ETV Bharat / bharat

উন্নত পরিষেবা পেতে হলে টোল ট্যাক্স দিতে হবে : নীতিন গড়করি - road and transport minister

রাস্তা ভালো হলে যাতায়াতের সময় কমবে । তাই উন্নত পরিষেবা পেতে হলে টোল ট্যাক্স দিতে হবে । গতকাল সংসদে একথা বলেন সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রী নীতিন গড়করি ।

নীতিন গড়করি
author img

By

Published : Jul 17, 2019, 6:29 PM IST

দিল্লি, 17 জুলাই : রাস্তা ভালো হলে যাতাযাতের সময় কমবে । আর সেজন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষকে টোল ট্যাক্স দিতে হবে । গতকাল সংসদে একথা বলেন সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রী নীতিন গড়করি ।

গতকাল লোকসভায় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রকের অধীনে অর্থ অনুদান নিয়ে আলোচনা চলছিল । সেসময় গড়করি বলেন, "টোল ব্যবস্থা কখনও বন্ধ হবে না । যদিও টোল ট্যাক্স সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে পারে । " মন্ত্রী জানান, যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য কেন্দ্রীয় সরকার প্রত্যন্ত গ্রাম, পাহাড়ি এলাকায় এমন রাস্তা তৈরি করতে চাইছে, যাতে সব আবহাওয়াতেই সহজে সেখানেই যাতায়াত করা যায় ।

পাশাপাশি গড়করি জানান, আগামী চার মাসের মধ্যে বৈদ্যুতিন পদ্ধতিতে টোল সংগ্রহ করার কাজ শুরু হবে । যানজট এড়ানোর জন্য তা আবশ্যিক করা হবে । অ্যামেরিকার উদাহরণ দিয়ে গড়করি বলেন, "অ্যামেরিকানরা ধনী বলে সে দেশের রাস্তা ভালো নয়, সে দেশের রাস্তা ভালো বলেই অ্যামেরিকানরা ধনী ।"

দিল্লি, 17 জুলাই : রাস্তা ভালো হলে যাতাযাতের সময় কমবে । আর সেজন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষকে টোল ট্যাক্স দিতে হবে । গতকাল সংসদে একথা বলেন সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রী নীতিন গড়করি ।

গতকাল লোকসভায় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রকের অধীনে অর্থ অনুদান নিয়ে আলোচনা চলছিল । সেসময় গড়করি বলেন, "টোল ব্যবস্থা কখনও বন্ধ হবে না । যদিও টোল ট্যাক্স সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে পারে । " মন্ত্রী জানান, যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য কেন্দ্রীয় সরকার প্রত্যন্ত গ্রাম, পাহাড়ি এলাকায় এমন রাস্তা তৈরি করতে চাইছে, যাতে সব আবহাওয়াতেই সহজে সেখানেই যাতায়াত করা যায় ।

পাশাপাশি গড়করি জানান, আগামী চার মাসের মধ্যে বৈদ্যুতিন পদ্ধতিতে টোল সংগ্রহ করার কাজ শুরু হবে । যানজট এড়ানোর জন্য তা আবশ্যিক করা হবে । অ্যামেরিকার উদাহরণ দিয়ে গড়করি বলেন, "অ্যামেরিকানরা ধনী বলে সে দেশের রাস্তা ভালো নয়, সে দেশের রাস্তা ভালো বলেই অ্যামেরিকানরা ধনী ।"

New Delhi, July 16 (ANI): Today, BJP Parliamentary Party meeting was held at Parliament Library Building. Prime Minister Narendra Modi, Home Minister Amit Shah along with all party leaders attended the meeting. Speaking on the issue, Parliamentary Affairs Minister Pralhad Joshi said that Prime Minister Modi told members to work on humanitarian causes and said that in an ongoing Parliamentary session is compulsory for everyone. "Prime Minister told members to work on humanitarian causes. He took the example of the disease of leprosy. As usual, Prime Minister has urged and said that there are no exceptions from being present in Parliament while the session is on. It is compulsory for everyone to be present."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.