ETV Bharat / bharat

পরপর দু'দিন বাড়ল পেট্রল-ডিজ়েলের দাম - Petrol and diesel price

দাম বাড়ল পেট্রল-ডিজ়েলের ৷ 60 পয়সা প্রতি লিটারে দাম বেড়েছে ।

83 দিন পর বাড়ল পেট্রোল-ডিজেলের দাম ! জেনে নিন রাজ্যের মূল্য
83 দিন পর বাড়ল পেট্রোল-ডিজেলের দাম ! জেনে নিন রাজ্যের মূল্য
author img

By

Published : Jun 8, 2020, 12:40 PM IST

দিল্লি, 8 জুন : টানা দ্বিতীয় দিন বাড়ল পেট্রল-ডিজ়েলের দাম ৷ রবিবারের পর সোমবারও লিটার প্রতি পেট্রল-ডিজ়েলের দাম 60 পয়সা করে বাড়ানো হল ৷ দেশে প্রতিদিনের ভিত্তিতে পেট্রল-ডিজ়েলের দাম নির্ধারিত হয় ৷ তবে তেলের আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে 16 মার্চ পর্যন্ত তেল ও LPG-র মূল্য ধরে রেখেছিল সরকার অধিকৃত তেল সংস্থাগুলি ৷ রবিবার 83 দিন পর রাষ্ট্রীয় মালিকানাধীন তেল সংস্থাগুলি তেলের দাম পুর্ননির্ধারণ করে ৷

তেল কোম্পানিগুলির দেওয়া মূল্যের তালিকা অনুযায়ী, রবিবার দিল্লিতে পেট্রলের দাম 72,46 টাকা থেকে 71,86 টাকায় পৌঁছায় ৷ ডিজ়েলের দাম বেড়ে হয় 70,59 টাকা ৷ যা আগে ছিল 69,99 টাকা প্রতি লিটার ৷ এই নিয়ে পরপর দুদিন পেট্রল-ডিজ়েলের দাম বাড়াল তেল সংস্থাগুলি ৷ রবিবারও টানা 83 দিন পর পেট্রল ও ডিজ়েলের উপর 60 পয়সা প্রতি লিটার মূল্য বৃদ্ধি হয়েছিল ৷ এরপর সোমবারও পেট্রল ও ডিজ়েলে লিটার প্রতি 60 পয়সা করে দাম বাড়ল ৷

মুম্বই এবং কলকাতায় লিটার প্রতি দাম বেড়েছে 59 পয়সা ৷ এই দুটি মেট্রো শহরে পেট্রলের দাম বেড়ে হয়েছে 78.91 ও 73.89 টাকা প্রতি লিটার ৷ কলকাতায় ডিজ়েলের দাম 55 পয়সা বেড়ে হয়েছে 66.17 টাকা ৷ চেন্নাইয়ে পেট্রলের দাম 53 পয়সা বৃদ্ধি হয়েছে ৷ শেষবার 16 মার্চ দেশব্যাপী পেট্রল-ডিজেলের দাম বাড়ানো হয়েছিল ৷ এরপর গত 6 মে পেট্রল লিটার প্রতি 10 টাকা ও ডিজেলে 13 টাকা করে আমদানি শুল্ক বাড়িয়েছিল সরকার ৷ যদিও আন্তর্জাতিক ক্ষেত্রে তেলের দাম কমায় সাধারণের উপরে এর প্রভাব পড়েনি ৷

দেশে প্রতিদিনের ভিত্তিতে পেট্রল-ডিজ়েলের দাম নির্ধারিত হয় ৷ তবে তেলের আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে 16 মার্চ পর্যন্ত তেল ও LPG-র মূল্য ধরে রেখেছিল সরকার অধিকৃত তেল সংস্থাগুলি ৷

দিল্লি, 8 জুন : টানা দ্বিতীয় দিন বাড়ল পেট্রল-ডিজ়েলের দাম ৷ রবিবারের পর সোমবারও লিটার প্রতি পেট্রল-ডিজ়েলের দাম 60 পয়সা করে বাড়ানো হল ৷ দেশে প্রতিদিনের ভিত্তিতে পেট্রল-ডিজ়েলের দাম নির্ধারিত হয় ৷ তবে তেলের আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে 16 মার্চ পর্যন্ত তেল ও LPG-র মূল্য ধরে রেখেছিল সরকার অধিকৃত তেল সংস্থাগুলি ৷ রবিবার 83 দিন পর রাষ্ট্রীয় মালিকানাধীন তেল সংস্থাগুলি তেলের দাম পুর্ননির্ধারণ করে ৷

তেল কোম্পানিগুলির দেওয়া মূল্যের তালিকা অনুযায়ী, রবিবার দিল্লিতে পেট্রলের দাম 72,46 টাকা থেকে 71,86 টাকায় পৌঁছায় ৷ ডিজ়েলের দাম বেড়ে হয় 70,59 টাকা ৷ যা আগে ছিল 69,99 টাকা প্রতি লিটার ৷ এই নিয়ে পরপর দুদিন পেট্রল-ডিজ়েলের দাম বাড়াল তেল সংস্থাগুলি ৷ রবিবারও টানা 83 দিন পর পেট্রল ও ডিজ়েলের উপর 60 পয়সা প্রতি লিটার মূল্য বৃদ্ধি হয়েছিল ৷ এরপর সোমবারও পেট্রল ও ডিজ়েলে লিটার প্রতি 60 পয়সা করে দাম বাড়ল ৷

মুম্বই এবং কলকাতায় লিটার প্রতি দাম বেড়েছে 59 পয়সা ৷ এই দুটি মেট্রো শহরে পেট্রলের দাম বেড়ে হয়েছে 78.91 ও 73.89 টাকা প্রতি লিটার ৷ কলকাতায় ডিজ়েলের দাম 55 পয়সা বেড়ে হয়েছে 66.17 টাকা ৷ চেন্নাইয়ে পেট্রলের দাম 53 পয়সা বৃদ্ধি হয়েছে ৷ শেষবার 16 মার্চ দেশব্যাপী পেট্রল-ডিজেলের দাম বাড়ানো হয়েছিল ৷ এরপর গত 6 মে পেট্রল লিটার প্রতি 10 টাকা ও ডিজেলে 13 টাকা করে আমদানি শুল্ক বাড়িয়েছিল সরকার ৷ যদিও আন্তর্জাতিক ক্ষেত্রে তেলের দাম কমায় সাধারণের উপরে এর প্রভাব পড়েনি ৷

দেশে প্রতিদিনের ভিত্তিতে পেট্রল-ডিজ়েলের দাম নির্ধারিত হয় ৷ তবে তেলের আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে 16 মার্চ পর্যন্ত তেল ও LPG-র মূল্য ধরে রেখেছিল সরকার অধিকৃত তেল সংস্থাগুলি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.