ETV Bharat / bharat

NRC-র ভয়ে BJP-র সঙ্গ ত্যাগ করেছে বাংলার মানুষ, লোকসভায় অধীর - Adhir Ranjan Chowdhury in parliament

লোকসভায় দাঁড়িয়ে NRC ইশুতে BJP কে আক্রমণ অধীররঞ্জন চৌধুরির । তাঁর দাবি, NRC বাংলার সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করেছে । এরই সুযোগ নিয়েছে তৃণমূল । একারণেই তিন উপনির্বাচনে BJP-র পরাজয় হয়েছে ।

অধীর
ছবি
author img

By

Published : Nov 29, 2019, 5:21 PM IST

Updated : Nov 29, 2019, 5:28 PM IST

দিল্লি, 29 নভেম্বর : লোকসভায় দাঁড়িয়ে BJP-কে নিশানা অধীররঞ্জন চৌধুরির । পশ্চিমবঙ্গের তিন উপনির্বাচনে BJP-র পরাজয়ের জন্য তাদের সন্ত্রাসের দিকেই আঙুল তুলেছেন লোকসভার কংগ্রেস নেতা । তাঁর দাবি, নাগরিকপঞ্জি ইশুতে গোটা দেশের মতো বাংলার মানুষের মনেও ভয়ের রাজত্ব কায়েম করেছে BJP । এটা তারই ফল ।

তিন বিধানসভা উপনির্বাচনে তৃণমূল ঝড়ের কাছে আটকে গেছে BJP । গেরুয়া শিবিরের এই হঠাৎ 'থমকে' যাওয়াকে NRC-র কারণ বলে মনে করছেন অনেকেই । গতকাল ফল প্রকাশের পর স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদি-শাহর দিকে এই NRC ইশু তুলেই আক্রমণ করেছিলেন । এবার তা নিয়েই লোকসভায় সরব হল কংগ্রেস ।

কংগ্রেসের লোকসভার নেতা অধীর চৌধুরির দাবি, NRC বাংলার সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করেছে । এরই সুযোগ নিয়েছে তৃণমূল । এর ফলে সহজেই ভোট বৈতরণী পেরিয়ে গেছে তারা। মমতা গতকালই বলেছিলেন NRC-র ভয় দেখিয়ে বাংলার মানুষকে আতঙ্কিত করা যাবে না । আজ সেই ইশুতে BJP-কে আক্রমণ অধীরের । তাঁর স্পষ্ট দাবি, যেভাবে সাধারণ মানুষকে দেশ ছাড়ার ভয় দেখাচ্ছে BJP, তার ফলই ভুগল তারা।

দিল্লি, 29 নভেম্বর : লোকসভায় দাঁড়িয়ে BJP-কে নিশানা অধীররঞ্জন চৌধুরির । পশ্চিমবঙ্গের তিন উপনির্বাচনে BJP-র পরাজয়ের জন্য তাদের সন্ত্রাসের দিকেই আঙুল তুলেছেন লোকসভার কংগ্রেস নেতা । তাঁর দাবি, নাগরিকপঞ্জি ইশুতে গোটা দেশের মতো বাংলার মানুষের মনেও ভয়ের রাজত্ব কায়েম করেছে BJP । এটা তারই ফল ।

তিন বিধানসভা উপনির্বাচনে তৃণমূল ঝড়ের কাছে আটকে গেছে BJP । গেরুয়া শিবিরের এই হঠাৎ 'থমকে' যাওয়াকে NRC-র কারণ বলে মনে করছেন অনেকেই । গতকাল ফল প্রকাশের পর স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদি-শাহর দিকে এই NRC ইশু তুলেই আক্রমণ করেছিলেন । এবার তা নিয়েই লোকসভায় সরব হল কংগ্রেস ।

কংগ্রেসের লোকসভার নেতা অধীর চৌধুরির দাবি, NRC বাংলার সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করেছে । এরই সুযোগ নিয়েছে তৃণমূল । এর ফলে সহজেই ভোট বৈতরণী পেরিয়ে গেছে তারা। মমতা গতকালই বলেছিলেন NRC-র ভয় দেখিয়ে বাংলার মানুষকে আতঙ্কিত করা যাবে না । আজ সেই ইশুতে BJP-কে আক্রমণ অধীরের । তাঁর স্পষ্ট দাবি, যেভাবে সাধারণ মানুষকে দেশ ছাড়ার ভয় দেখাচ্ছে BJP, তার ফলই ভুগল তারা।

Bengaluru, Nov 29 (ANI): While talking about sedition charged filed against Congress leaders and JDS leader, DK Shivakumar said, "This is all a political vendetta. All cases are being done by these officers and friends of BJP. We know that. We will fight it out politically. We are ready to go to jail, no problem". Bengaluru Police has booked former Karnataka chief ministers Siddaramaiah and HD Kumaraswamy on charges of sedition and defamation over their protest against I-T raids.

Last Updated : Nov 29, 2019, 5:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.