দিল্লি, 6 জুলাই : বাজেট পেশের পর দিনই বাড়ল পেট্রল ও ডিজ়েলের দাম । 6 জুলাই মধ্যরাত থেকে দিল্লিতে পেট্রলের দাম বেড়েছে লিটার পিছু 2 টাকা 45 পয়সা । ডিজ়েলের দাম বেড়েছে লিটার পিছু 2 টাকা 36 পয়সা ।
এর জেরে দিল্লিতে পেট্রল ও ডিজ়েলের দাম যথাক্রমে লিটার পিছু 72 টাকা 96 পয়সা এবং 66 টাকা 69 পয়সা ।
উল্লেখ্য গতকাল 2019-20 আর্থিক বর্ষের বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । বাজেটে তিনি পেট্রল ও ডিজ়েলের উপরে লিটার পিছু 1 টাকা সেস এবং 1 টাকা উৎপাদন শুল্ক বাড়িয়েছেন । তারপরই মাঝরাত থেকে পেট্রল ও ডিজ়েলের দাম লিটার পিছু প্রায় আড়াই টাকা করে বেড়ে যায়।
গতকাল বাজেটে পেট্রল ও ডিজ়েলের উপর সেস এবং শুল্ক বৃদ্ধির পর প্রতিবাদে সরব হয়েছিল বিরোধী দলগুলো । তাঁরা বলেছিল এর জেরে তেলের দাম বাড়বে এবং তার ফলে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি হবে ।
এদিকে 6 জুলাই মধ্যরাত থেকে কলকাতায় পেট্রল ও ডিজ়েলের দাম যথাক্রমে লিটার পিছু 75 টাকা 15 পয়সা এবং 68 টাকা 59 পয়সা ।