ETV Bharat / bharat

দাম বাড়ল পেট্রল ও ডিজ়েলের - New Delhi

গতকাল 2019-20 আর্থিক বর্ষের বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । বাজেটে তিনি পেট্রল ও ডিজ়েলের উপরে লিটার পিছু 1 টাকা সেস এবং 1 টাকা উৎপাদন শুল্ক বাড়িয়েছেন । তারপরই মাঝরাত থেকে পেট্রল ও ডিজ়েলের দাম লিটার পিছু প্রায় আড়াই টাকা করে বেড়ে যায়।

পেট্রল ও ডিজ়েল
author img

By

Published : Jul 6, 2019, 8:13 AM IST

Updated : Jul 6, 2019, 11:12 AM IST

দিল্লি, 6 জুলাই : বাজেট পেশের পর দিনই বাড়ল পেট্রল ও ডিজ়েলের দাম । 6 জুলাই মধ্যরাত থেকে দিল্লিতে পেট্রলের দাম বেড়েছে লিটার পিছু 2 টাকা 45 পয়সা । ডিজ়েলের দাম বেড়েছে লিটার পিছু 2 টাকা 36 পয়সা ।
এর জেরে দিল্লিতে পেট্রল ও ডিজ়েলের দাম যথাক্রমে লিটার পিছু 72 টাকা 96 পয়সা এবং 66 টাকা 69 পয়সা ।

উল্লেখ্য গতকাল 2019-20 আর্থিক বর্ষের বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । বাজেটে তিনি পেট্রল ও ডিজ়েলের উপরে লিটার পিছু 1 টাকা সেস এবং 1 টাকা উৎপাদন শুল্ক বাড়িয়েছেন । তারপরই মাঝরাত থেকে পেট্রল ও ডিজ়েলের দাম লিটার পিছু প্রায় আড়াই টাকা করে বেড়ে যায়।

গতকাল বাজেটে পেট্রল ও ডিজ়েলের উপর সেস এবং শুল্ক বৃদ্ধির পর প্রতিবাদে সরব হয়েছিল বিরোধী দলগুলো । তাঁরা বলেছিল এর জেরে তেলের দাম বাড়বে এবং তার ফলে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি হবে ।

এদিকে 6 জুলাই মধ্যরাত থেকে কলকাতায় পেট্রল ও ডিজ়েলের দাম যথাক্রমে লিটার পিছু 75 টাকা 15 পয়সা এবং 68 টাকা 59 পয়সা ।

দিল্লি, 6 জুলাই : বাজেট পেশের পর দিনই বাড়ল পেট্রল ও ডিজ়েলের দাম । 6 জুলাই মধ্যরাত থেকে দিল্লিতে পেট্রলের দাম বেড়েছে লিটার পিছু 2 টাকা 45 পয়সা । ডিজ়েলের দাম বেড়েছে লিটার পিছু 2 টাকা 36 পয়সা ।
এর জেরে দিল্লিতে পেট্রল ও ডিজ়েলের দাম যথাক্রমে লিটার পিছু 72 টাকা 96 পয়সা এবং 66 টাকা 69 পয়সা ।

উল্লেখ্য গতকাল 2019-20 আর্থিক বর্ষের বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । বাজেটে তিনি পেট্রল ও ডিজ়েলের উপরে লিটার পিছু 1 টাকা সেস এবং 1 টাকা উৎপাদন শুল্ক বাড়িয়েছেন । তারপরই মাঝরাত থেকে পেট্রল ও ডিজ়েলের দাম লিটার পিছু প্রায় আড়াই টাকা করে বেড়ে যায়।

গতকাল বাজেটে পেট্রল ও ডিজ়েলের উপর সেস এবং শুল্ক বৃদ্ধির পর প্রতিবাদে সরব হয়েছিল বিরোধী দলগুলো । তাঁরা বলেছিল এর জেরে তেলের দাম বাড়বে এবং তার ফলে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি হবে ।

এদিকে 6 জুলাই মধ্যরাত থেকে কলকাতায় পেট্রল ও ডিজ়েলের দাম যথাক্রমে লিটার পিছু 75 টাকা 15 পয়সা এবং 68 টাকা 59 পয়সা ।

RESTRICTIONS: SNTV clients only. Use on broadcast and digital channels, including social. Available worldwide. Use within 14 days. All usage subject to rights licensed in contract. For any questions regarding rights restrictions please contact planning@sntv.com.
SHOTLIST: Cairo International Stadium, Cairo, Egypt. 5th July 2019.
+++SHOTLIST TO FOLLOW+++
1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
SOURCE: SNTV
DURATION: 02:07
STORYLINE:
Reaction after Senegal advanced to the Africa Cup of Nations quarter-finals with a 1-0 victory over Uganda courtesy of Sadio Mane's 15th minute strike - the Liverpool striker also missed a second-half penalty during the match in Cairo on Friday.
Last Updated : Jul 6, 2019, 11:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.