ETV Bharat / bharat

জুলাইতেই CBSE দশম ও দ্বাদশ শ্রেণীর বাকি পরীক্ষা - কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী

CBSE Exam
প্রতীকি ছবি
author img

By

Published : May 8, 2020, 5:34 PM IST

Updated : May 8, 2020, 9:44 PM IST

17:29 May 08

CBSE দশম ও দ্বাদশ শ্রেণীর বাকি থাকা পরীক্ষাগুলির দিন ঘোষণা করল কেন্দ্র ।

দিল্লি, 8 মে : CBSE দশম ও দ্বাদশ শ্রেণীর বাকি থাকা পরীক্ষাগুলির দিন ঘোষণা করল কেন্দ্র । 1 জুলাই থেকে 15 জুলাইয়ের মধ্যে বাকি থাকা পরীক্ষাগুলির দিন স্থির করা হয়েছে । জানালেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল । ভিডিয়ো বার্তায় এই কথা জানালেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল । পরীক্ষার বিস্তারিত সূচি শীঘ্রই জানানো হবে বলেও জানিয়েছেন তিনি ।

রমেশ পোখরিয়াল তাঁর ভিডিয়ো বার্তায় আরও জানিয়েছেন, লাখ লাখ পড়ুয়া অপেক্ষা করে রয়েছে কবে পরীক্ষা হবে । পড়ুয়াদের আসন্ন পরীক্ষার জন্য শুভ কামনাও জানিয়েছেন তিনি ।  

দেশজুড়ে বাড়তে থাকা কোরোনা সংক্রমণকে প্রতিহত করতে দীর্ঘ 45 দিন ধরে চলছে লকডাউন । বন্ধ রয়েছে স্কুল । এই পরিস্থিতিতে প্রায় 29 টি বিষয়ের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল CBSE বোর্ড ।  

এদিকে লকডাউন আংশিকভাবে শিথিল হতেই IIT-JEE (মেইন) ও NEET-এর পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করেছিল কেন্দ্র । জুলাইয়ের 18, 20, 21, 22 ও 23 তারিখে পরীক্ষার পরিবর্তিত দিন নির্ধারণ করা হয়েছে । অগাস্টের 23 তারিখে হবে জয়েন্টের অ্যাডভান্সড পরীক্ষা ।

17:29 May 08

CBSE দশম ও দ্বাদশ শ্রেণীর বাকি থাকা পরীক্ষাগুলির দিন ঘোষণা করল কেন্দ্র ।

দিল্লি, 8 মে : CBSE দশম ও দ্বাদশ শ্রেণীর বাকি থাকা পরীক্ষাগুলির দিন ঘোষণা করল কেন্দ্র । 1 জুলাই থেকে 15 জুলাইয়ের মধ্যে বাকি থাকা পরীক্ষাগুলির দিন স্থির করা হয়েছে । জানালেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল । ভিডিয়ো বার্তায় এই কথা জানালেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল । পরীক্ষার বিস্তারিত সূচি শীঘ্রই জানানো হবে বলেও জানিয়েছেন তিনি ।

রমেশ পোখরিয়াল তাঁর ভিডিয়ো বার্তায় আরও জানিয়েছেন, লাখ লাখ পড়ুয়া অপেক্ষা করে রয়েছে কবে পরীক্ষা হবে । পড়ুয়াদের আসন্ন পরীক্ষার জন্য শুভ কামনাও জানিয়েছেন তিনি ।  

দেশজুড়ে বাড়তে থাকা কোরোনা সংক্রমণকে প্রতিহত করতে দীর্ঘ 45 দিন ধরে চলছে লকডাউন । বন্ধ রয়েছে স্কুল । এই পরিস্থিতিতে প্রায় 29 টি বিষয়ের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল CBSE বোর্ড ।  

এদিকে লকডাউন আংশিকভাবে শিথিল হতেই IIT-JEE (মেইন) ও NEET-এর পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করেছিল কেন্দ্র । জুলাইয়ের 18, 20, 21, 22 ও 23 তারিখে পরীক্ষার পরিবর্তিত দিন নির্ধারণ করা হয়েছে । অগাস্টের 23 তারিখে হবে জয়েন্টের অ্যাডভান্সড পরীক্ষা ।

Last Updated : May 8, 2020, 9:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.