকে বাস্তবায়িত করতে একটি কৌশল অবলম্বন করে স্কুল কর্তৃপক্ষ ৷ হাতের কাজ প্রজেক্টে রাখা হয় ইকো ব্রিকস ৷ পড়ুয়াদের বলা হয়, ইকো ব্রিকস বানিয়ে আনলেই দেওয়া হবে নম্বর ৷ ভালো ফল দেয় এই কৌশল ৷ স্কুল পড়ুয়ারা বাড়ি থেকে ইকো ব্রিকস বানিয়ে আনতে শুরু করে ৷
বিষ্ণুপুর মহকুমা শাসকের কার্যালয়ের তরফে জানা গেছে, এক একটি স্কুল থেকে 500 থেকে 1000 পর্যন্ত ইকো ব্রিকস পাওয়া যায় ৷ যা দিয়ে বানানো হচ্ছে দেওয়াল, বসার জায়গা ইত্যাদি ৷