পটনা, 1 অক্টোবর : বিহারে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে । সরকারি হিসেবে এখনও পর্যন্ত রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা 40 । গত তিনদিনের ভারী বৃষ্টিতে জলমগ্ন পটনা সহ রাজ্যের বিভিন্ন এলাকা । বৃষ্টিতে পটনার বিভিন্ন এলাকায় এখন বুক সমান জল । চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ । শহরের বিভিন্ন এলাকায় পাম্প চালিয়ে জল সরানোর কাজ শুরু হয়েছে । তবে এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি ।
প্রশাসন সূত্রে জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক করতে ন্যাশনাল ডিজ়াস্টার রেসপন্স ফোর্সের (NDRF) তিনটি টিম কাজ করছে । শহরের সমস্ত স্কুল ও কলেজ মঙ্গলবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন ।
ভারী বৃষ্টিতে শহরের একাধিক বাড়িতে জল ঢুকে গেছে । বাড়ি ছেড়ে অনেকেই এখন অন্যত্র আশ্রয় নিয়েছেন । কয়েকটি এলাকায় গাছ ভেঙে পড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে । শহরের অনেক জায়গায় বিদ্যুৎ নেই । প্রশাসন জানিয়েছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে । দুর্গতদের খাবার ও পানীয় জল সরবরাহ করা হচ্ছে ।
উল্লেখ্য, গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে পটনা সহ বিহারের অনেক এলাকা জলমগ্ন । রাজ্যে দুর্গতদের উদ্ধার করার জন্য 22টি NDRF টিম নামানো হয়েছে । এছাড়া উদ্ধার কার্যে বায়ুসেনার দুটি হেলিকপ্টারকেও ব্যবহার করা হচ্ছে । ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি রাজ্যে বন্যার পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠক করেছে ।