ETV Bharat / bharat

বিষ্ণুপুরে প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি হচ্ছে ইকো ব্রিকসের দেওয়াল - পশ্চিমবঙ্গে

প্লাস্টিক বোতল দিয়ে ইকো ব্রিকস বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমা প্রশাসন ৷ প্রথম এই পরিকল্পনা বিষ্ণুপুরের মহকুমা শাসক মানস মণ্ডলের মাথায় আসে ৷ তারপর থেকেই শুরু কাজ ৷

প্লাস্টিক দিয়ে তৈরি ইটের বসার জায়গা
প্লাস্টিক দিয়ে তৈরি ইটের বসার জায়গা
author img

By

Published : Jan 30, 2020, 8:17 AM IST

Updated : Jan 30, 2020, 4:47 PM IST

বিষ্ণুপুর, 30 জানুয়ারি : ইট তাও আবার প্লাস্টিকের তৈরি ? হ্যাঁ, প্লাস্টিক দিয়ে ইট বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমা প্রশাসন ৷ যা ইতিমধ্যেই নজর কেড়েছে সাধারণের ৷

প্লাস্টিক দূরীকরণে ইকো ব্রিকস তৈরির পরিকল্পনা প্রথম মাথায় আসে বিষ্ণুপুরের SDO মানস মণ্ডলের ৷ নিজের বাড়িতেই তিনি ইকো ব্রিকস তৈরি শুরু করেন ৷ কাজে লাগান নিজের সন্তানকে ৷ নিজের হাতে এই ইটগুলো তৈরি করা শুরু করেন তিনি ৷

মানসবাবু বলেন, "প্রাথমিকভাবে বিষ্ণুপুর শহরের মধ্যে অবস্থিত স্কুল পড়ুয়াদের ইকো ব্রিকস বানানোর বিষয়ে উৎসাহিত করি ৷ এখন আশপাশের গ্রামের স্কুলেও ইকো ব্রিকসের প্রচার করেছি ৷ ফলও হাতেনাতে পাওয়া গেছে ৷ গ্রামে কৃষিজমি রয়েছে ৷ প্লাস্টিক মাটিকে দূষিত করলে তার প্রভাব ফসলের উপর পড়বেই ৷ তাই গ্রামাঞ্চলে ইকো ব্রিকস তৈরি হলে প্লাস্টিকের ব্যবহার অনেকটাই কমবে ৷"

Plastic
প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করা হয়েছে বসার জায়গা

পরীক্ষামূলকভাবে ইতিমধ্যেই এই ইকো ব্রিকস ব্যবহার করেছে বিষ্ণুপুর মহকুমা প্রশাসন ৷ মহকুমা প্রশাসকের কার্যালয়ের বাইরে লাগানো গাছগুলিকে বাঁধানো হয়েছে ইকো ব্রিকসের দ্বারা ৷ এর সাহায্যে বানানো হয়েছে বসার জায়গা ৷ দেওয়া হয়েছে গাছের পাশে বাউন্ডারিও ৷

কীভাবে বানানো হয় ইকো ব্রিকস ?

পলিব্যাগ, প্লাস্টিকের বোতল ইত্যাদি পরিবেশের ক্ষতি করছে ৷ সেগুলো দিয়েই তৈরি হয় ইকো ব্রিকস ৷ পরিত্যক্ত বা যে কোনও ধরনের প্লাস্টিকের বোতল হল এর প্রধান কাঁচামাল ৷ এই বোতলের মধ্যে ঠেঁসে ঠেঁসে ভরা হয় পলিব্যাগ বা প্লাস্টিকের বর্জ্য ৷ এইভাবে এক একটি বোতলকে বানানো হচ্ছে ইটের মতো ৷ বাস্তবিকই ইটের কাজ করছে প্লাস্টিকের বোতলগুলি ৷

কারা বানাচ্ছে ইকো ব্রিকস ?

ইকো ব্রিকস বানানোর কাজ করছে প্রাথমিক স্কুলের পড়ুয়ারা ৷ তাদের হাতে এই গুরুদায়িত্ব তুলে দিয়েছে বিষ্ণুপুর প্রশাসন ৷ আসলে বিষ্ণুপুর প্রশাসনের তরফে আশপাশের স্কুলগুলিতে ইকো ব্রিকসের প্রচার চালানো হয় ৷

প্লাস্টিক বোতল দিয়ে ইট বানিয়ে তাক লাগিয়েছে বিষ্ণুপুর প্রশাসন

আবেদন করা হয়, স্কুল পড়ুয়াদের হাতের কাজ হিসেবে যেন ইকো ব্রিকসে বানাতে দেওয়া হয় ৷ প্রশাসনের এই উদ্যোগে সাড়া দেয় স্কুলগুলিও ৷ উদ্যোগকে বাস্তবায়িত করতে একটি কৌশল অবলম্বন করে স্কুল কর্তৃপক্ষ ৷ হাতের কাজ প্রজেক্টে রাখা হয় ইকো ব্রিকস ৷ পড়ুয়াদের বলা হয়, ইকো ব্রিকস বানিয়ে আনলেই দেওয়া হবে নম্বর ৷ ভালো ফল দেয় এই কৌশল ৷ স্কুল পড়ুয়ারা বাড়ি থেকে ইকো ব্রিকস বানিয়ে আনতে শুরু করে ৷

বিষ্ণুপুর মহকুমা শাসকের কার্যালয়ের তরফে জানা গেছে, এক একটি স্কুল থেকে 500 থেকে 1000 পর্যন্ত ইকো ব্রিকস পাওয়া যায় ৷ যা দিয়ে বানানো হচ্ছে দেওয়াল, বসার জায়গা ইত্যাদি ৷

বিষ্ণুপুর, 30 জানুয়ারি : ইট তাও আবার প্লাস্টিকের তৈরি ? হ্যাঁ, প্লাস্টিক দিয়ে ইট বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমা প্রশাসন ৷ যা ইতিমধ্যেই নজর কেড়েছে সাধারণের ৷

প্লাস্টিক দূরীকরণে ইকো ব্রিকস তৈরির পরিকল্পনা প্রথম মাথায় আসে বিষ্ণুপুরের SDO মানস মণ্ডলের ৷ নিজের বাড়িতেই তিনি ইকো ব্রিকস তৈরি শুরু করেন ৷ কাজে লাগান নিজের সন্তানকে ৷ নিজের হাতে এই ইটগুলো তৈরি করা শুরু করেন তিনি ৷

মানসবাবু বলেন, "প্রাথমিকভাবে বিষ্ণুপুর শহরের মধ্যে অবস্থিত স্কুল পড়ুয়াদের ইকো ব্রিকস বানানোর বিষয়ে উৎসাহিত করি ৷ এখন আশপাশের গ্রামের স্কুলেও ইকো ব্রিকসের প্রচার করেছি ৷ ফলও হাতেনাতে পাওয়া গেছে ৷ গ্রামে কৃষিজমি রয়েছে ৷ প্লাস্টিক মাটিকে দূষিত করলে তার প্রভাব ফসলের উপর পড়বেই ৷ তাই গ্রামাঞ্চলে ইকো ব্রিকস তৈরি হলে প্লাস্টিকের ব্যবহার অনেকটাই কমবে ৷"

Plastic
প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করা হয়েছে বসার জায়গা

পরীক্ষামূলকভাবে ইতিমধ্যেই এই ইকো ব্রিকস ব্যবহার করেছে বিষ্ণুপুর মহকুমা প্রশাসন ৷ মহকুমা প্রশাসকের কার্যালয়ের বাইরে লাগানো গাছগুলিকে বাঁধানো হয়েছে ইকো ব্রিকসের দ্বারা ৷ এর সাহায্যে বানানো হয়েছে বসার জায়গা ৷ দেওয়া হয়েছে গাছের পাশে বাউন্ডারিও ৷

কীভাবে বানানো হয় ইকো ব্রিকস ?

পলিব্যাগ, প্লাস্টিকের বোতল ইত্যাদি পরিবেশের ক্ষতি করছে ৷ সেগুলো দিয়েই তৈরি হয় ইকো ব্রিকস ৷ পরিত্যক্ত বা যে কোনও ধরনের প্লাস্টিকের বোতল হল এর প্রধান কাঁচামাল ৷ এই বোতলের মধ্যে ঠেঁসে ঠেঁসে ভরা হয় পলিব্যাগ বা প্লাস্টিকের বর্জ্য ৷ এইভাবে এক একটি বোতলকে বানানো হচ্ছে ইটের মতো ৷ বাস্তবিকই ইটের কাজ করছে প্লাস্টিকের বোতলগুলি ৷

কারা বানাচ্ছে ইকো ব্রিকস ?

ইকো ব্রিকস বানানোর কাজ করছে প্রাথমিক স্কুলের পড়ুয়ারা ৷ তাদের হাতে এই গুরুদায়িত্ব তুলে দিয়েছে বিষ্ণুপুর প্রশাসন ৷ আসলে বিষ্ণুপুর প্রশাসনের তরফে আশপাশের স্কুলগুলিতে ইকো ব্রিকসের প্রচার চালানো হয় ৷

প্লাস্টিক বোতল দিয়ে ইট বানিয়ে তাক লাগিয়েছে বিষ্ণুপুর প্রশাসন

আবেদন করা হয়, স্কুল পড়ুয়াদের হাতের কাজ হিসেবে যেন ইকো ব্রিকসে বানাতে দেওয়া হয় ৷ প্রশাসনের এই উদ্যোগে সাড়া দেয় স্কুলগুলিও ৷ উদ্যোগকে বাস্তবায়িত করতে একটি কৌশল অবলম্বন করে স্কুল কর্তৃপক্ষ ৷ হাতের কাজ প্রজেক্টে রাখা হয় ইকো ব্রিকস ৷ পড়ুয়াদের বলা হয়, ইকো ব্রিকস বানিয়ে আনলেই দেওয়া হবে নম্বর ৷ ভালো ফল দেয় এই কৌশল ৷ স্কুল পড়ুয়ারা বাড়ি থেকে ইকো ব্রিকস বানিয়ে আনতে শুরু করে ৷

বিষ্ণুপুর মহকুমা শাসকের কার্যালয়ের তরফে জানা গেছে, এক একটি স্কুল থেকে 500 থেকে 1000 পর্যন্ত ইকো ব্রিকস পাওয়া যায় ৷ যা দিয়ে বানানো হচ্ছে দেওয়াল, বসার জায়গা ইত্যাদি ৷

Intro:পরিবেশ দূষণ রুখতে ব্যবহৃত প্লাস্টিক দিয়ে ইকো ব্রিকস এবং সেই ব্রিকস এর ব্যবহার করে নজির গড়লো বিষ্ণুপুর মহকুমা প্রশাসন।


Body: বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমা প্রশাসন এক অভিনব পদ্ধতিতে ব্যবহৃত প্লাস্টিক কে পরিবেশে ছড়ানোর হাত থেকে রুখে নজির তৈরি করল। ব্যবহার করা হয়েছে এমন শীতল পানি ও অন্যান্য প্লাস্টিকের বোতল সংগ্রহ করে তারমধ্যে প্লাস্টিক ব্যাগ টুকরো করে ভরে তৈরি করা হচ্ছে এই ইকো ব্রিকস। প্রাথমিকভাবে এবং পরীক্ষামূলক ভাবে পরিকল্পনাটি যথেষ্ট সফল হয়েছে এখনও পর্যন্ত। মহকুমা প্রশাসনের তরফে স্থানীয় বিদ্যালয়গুলিতে অনুরোধ করা হয় ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রকল্প নিয়ে উৎসাহ তৈরি করতে। স্কুল গুলিও রীতিমত আগ্রহ প্রকাশ করে। স্কুলের পক্ষ থেকে পড়ুয়াদের প্রজেক্ট এ অতিরিক্ত নম্বর দেওয়ার কথা বলা হয় একই ব্রিক্স তৈরি করলে। ফলে পড়ুয়ারাও বেশ আগ্রহ ভরে এই ইকো ব্রিকস তৈরি করেছে। এক একটি স্কুল থেকে 500 থেকে হাজার টি ইকো ব্রিক্স মিলেছে যেগুলি মহকুমা প্রশাসক সংগ্রহ করেছে। অভিভাবকরাও বেশ খুশি। তবে খানিকটা অস্বস্তিতে পড়েছেন তারা কারণ বাড়িতে প্লাস্টিক রাখতে দিচ্ছে না বাচ্চারা। প্লাস্টিক পেলেই সে গুলোকে টুকরো টুকরো করে ফেলছে এবং বোতলের মধ্যে ভরে একেবারে শক্ত ইটের মত বানিয়ে ফেলছে। মহকুমা প্রশাসন এগুলি বিভিন্ন স্কুল থেকে সংগ্রহ করে তার অদ্ভুত ব্যবহার করছে। বোতল গুলো সাজিয়ে তার ওপর সিমেন্ট দিয়ে আবার বোতল সাজানো হচ্ছে ঠিক যেভাবে ইঁটের পর ইঁট চাপিয়ে দেওয়া হয়। আপাতত এভাবে বেশ কিছু ছোটখাটো বসার চেয়ার এবং বেদী বানানো হয়েছে শহরের বিভিন্ন জায়গায়। বেশ মজবুত হয়েছে সেগুলি। তবে আগামী দিনে এই ইকো ব্রিকস দিয়ে বিভিন্ন স্কুলের বাউন্ডারি ওয়াল বা ঘেরা প্রাচীর তৈরি করার পরিকল্পনা রয়েছে মহকুমা প্রশাসনের বলছেন মহকুমা শাসক। এভাবে ইকো ব্রিক্স বানিয়ে তা ব্যবহারিক জীবনে কাজে লাগালে একদিকে যেমন ব্যবহৃত প্লাস্টিক এবং বোতল কে পরিবেশে মিশে যাওয়ার হাত থেকে রক্ষা করা যাবে পরিবেশকে, ঠিক তেমনি এই ইট ব্যবহার করে বিভিন্ন সরকারি প্রকল্পে অনেক সাশ্রয় করা যাবে বলে মনে করা হচ্ছে।


Conclusion:বাইট:অগ্নীশ্বর পাল, ছাত্র বাইট:মধুসূদন পাল, অভিভাবক বাইট:মধুমিতা কুণ্ডু, শিক্ষিকা বাইট:মানস মণ্ডল, মহকুমা শাসক, বিষ্ণুপুর
Last Updated : Jan 30, 2020, 4:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.