ETV Bharat / bharat

তামিলনাড়ুতে যুবতিকে গণধর্ষণ, গ্রেপ্তার 2 - তামিলনাড়ুর ভেলোরে গণধর্ষণ

তামিলনাড়ুর ভেলোরে যুবতিকে গণধর্ষণের অভিযোগ। তাঁর প্রেমিককেও মারধর করা হয়েছে ৷ এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

Gang-Raped at Vellore in Tamil Nadu
তামিলনাড়ুতে যুবতীকে গণধর্ষণ
author img

By

Published : Jan 20, 2020, 12:08 PM IST

চেন্নাই, 20 জানুয়ারি : যুবতিকে গণধর্ষণের অভিযোগ ৷ শনিবার তামিলনাড়ুর ভেলোরে 24 বছর বয়সি যুবতিকে তিন ব্যক্তি গণধর্ষণ করে বলে অভিযোগ দায়ের করা হয়েছে । ওই যুবতির প্রেমিককে মারধরও করা হয়৷

ভেলোরের একটি পার্কে শনিবার সন্ধ্যার ঘটনা ৷ পুলিশ জানায়, যুবতিকে ধর্ষণ করা, তাঁর সঙ্গীকে মারধর করা ছাড়াও জিনিসপত্র ছিনতাইয়ের চেষ্টা করে দুষ্কৃতীরা ৷

এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে ৷ অপর একজনের খোঁজ চলছে ৷ ধৃতদের বয়স 18 বছর ৷ ধৃতদের বিরুদ্ধে ধর্ষণ ও ডাকাতির মামলা দায়ের করা হয়েছে।

গড়ে প্রতি 15 মিনিটে একজন মহিলা ধর্ষণের শিকার হন এ দেশে । 2018 সালে কেন্দ্রের দেওয়া তথ্যে উল্লেখ রয়েছে এমনই ৷ স্বরাষ্ট্রমন্ত্রক দ্বারা প্রকাশিত বার্ষিক প্রতিবেদন অনুসারে, 2018 সালে 34,000টি ধর্ষণের ঘটনার অভিযোগ এসেছে ৷ এর মধ্যে 85 শতাংশের সামান্য বেশি ক্ষেত্রে অভিযোগে চার্জশিট দেওয়া হয়েছে । মাত্র 27 শতাংশকে দোষী সাব্যস্ত করা হয়েছে ।

চেন্নাই, 20 জানুয়ারি : যুবতিকে গণধর্ষণের অভিযোগ ৷ শনিবার তামিলনাড়ুর ভেলোরে 24 বছর বয়সি যুবতিকে তিন ব্যক্তি গণধর্ষণ করে বলে অভিযোগ দায়ের করা হয়েছে । ওই যুবতির প্রেমিককে মারধরও করা হয়৷

ভেলোরের একটি পার্কে শনিবার সন্ধ্যার ঘটনা ৷ পুলিশ জানায়, যুবতিকে ধর্ষণ করা, তাঁর সঙ্গীকে মারধর করা ছাড়াও জিনিসপত্র ছিনতাইয়ের চেষ্টা করে দুষ্কৃতীরা ৷

এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে ৷ অপর একজনের খোঁজ চলছে ৷ ধৃতদের বয়স 18 বছর ৷ ধৃতদের বিরুদ্ধে ধর্ষণ ও ডাকাতির মামলা দায়ের করা হয়েছে।

গড়ে প্রতি 15 মিনিটে একজন মহিলা ধর্ষণের শিকার হন এ দেশে । 2018 সালে কেন্দ্রের দেওয়া তথ্যে উল্লেখ রয়েছে এমনই ৷ স্বরাষ্ট্রমন্ত্রক দ্বারা প্রকাশিত বার্ষিক প্রতিবেদন অনুসারে, 2018 সালে 34,000টি ধর্ষণের ঘটনার অভিযোগ এসেছে ৷ এর মধ্যে 85 শতাংশের সামান্য বেশি ক্ষেত্রে অভিযোগে চার্জশিট দেওয়া হয়েছে । মাত্র 27 শতাংশকে দোষী সাব্যস্ত করা হয়েছে ।

Nagpur (Maharashtra), Jan 20 (ANI): While speaking at inaugural function of the Diamond Jubilee celebrations of Visvesvaraya National Institute of Technology in Nagpur, Union minister for Road Transport and Highways, Nitin Gadkari, said that there is no shortage of money but the actual problem lies in the negative mindsets in the government for decision making. "Let me tell you the truth, there is no shortage of money. What is lacking is the government mindset, the negative attitude, the courage to make decisions," said Nitin Gadkari.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.