ETV Bharat / bharat

বিহারে বন্যায় মৃত 40, পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিজ়াস্টার টিম - patna under water

ভারী বৃষ্টিতে জলমগ্ন পটনা শহর । বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকা । পরিস্থিতি স্বাভাবিক করতে ন্যাশনাল ডিজ়াস্টার রেসপন্স ফোর্সের তিনটি টিম কাজ করছে ।

ফাইল ফোটো
author img

By

Published : Oct 1, 2019, 10:24 AM IST

Updated : Oct 1, 2019, 12:28 PM IST

পটনা, 1 অক্টোবর : বিহারে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে । সরকারি হিসেবে এখনও পর্যন্ত রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা 40 । গত তিনদিনের ভারী বৃষ্টিতে জলমগ্ন পটনা সহ রাজ্যের বিভিন্ন এলাকা । বৃষ্টিতে পটনার বিভিন্ন এলাকায় এখন বুক সমান জল । চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ । শহরের বিভিন্ন এলাকায় পাম্প চালিয়ে জল সরানোর কাজ শুরু হয়েছে । তবে এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি ।

প্রশাসন সূত্রে জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক করতে ন্যাশনাল ডিজ়াস্টার রেসপন্স ফোর্সের (NDRF) তিনটি টিম কাজ করছে । শহরের সমস্ত স্কুল ও কলেজ মঙ্গলবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন ।

ভারী বৃষ্টিতে শহরের একাধিক বাড়িতে জল ঢুকে গেছে । বাড়ি ছেড়ে অনেকেই এখন অন্যত্র আশ্রয় নিয়েছেন । কয়েকটি এলাকায় গাছ ভেঙে পড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে । শহরের অনেক জায়গায় বিদ্যুৎ নেই । প্রশাসন জানিয়েছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে । দুর্গতদের খাবার ও পানীয় জল সরবরাহ করা হচ্ছে ।

উল্লেখ্য, গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে পটনা সহ বিহারের অনেক এলাকা জলমগ্ন । রাজ্যে দুর্গতদের উদ্ধার করার জন্য 22টি NDRF টিম নামানো হয়েছে । এছাড়া উদ্ধার কার্যে বায়ুসেনার দুটি হেলিকপ্টারকেও ব্যবহার করা হচ্ছে । ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি রাজ্যে বন্যার পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠক করেছে ।

পটনা, 1 অক্টোবর : বিহারে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে । সরকারি হিসেবে এখনও পর্যন্ত রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা 40 । গত তিনদিনের ভারী বৃষ্টিতে জলমগ্ন পটনা সহ রাজ্যের বিভিন্ন এলাকা । বৃষ্টিতে পটনার বিভিন্ন এলাকায় এখন বুক সমান জল । চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ । শহরের বিভিন্ন এলাকায় পাম্প চালিয়ে জল সরানোর কাজ শুরু হয়েছে । তবে এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি ।

প্রশাসন সূত্রে জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক করতে ন্যাশনাল ডিজ়াস্টার রেসপন্স ফোর্সের (NDRF) তিনটি টিম কাজ করছে । শহরের সমস্ত স্কুল ও কলেজ মঙ্গলবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন ।

ভারী বৃষ্টিতে শহরের একাধিক বাড়িতে জল ঢুকে গেছে । বাড়ি ছেড়ে অনেকেই এখন অন্যত্র আশ্রয় নিয়েছেন । কয়েকটি এলাকায় গাছ ভেঙে পড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে । শহরের অনেক জায়গায় বিদ্যুৎ নেই । প্রশাসন জানিয়েছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে । দুর্গতদের খাবার ও পানীয় জল সরবরাহ করা হচ্ছে ।

উল্লেখ্য, গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে পটনা সহ বিহারের অনেক এলাকা জলমগ্ন । রাজ্যে দুর্গতদের উদ্ধার করার জন্য 22টি NDRF টিম নামানো হয়েছে । এছাড়া উদ্ধার কার্যে বায়ুসেনার দুটি হেলিকপ্টারকেও ব্যবহার করা হচ্ছে । ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি রাজ্যে বন্যার পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠক করেছে ।

Hyderabad, Oct 01 (ANI): The concept of plogging has made its way to India, and Hyderabad-based plogger Ripu Daman was praised by PM Modi during 'Mann Ki Baat' for his efforts. Plogging is a combination of jogging with picking up litter. Ripu Daman said, "It was wonderful for the PM to have reached out, supported and given his pledge of support to this mission." "With the PM pledging his support I am sure more and more Indians will be able to take this pledge of 'litter free India'," he added.
Last Updated : Oct 1, 2019, 12:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.