দিল্লি, 17 জুলাই : রাস্তা ভালো হলে যাতাযাতের সময় কমবে । আর সেজন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষকে টোল ট্যাক্স দিতে হবে । গতকাল সংসদে একথা বলেন সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রী নীতিন গড়করি ।
গতকাল লোকসভায় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রকের অধীনে অর্থ অনুদান নিয়ে আলোচনা চলছিল । সেসময় গড়করি বলেন, "টোল ব্যবস্থা কখনও বন্ধ হবে না । যদিও টোল ট্যাক্স সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে পারে । " মন্ত্রী জানান, যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য কেন্দ্রীয় সরকার প্রত্যন্ত গ্রাম, পাহাড়ি এলাকায় এমন রাস্তা তৈরি করতে চাইছে, যাতে সব আবহাওয়াতেই সহজে সেখানেই যাতায়াত করা যায় ।
পাশাপাশি গড়করি জানান, আগামী চার মাসের মধ্যে বৈদ্যুতিন পদ্ধতিতে টোল সংগ্রহ করার কাজ শুরু হবে । যানজট এড়ানোর জন্য তা আবশ্যিক করা হবে । অ্যামেরিকার উদাহরণ দিয়ে গড়করি বলেন, "অ্যামেরিকানরা ধনী বলে সে দেশের রাস্তা ভালো নয়, সে দেশের রাস্তা ভালো বলেই অ্যামেরিকানরা ধনী ।"