লখনউ, 7 ডিসেম্বর : জামিনে মুক্তি পেয়েই উন্নাওয়ের নির্যাতিতার উপর ফের চড়াও হয় অভিযুক্তরা । গায়ে পেট্রল ছিটিয়ে আগুন নির্যাতিতার গায়ে আগুন ধরিয়ে দেয় ৷ গতরাতে দিল্লির এক হাসপাতালে মারা যান তিনি । আর আজ সেই মৃত যুবতির পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন যোগী আদিত্যনাথের সরকারের দুই মন্ত্রী ।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর মন্ত্রিসভার দুই মন্ত্রী কমলরানি বরুণ ও স্বামী প্রসাদ মৌর্যকে উন্নাও গিয়ে মৃতার পরিবারের সঙ্গে দেখা করার নির্দেশ দেন । সেইমতো আজ তাঁরা উন্নাও যান । কিন্তু সেখানে গিয়ে স্থানীয় বাসিন্দা ও কংগ্রেস কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন তাঁরা । তাঁদের গাড়ি ঢুকতেই বিক্ষুব্ধরা স্লোগান দেয়, "এখন কেন ?"
উন্নাও গণধর্ষণে নির্যাতিতার মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর আজ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিবৃতি দেন । বলেন, "উন্নাও গণধর্ষণে নির্যাতিতার মৃত্যুর খবর শুনে খুবই দুঃখিত । " এই মামলার শুনানি ফাস্ট ট্র্যাক কোর্টে শুনানি হবে বলে জানান তিনি । পাশাপাশি অপরাধীদের কঠিন শাস্তির আশ্বাস দেন ।
নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার পর মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য বলেন, "নির্যাতিতার পরিবার যে ধরনের তদন্ত চাইছে আমরা তাই করব । নির্যাতিতা এই ঘটনার সঙ্গে জড়িত যাদের নাম নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । কোনও অপরাধীকে ছাড়া হবে না । এটা রাজনীতির বিষয় নয় । "
আজ নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যান প্রিয়াঙ্কা গান্ধিও । তিনি নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার পর বলেন, "মুখ্যমন্ত্রী বলছেন, রাজ্যে অপরাধীদের জন্য কোনও জায়গা নেই । কিন্তু তিনি রাজ্যে যে বদল এনেছেন তাতে মনে হচ্ছে মহিলাদের কোনও জায়গা নেই ।" পাশাপাশি অভিযুক্তদের BJP -র সঙ্গে যোগ রয়েছে বলেও অভিযোগ করেন প্রিয়াঙ্কা ।
প্রসঙ্গত, মার্চে উন্নাওয়ের ওই যুবতিকে গণধর্ষণ করে দুষ্কৃতীরা । ঘটনায় দু'জন গ্রেপ্তার হয় । তাদের জেল হয় ঠিকই, কিন্তু পরে জামিনে মুক্তিও পেয়ে যায় । এই মামলার শুনানির জন্য বৃহস্পতিবার (5 ডিসেম্বর) রায়বরেলি যাচ্ছিলেন নির্যাতিতা । ভোর চারটে নাগাদ গ্রামের বাইরে ওই দুই অভিযুক্ত তিন সঙ্গীকে নিয়ে চড়াও যুবতির উপর ৷ ছুরি মারার পর তাঁর গায়ে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় । সাহায্যের জন্য চিৎকার করতে করতে ওই অবস্থাতেই রাস্তায় ছুটতে শুরু করেন নির্যাতিতা । দেহের 90 শতাংশ পুড়ে যায় তাঁর । ঘটনার দিনই চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লির এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে । গতরাতে মারা যান ৷ চিকিৎসকরা জানান, কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর । তাই আর বাঁচানো সম্ভব হয়নি ।