ETV Bharat / bharat

মোহালি স্টেডিয়াম থেকে সরানো হল পাকিস্তানি ক্রিকেটারদের ছবি - Javed Miandad

শহিদ জওয়ানদের প্রতি সম্মান জানাতে ও পকিস্তানের প্রতি ক্ষোভ প্রকাশ করতে এই ছবিগুলি সরিয়ে দেওয়া হয়েছে।

ইমরান খান ও আফ্রিদি
author img

By

Published : Feb 18, 2019, 4:31 AM IST

মোহালি, ১৮ ফেব্রুয়ারি : মোহালি স্টেডিয়াম থেকে সরানো হল পাকিস্তানি ক্রিকেটারদের ছবি। পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার প্রতিবাদে গতকাল ওই স্টেডিয়াম থেকে পাকিস্তানি ক্রিকেটারদের সব ছবি সরিয়ে দেয় পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন (PCA) কর্তৃপক্ষ।

আই এস বিন্দ্রা স্টেডিয়াম মোহালি স্টেডিয়াম নামে পরিচিত। বিশ্বের একাধিক সেরা ক্রিকেটারের ছবি রয়েছে এই স্টেডিয়ামে। পাশাপাশি স্টেডিয়ামের করিডোর, ঘর ও গ্যালারিতে রয়েছে পাকিস্তানের একাধিক প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের ছবিও। সব জায়গা থেকেই পাকিস্তানি ক্রিকেটারদের ছবি সরিয়ে দেওয়া হয়েছে। অন্তত ১৫ টি ছবি সরানো হয়েছে বলে জানিয়েছেন PCA-এর কোষাধ্যক্ষ অজয় ত্যাগী। তিনি বলেন, "শহিদ জওয়ানদের প্রতি সম্মান জানাতে ও পকিস্তানের প্রতি ক্ষোভ প্রকাশ করতে এই ছবিগুলি সরিয়ে দেওয়া হয়েছে।"

ছবিগুলির মধ্যে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি সহ শাহিদ আফ্রিদি ও জাভেদ মিঁয়াদাদের ছবিও ছিল বলে জানা গেছে। এছাড়া, ২০১১-র বিশ্বকাপ সেমিফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচের ছবিও সরিয়ে দেওয়া হয়েছে।

এর আগে মুম্বইয়ে ব্রাবোর্ন স্টেডিয়ামেও ইমরান খানের ছবি ঢেকে দেয় ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া (CCI)। ক্লাব চত্বরে ইমরান খানের যতগুলি ছবি রয়েছে প্রত্যেকটিকেই ঢেকে দেয় ক্লাব কর্তৃপক্ষ।

undefined

মোহালি, ১৮ ফেব্রুয়ারি : মোহালি স্টেডিয়াম থেকে সরানো হল পাকিস্তানি ক্রিকেটারদের ছবি। পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার প্রতিবাদে গতকাল ওই স্টেডিয়াম থেকে পাকিস্তানি ক্রিকেটারদের সব ছবি সরিয়ে দেয় পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন (PCA) কর্তৃপক্ষ।

আই এস বিন্দ্রা স্টেডিয়াম মোহালি স্টেডিয়াম নামে পরিচিত। বিশ্বের একাধিক সেরা ক্রিকেটারের ছবি রয়েছে এই স্টেডিয়ামে। পাশাপাশি স্টেডিয়ামের করিডোর, ঘর ও গ্যালারিতে রয়েছে পাকিস্তানের একাধিক প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের ছবিও। সব জায়গা থেকেই পাকিস্তানি ক্রিকেটারদের ছবি সরিয়ে দেওয়া হয়েছে। অন্তত ১৫ টি ছবি সরানো হয়েছে বলে জানিয়েছেন PCA-এর কোষাধ্যক্ষ অজয় ত্যাগী। তিনি বলেন, "শহিদ জওয়ানদের প্রতি সম্মান জানাতে ও পকিস্তানের প্রতি ক্ষোভ প্রকাশ করতে এই ছবিগুলি সরিয়ে দেওয়া হয়েছে।"

ছবিগুলির মধ্যে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি সহ শাহিদ আফ্রিদি ও জাভেদ মিঁয়াদাদের ছবিও ছিল বলে জানা গেছে। এছাড়া, ২০১১-র বিশ্বকাপ সেমিফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচের ছবিও সরিয়ে দেওয়া হয়েছে।

এর আগে মুম্বইয়ে ব্রাবোর্ন স্টেডিয়ামেও ইমরান খানের ছবি ঢেকে দেয় ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া (CCI)। ক্লাব চত্বরে ইমরান খানের যতগুলি ছবি রয়েছে প্রত্যেকটিকেই ঢেকে দেয় ক্লাব কর্তৃপক্ষ।

undefined
AP Video Delivery Log - 2000 GMT News
Sunday, 17 February, 2019
Here is a roundup of Associated Press video content which has been sent to customers in the last hour. These items are available to access now on Media Port and Video Hub. Please note, customers will receive stories only if subscribed to the relevant product.
AP-APTN-1922: Colombia Rubio AP Clients Only 4196640
Rubio arrives in Colombia under Venezuela aid plan
AP-APTN-1919: Pakistan Saudi Prince 2 No Access Pakistan 4196636
Bin Salman: Pakistan can be very important country
AP-APTN-1913: UK Fashion Westwood AP Clients Only 4196638
Westwood holds politically charged Fashion Week show
To opt-in to receive AP’s video updates (content alerts, outlooks, etc) via email, please register via http://discover.ap.org/Signup-for-APvideoalert
If you have a video coverage enquiry, please contact the Customer Desk (available 24/7) – customerdesk@ap.org
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.