ETV Bharat / bharat

মন্ত্রীদের গাড়ি ঢুকতেই বিক্ষোভ উন্নাওবাসীর - Unnao

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর মন্ত্রিসভার দুই মন্ত্রী কমলরানি বরুণ ও স্বামী প্রসাদ মৌর্যকে উন্নাও গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার নির্দেশ দেন । সেইমতো আজ তাঁরা উন্নাও যান । কিন্তু সেখানে গিয়ে তাঁদের স্থানীয় বাসিন্দা ও কংগ্রেস কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়তে হয় ৷

Unnao   protests
বিক্ষোভ উন্নাওবাসীর
author img

By

Published : Dec 7, 2019, 10:55 PM IST

লখনউ, 7 ডিসেম্বর : জামিনে মুক্তি পেয়েই উন্নাওয়ের নির্যাতিতার উপর ফের চড়াও হয় অভিযুক্তরা । গায়ে পেট্রল ছিটিয়ে আগুন নির্যাতিতার গায়ে আগুন ধরিয়ে দেয় ৷ গতরাতে দিল্লির এক হাসপাতালে মারা যান তিনি । আর আজ সেই মৃত যুবতির পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন যোগী আদিত্যনাথের সরকারের দুই মন্ত্রী ।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর মন্ত্রিসভার দুই মন্ত্রী কমলরানি বরুণ ও স্বামী প্রসাদ মৌর্যকে উন্নাও গিয়ে মৃতার পরিবারের সঙ্গে দেখা করার নির্দেশ দেন । সেইমতো আজ তাঁরা উন্নাও যান । কিন্তু সেখানে গিয়ে স্থানীয় বাসিন্দা ও কংগ্রেস কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন তাঁরা । তাঁদের গাড়ি ঢুকতেই বিক্ষুব্ধরা স্লোগান দেয়, "এখন কেন ?"

উন্নাও গণধর্ষণে নির্যাতিতার মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর আজ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিবৃতি দেন । বলেন, "উন্নাও গণধর্ষণে নির্যাতিতার মৃত্যুর খবর শুনে খুবই দুঃখিত । " এই মামলার শুনানি ফাস্ট ট্র্যাক কোর্টে শুনানি হবে বলে জানান তিনি । পাশাপাশি অপরাধীদের কঠিন শাস্তির আশ্বাস দেন ।

নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার পর মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য বলেন, "নির্যাতিতার পরিবার যে ধরনের তদন্ত চাইছে আমরা তাই করব । নির্যাতিতা এই ঘটনার সঙ্গে জড়িত যাদের নাম নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । কোনও অপরাধীকে ছাড়া হবে না । এটা রাজনীতির বিষয় নয় । "

Unnao Case
রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাচ্ছেন ক্ষুব্ধ উন্নাওবাসী ।

আজ নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যান প্রিয়াঙ্কা গান্ধিও । তিনি নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার পর বলেন, "মুখ্যমন্ত্রী বলছেন, রাজ্যে অপরাধীদের জন্য কোনও জায়গা নেই । কিন্তু তিনি রাজ্যে যে বদল এনেছেন তাতে মনে হচ্ছে মহিলাদের কোনও জায়গা নেই ।" পাশাপাশি অভিযুক্তদের BJP -র সঙ্গে যোগ রয়েছে বলেও অভিযোগ করেন প্রিয়াঙ্কা ।

প্রসঙ্গত, মার্চে উন্নাওয়ের ওই যুবতিকে গণধর্ষণ করে দুষ্কৃতীরা । ঘটনায় দু'জন গ্রেপ্তার হয় । তাদের জেল হয় ঠিকই, কিন্তু পরে জামিনে মুক্তিও পেয়ে যায় । এই মামলার শুনানির জন্য বৃহস্পতিবার (5 ডিসেম্বর) রায়বরেলি যাচ্ছিলেন নির্যাতিতা । ভোর চারটে নাগাদ গ্রামের বাইরে ওই দুই অভিযুক্ত তিন সঙ্গীকে নিয়ে চড়াও যুবতির উপর ৷ ছুরি মারার পর তাঁর গায়ে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় । সাহায্যের জন্য চিৎকার করতে করতে ওই অবস্থাতেই রাস্তায় ছুটতে শুরু করেন নির্যাতিতা । দেহের 90 শতাংশ পুড়ে যায় তাঁর । ঘটনার দিনই চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লির এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে । গতরাতে মারা যান ৷ চিকিৎসকরা জানান, কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর । তাই আর বাঁচানো সম্ভব হয়নি ।

লখনউ, 7 ডিসেম্বর : জামিনে মুক্তি পেয়েই উন্নাওয়ের নির্যাতিতার উপর ফের চড়াও হয় অভিযুক্তরা । গায়ে পেট্রল ছিটিয়ে আগুন নির্যাতিতার গায়ে আগুন ধরিয়ে দেয় ৷ গতরাতে দিল্লির এক হাসপাতালে মারা যান তিনি । আর আজ সেই মৃত যুবতির পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন যোগী আদিত্যনাথের সরকারের দুই মন্ত্রী ।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর মন্ত্রিসভার দুই মন্ত্রী কমলরানি বরুণ ও স্বামী প্রসাদ মৌর্যকে উন্নাও গিয়ে মৃতার পরিবারের সঙ্গে দেখা করার নির্দেশ দেন । সেইমতো আজ তাঁরা উন্নাও যান । কিন্তু সেখানে গিয়ে স্থানীয় বাসিন্দা ও কংগ্রেস কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন তাঁরা । তাঁদের গাড়ি ঢুকতেই বিক্ষুব্ধরা স্লোগান দেয়, "এখন কেন ?"

উন্নাও গণধর্ষণে নির্যাতিতার মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর আজ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিবৃতি দেন । বলেন, "উন্নাও গণধর্ষণে নির্যাতিতার মৃত্যুর খবর শুনে খুবই দুঃখিত । " এই মামলার শুনানি ফাস্ট ট্র্যাক কোর্টে শুনানি হবে বলে জানান তিনি । পাশাপাশি অপরাধীদের কঠিন শাস্তির আশ্বাস দেন ।

নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার পর মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য বলেন, "নির্যাতিতার পরিবার যে ধরনের তদন্ত চাইছে আমরা তাই করব । নির্যাতিতা এই ঘটনার সঙ্গে জড়িত যাদের নাম নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । কোনও অপরাধীকে ছাড়া হবে না । এটা রাজনীতির বিষয় নয় । "

Unnao Case
রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাচ্ছেন ক্ষুব্ধ উন্নাওবাসী ।

আজ নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যান প্রিয়াঙ্কা গান্ধিও । তিনি নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার পর বলেন, "মুখ্যমন্ত্রী বলছেন, রাজ্যে অপরাধীদের জন্য কোনও জায়গা নেই । কিন্তু তিনি রাজ্যে যে বদল এনেছেন তাতে মনে হচ্ছে মহিলাদের কোনও জায়গা নেই ।" পাশাপাশি অভিযুক্তদের BJP -র সঙ্গে যোগ রয়েছে বলেও অভিযোগ করেন প্রিয়াঙ্কা ।

প্রসঙ্গত, মার্চে উন্নাওয়ের ওই যুবতিকে গণধর্ষণ করে দুষ্কৃতীরা । ঘটনায় দু'জন গ্রেপ্তার হয় । তাদের জেল হয় ঠিকই, কিন্তু পরে জামিনে মুক্তিও পেয়ে যায় । এই মামলার শুনানির জন্য বৃহস্পতিবার (5 ডিসেম্বর) রায়বরেলি যাচ্ছিলেন নির্যাতিতা । ভোর চারটে নাগাদ গ্রামের বাইরে ওই দুই অভিযুক্ত তিন সঙ্গীকে নিয়ে চড়াও যুবতির উপর ৷ ছুরি মারার পর তাঁর গায়ে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় । সাহায্যের জন্য চিৎকার করতে করতে ওই অবস্থাতেই রাস্তায় ছুটতে শুরু করেন নির্যাতিতা । দেহের 90 শতাংশ পুড়ে যায় তাঁর । ঘটনার দিনই চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লির এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে । গতরাতে মারা যান ৷ চিকিৎসকরা জানান, কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর । তাই আর বাঁচানো সম্ভব হয়নি ।

ZCZC
PRI GEN NAT
.UNNAO DEL43
UP-UNNAO-PROTEST
Protesters heckle BJP ministers, MP at Unnao rape victim's village
          Unnao, Dec 7 (PTI) Protests were held on Saturday evening as UP ministers Swami Prasad Maurya and Kamal Rani Varun along with local BJP MP Sakshi Maharaj reached the village of the Unnao gangrape victim to meet her family.
          A number of protestors including some local Congress leaders sustained injuries as police used force to disperse the crowd which gathered outside the residence of the victim and shouted 'Vaapas Jaao, Vapaas Jaao' (Go Back) and raised slogans against the state government and Sakshi Maharaj.
          The sloganeering continued for 15 minutes. Police used force against the protesters after which the two ministers and the MP could be taken to the victim's home, villagers said.
          The 23-year-old rape victim who was airlifted to Delhi and admitted to Safdarjung Hospital with 90 per cent burns after being set afire by the accused died following a cardiac arrest at 11.40 pm on Friday. PTI CORR NAV
RT
12071745
NNNN
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.