দিল্লি, 13 জুন : ফের বাড়ল পেট্রল - ডিজ়েলের দাম ৷ আজ পেট্রলের দাম বাড়ল প্রতি লিটারে 59 পয়সা ৷ ডিজ়েলের দাম বাড়ল প্রতি লিটারে 58 পয়সা ৷ এখন থেকে প্রতি লিটার পেট্রলের দাম হল 75.16 টাকা ৷ আর ডিজ়েলের 73.39 টাকা ৷
গত 6 জুন থেকে দাম বাড়ে পেট্রল - ডিজ়েলের ৷ এই নিয়ে গত 7 দিন ধরে বাড়ল দাম ৷ আজ সকাল 10 টা থেকে দিল্লিতে কার্যকর হয় এই দাম ৷ গত 6 জুন পেট্রলের দাম ছিল 71.26 টাকা । 7 জুন বেড়ে দাঁড়ায় 71.86 টাকা । 8 জুন 72.46 টাকা । 9 জুন 73 টাকা । 10 জুন 73.40 টাকা । 11 জুন হয় 74.57 টাকা ৷ আজ 59 পয়সা বেড়ে পেট্রোলের দাম হল 75.16 টাকা ৷
অন্যদিকে, মধ্যপ্রদেশ সরকার পেট্রল ও ডিজ়েলের দাম আরও বাড়াল ৷ সেখানে পেট্রোল ও ডিজ়েলের দামের সঙ্গে কার্যকর হয়েছে কোরোনা ট্যাক্স ৷ মধ্যপ্রদেশে পেট্রোলের দাম প্রতি লিটারে 82.64 টাকা ৷ প্রতি লিটার ডিজ়েলের দাম 73.14 টাকা ৷
অন্যদিকে , আন্তর্জাতিক বাজারে তেলের দাম পড়েছে 2 শতাংশেরও বেশি । দেশে কোরোনা সংক্রমণের জেরে চলছে লকডাউন ৷ কোরোনার জেরে তেলের চাহিদা কমায় দাম পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷