ETV Bharat / bharat

ফের বাড়ল পেট্রল-ডিজ়েলের দাম

গতকালই 40 পয়সা করে বেড়েছিল পেট্রল-ডিজ়েলের দাম । আজ ফের 60 পয়সা করে বাড়ল ।

author img

By

Published : Jun 11, 2020, 9:24 AM IST

Updated : Jun 11, 2020, 11:22 AM IST

ছবি
ছবি

দিল্লি, 11 জুন : লকডাউন আংশিক শিথিল হতেই বাড়ে পেট্রল- ডিজ়েলের দাম । গতকাল 40 পয়সা করে বাড়ে । 24 ঘণ্টা পেরতে না পেরতেই ফের আজ 60 পয়সা করে বাড়ল দাম । দিল্লিতে 60 পয়সা বেড়ে পেট্রলের দাম দাঁড়িয়েছে 74 টাকায় । ডিজ়েলের দাম বেড়ে হয়েছে 72.22 টাকায় । আজ সকাল 6 টা থেকেই এই ভাড়া কার্যকর হয়েছে ।

গতকালই রাজ্যের তেল কম্পানিগুলি পেট্রল-ডিজ়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় । কলকাতায় আজ সকালে পেট্রলের দাম 75.94 টাকা ও ডিজ়েলের দাম 68.17 টাকা । মুম্বইয়ে পেট্রলের দাম বেড়ে হয়েছে 80.98 টাকা ও ডিজ়েল 70. 92 টাকা । এর পাশাপাশি চেন্নাইয়ে পেট্রলের দাম হয়েছে 77.96 টাকা ও ডিজ়েলের দাম এখানে বেড়ে দাঁড়িয়েছে 70.64 টাকা ।

এদিকে, আজই আন্তর্জাতিক বাজারে তেলের দাম পড়েছে 2 শতাংশেরও বেশি । কোরোনার জেরে চাহিদা কমায় তেলের দাম পড়ছে বলে মত বিশেষজ্ঞদের ।

দিল্লি, 11 জুন : লকডাউন আংশিক শিথিল হতেই বাড়ে পেট্রল- ডিজ়েলের দাম । গতকাল 40 পয়সা করে বাড়ে । 24 ঘণ্টা পেরতে না পেরতেই ফের আজ 60 পয়সা করে বাড়ল দাম । দিল্লিতে 60 পয়সা বেড়ে পেট্রলের দাম দাঁড়িয়েছে 74 টাকায় । ডিজ়েলের দাম বেড়ে হয়েছে 72.22 টাকায় । আজ সকাল 6 টা থেকেই এই ভাড়া কার্যকর হয়েছে ।

গতকালই রাজ্যের তেল কম্পানিগুলি পেট্রল-ডিজ়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় । কলকাতায় আজ সকালে পেট্রলের দাম 75.94 টাকা ও ডিজ়েলের দাম 68.17 টাকা । মুম্বইয়ে পেট্রলের দাম বেড়ে হয়েছে 80.98 টাকা ও ডিজ়েল 70. 92 টাকা । এর পাশাপাশি চেন্নাইয়ে পেট্রলের দাম হয়েছে 77.96 টাকা ও ডিজ়েলের দাম এখানে বেড়ে দাঁড়িয়েছে 70.64 টাকা ।

এদিকে, আজই আন্তর্জাতিক বাজারে তেলের দাম পড়েছে 2 শতাংশেরও বেশি । কোরোনার জেরে চাহিদা কমায় তেলের দাম পড়ছে বলে মত বিশেষজ্ঞদের ।

Last Updated : Jun 11, 2020, 11:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.