দিল্লি, 25 মে : দীর্ঘ 60 দিনের প্রতীক্ষার পর আজ থেকে দেশে চালু হল অন্তর্দেশীয় বিমান পরিষেবা । তাই বাড়ি ফিরতে সকাল থেকে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় যাত্রীদের । বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালে লাইন পড়ে যায় যাত্রীদের । কারণ এই টার্মিনাল থেকেই অন্তর্দেশীয় বিমানগুলি ছাড়ছে। এদিকে পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশ থেকে যথাক্রমে 28 ও 26 মে বিমান চলাচল শুরু হবে বলে জানা গেছে ।
লকডাউনের জেরে দুই মাস বিমান পরিষেবা বন্ধ ছিল । রেলের তরফে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হলেও, অনেকে তার টিকিট কাটতে ব্যর্থ হন । এরকমই অনেক পড়ুয়া, শ্রমিক, আধাসামরিক বাহিনীর আধিকারিক, সেনা জওয়ান আজ দিল্লি থেকে উড়ান নেওয়া প্রথম আন্তর্দেশীয় বিমানে বাড়ির পথে রওনা দেন ।
বিমান পরিষেবা চালু হওয়ায় খুশি মানুষ । তবে, বিমানবন্দরে আসতে তাঁদের যে কালঘাম ছুটছে সেকথা বলতে শোনা যায় যাত্রীদের। তাঁরা জানান, লকডাউনের কারণে এখনও সেরকম যানবাহন চলছে না । ফলে, বিমানবন্দরে আসতে সমস্যায় পড়তে হচ্ছে ।
দিল্লি বিমানবন্দরে আসা এরকমই এক যাত্রী সন্দীপ সিং । বয়স 19 । দেরাদুনে পড়াশোনার জন্য ছিলেন । তিনি জানান, অন্তর্দেশীয় বাস চলাচল বন্ধ । ট্রেনেও জায়গা পাননি । তাই দেরাদুন থেকে দিল্লি বিমানবন্দরে আসতে তাঁর 5 হাজার 500 টাকা খরচ হয়েছে । তিনি বলেন, "আমি লকডাউনের কারণে পি জি-তে আটকে পড়েছিলাম । মা-বাবা খুবই চিন্তা করছেন । তাই বাড়ি পৌঁছাতে প্রথম বিমানে রওনা দেব ।"
অনেকে আবার একাধিক বাধা অতিক্রম করে বিমানবন্দরে পৌঁছানোর পর জানতে পারেন, সংশ্লিষ্ট বিমানের উড়ান বাতিল করা হয়েছে । যেমন নায়ক সতীশ কুমারের বিমানের উড়ান বাতিল করে দেওয়া হয়েছে । তিনি কলকাতা যাওয়ার বিমানের টিকিট কেটেছিলেন । কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গ সরকার 28 মে পর্যন্ত বিমান পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তাই কলকাতা যাওয়ার বিমানের উড়ান বাতিল করে দেওয়া হয় । সতীশ বলেন, "আমি বাসে করে অম্বালা থেকে কলকাতা যাওয়ার জন্য সকাল 6 টার বিমানে রওনা দেব বলে এসেছিলাম । কিন্তু এখানে পৌঁছে জানলাম বিমান বাতিল হয়ে গেছে । এখন ফিরে যাচ্ছি ।"
একই ঘটনা ঘটে সন্তু মণ্ডলের সঙ্গেও । তিনি পশ্চিমবঙ্গের বর্ধমানের বাসিন্দা । তাঁর দুই বছরের মেয়েকে শেষ পর্যন্ত দেখতে পারবেন এই ভেবে অত্যন্ত খুশি ছিলেন তিনি । রাত 1 টায় ভাই নাসিরুদ্দিনকে নিয়ে বিমানবন্দরে পৌঁছান । পরে জানতে পারেন, কলকাতা যাওয়ার বিমানের উড়ান বাতিল করে দেওয়া হয়েছে । তাঁরা জানান, ট্রেনের কনফার্ম টিকিট পাচ্ছিলেন না বলে 12 হাজার টাকা দিয়ে বিমানের টিকিট কেটেছিলেন তাঁরা ।