দিল্লি, 17 জুন : আবারও বাড়ল পেট্রল-ডিজ়েলের দাম । আজ পেট্রলের দাম প্রতি লিটারে 55 পয়সা এবং ডিজ়েলের দাম 60 পয়সা বাড়ানো হয়েছে । আগামীদিনে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।
1 জুন থেকে দেশে শিথিল হয়েছে লকডাউন । এরপর 6 জুন থেকে প্রতিদিনই পেট্রল-ডিজ়েলের দাম বেড়েছে । গতকালই পেট্রলের দাম প্রতি লিটারে 47 পয়সা বেড়েছিল ৷ ডিজ়েলের দাম বেড়েছিল প্রতি লিটারে 57 পয়সা ৷ আজ ফের বাড়ল দাম ।
আজ দিল্লিতে প্রতি লিটারে পেট্রলের দাম বেড়ে হয়েছে 76.28 টাকা । ডিজ়েলের দাম 95.19 টাকা । দেশজুড়ে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে । ট্যাক্স ও ভ্যাটের ভিত্তিতে দাম নির্ধারণ করা হয়েছে । তবে রাজ্য প্রতি সেই দাম কম-বেশি নির্ভর করবে । মার্চের মাঝামাঝি সময় থেকে দাম বাড়ছে তেলের । অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য সরকার পেট্রোল ও ডিজ়েলের উপর এই শুল্ক আরোপ করছে বলে মনে করা হচ্ছে । ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC),ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন (BPCL) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন (HPCL)-র মতো সংস্থাগুলিতেও বাড়ানো হয়েছে পেট্রোল-ডিজ়েলের দাম।
গতকাল, দিল্লিতে পেট্রলের দাম বেড়ে হয়েছিল 76.73 টাকা ৷ ডিজ়েলের দাম বেড়ে হয়েছিল 75.19 টাকা ৷ কলকাতায় পেট্রলের দাম 78.55 টাকা ও ডিজ়েলের দাম বেড়ে হয়েছিল 70.84 টাকা ৷ মুম্বইয়ে পেট্রলের দাম 83.62 টাকা ও ডিজ়েলের দাম 73.75 টাকা ৷ চেন্নাইয়ে পেট্রলের দাম 80.37 টাকা ও ডিজ়েলের দাম 73.17 টাকা ৷ এদিকে বিমানের জ্বালানির দামও বেড়েছে ৷ দিল্লিতে প্রতি লিটারে বিমানের জ্বালানির দাম 5494.5 টাকা বেড়ে হল 39069. 87 টাকা ৷ কলকাতায় বেড়েছে 5480.62 টাকা । হয়েছে 44024.10 টাকা । মুম্বইয়ে বেড়েছে 5494.5 টাকা । হয়েছে 38565.06 টাকা । চেন্নাইয়ে প্রতি লিটারে 5670.33 টাকা বেড়ে হয়েছে 40239.63 টাকা ৷