দিল্লি, 24জুন : কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি এবংকংগ্রেস নেতা রাহুল গান্ধির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করা হল ।কংগ্রেস শাসনকালে চিনের সঙ্গে ভারতের 2008 সালে একটি MoU হয়েছিল । সেইসাক্ষরের মূল বিষয়বস্তু কী ছিল তা প্রকাশ্যে না আনার অভিযোগ জানিয়ে তাঁদেরবিরুদ্ধে মামলা করা হল ।
আইনজীবী শশাঙ্ক শেখর এবং গোয়া ক্রনিকলের এডিটর ইন চিফ সাভিয়ো এইজনস্বার্থ মামলা করেছেন । MoU-এর বিষয় খতিয়ে দেখার জন্য জাতীয় তদন্তকারী সংস্থা বা CBI-র তদন্তের দাবিজানিয়েছেন তাঁরা । আনলফুল অ্যাক্টিভিটি (প্রিভেনশন) অ্যাক্ট-এর আওতায় তদন্তের দাবিকরা হচ্ছে ।
আবেদনকারীদের অভিযোগ, চিনের সঙ্গে সুসম্পর্ক না থাকার পরেওকংগ্রেস একটি MoU করেছিল । চুক্তির বিস্তারিত তথ্য এবং উদ্দেশ্য লোকানো হয়েছে ।
আবেদনকারীরা বলেন,“তথ্য জানার অধিকার একটি রাজনৈতিক দল কি তা ভারতীয়দের থেকে ছিনিয়ে নিতেপারে । যদি সেটা জাতীয় স্বার্থে হয় তো ? যদি একটি শত্রু দেশের সঙ্গে চুক্তিদেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে সেক্ষেত্রে কী করণীয় ।”