ETV Bharat / bharat

হাতে ছিল না পাঁচ টাকা,বিনা চিকিৎসায় মৃত্যু এক ব্যক্তির - বিনা চিকিৎসায় মৃত্যু এক ব্যক্তির

হাসপাতালে স্বামীকে ভরতির জন্য পাঁচ টাকার টিকিট কাটাতে হত ৷ হাতে ছিল না মাত্র পাঁচ টাকা ৷ আর সে জন্যই হাসপাতালও ভরতি নিল না সুনীল ধাকড়কে ৷ বিনা চিকিৎসায় মৃত্য়ু হল সুনীলের ৷

without treatment
বিনা চিকিৎসায় মৃত্যু এক ব্যক্তির
author img

By

Published : Jul 24, 2020, 3:17 AM IST

গুনা(মধ্যপ্রদেশ),23 জুলাই : হাসপাতালে চিকিৎসার জন্য পাঁচ টাকার টিকিট কাটতে হত ৷ স্বামীর শরীর খারাপ হওয়ায় তাড়াহুড়ো করে বের হতে গিয়ে সঙ্গে কোনও টাকা নিয়ে বের হননি আরতিদেবী ৷ মাত্র পাঁচ টাকা না থাকায় টিকিট দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ ৷ গুরুতর অসুস্থ দেখেও তাঁর স্বামীকে ভরতিও নেয়নি হাসপাতাল ৷ আর মাত্র পাঁচ টাকার জন্য বিনা চিকিৎসায় মৃত্যু হল এক ব্যক্তির ৷ এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গুনা জেলায় ৷ এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ উঠেছে ৷ মৃত ব্যক্তির নাম সুনীল ধাকড় ৷

হঠাৎ শরীর খারাপ লাগায় স্ত্রী আরতিদেবী তাঁকে নিয়ে বুধবার রাতে হাসপাতালে পৌঁছান ৷ কিন্তু হাসপাতালে টিকিট কাটার জন্য প্রয়োজন ছিল মাত্র পাঁচ টাকা ৷ সেই টাকা তাঁর কাছে ছিল না ৷ হাসপাতালে চিকিৎসা পাবার জন্য পাঁচ টাকা দিয়ে টিকিট না কাটতে পারার 'অপরাধে' সুনীলকে ভর্তি নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ ৷ অসহায় আরতিদেবী তাঁর অসুস্থ স্বামীকে নিয়ে হাসপাতালের বাইরে বসে অপেক্ষা করতে থাকেন ৷ মাত্র পাঁচটা টাকার জন্য হাসপাতালে ছোটাছুটি করতে থাকেন তিনি ৷ অপেক্ষা করতে থাকেন কখন তাঁর আত্মীয় পরিজন হাসপাতালে পৌঁছায় ! রাত বাড়তে থাকে ৷ তাঁর অসুস্থ স্বামীর শরীর ততই খারাপ হতে থাকে ৷ সকাল 7টার সময় আরতি টিকিট কাউন্টারে গিয়ে আবার টিকিট দেবার জন্য কাতর অনুরোধ করে ৷ তখন হাসপাতালের এক কর্মী তাঁকে সকাল 9টায় কাউন্টার খোলার কথা জানায় ৷ হতাশ আরতি ফিরে আসেন তাঁর স্বামীর কাছে ৷ কিন্তু কাউন্টার খোলার এক ঘণ্টা আগেই সকাল 8 টায় মৃত্যু হয় তাঁর স্বামী সুনীল ধাকড়ের ৷

সকাল 9টার সময় হাসপাতালের এক কর্মী সুনীলের দেহ হাসপাতালের ভিতর নিয়ে যায় ৷ কিন্তু ততক্ষণে আর কিছু করার ছিল না ৷ এই ঘটনা সামনে আসতেই হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷ আরতিদেবী অভিযোগ করেন,তাঁর স্বামীর অবস্থা খারাপ দেখেও রাতে তাঁকে হাসপাতাল কর্তৃপক্ষ ভরতি নেয়নি ৷ টিকিট কাটার পয়সা না থাকার কথা জানালেও হাসপাতালে কেউ তাঁকে সাহায্য করেনি ৷ কোনও চিকিৎসক তাঁর স্বামীকে দেখতে আসেননি ৷ এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ উঠেছে ৷ এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে রাজি হয়নি ৷

গুনা(মধ্যপ্রদেশ),23 জুলাই : হাসপাতালে চিকিৎসার জন্য পাঁচ টাকার টিকিট কাটতে হত ৷ স্বামীর শরীর খারাপ হওয়ায় তাড়াহুড়ো করে বের হতে গিয়ে সঙ্গে কোনও টাকা নিয়ে বের হননি আরতিদেবী ৷ মাত্র পাঁচ টাকা না থাকায় টিকিট দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ ৷ গুরুতর অসুস্থ দেখেও তাঁর স্বামীকে ভরতিও নেয়নি হাসপাতাল ৷ আর মাত্র পাঁচ টাকার জন্য বিনা চিকিৎসায় মৃত্যু হল এক ব্যক্তির ৷ এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গুনা জেলায় ৷ এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ উঠেছে ৷ মৃত ব্যক্তির নাম সুনীল ধাকড় ৷

হঠাৎ শরীর খারাপ লাগায় স্ত্রী আরতিদেবী তাঁকে নিয়ে বুধবার রাতে হাসপাতালে পৌঁছান ৷ কিন্তু হাসপাতালে টিকিট কাটার জন্য প্রয়োজন ছিল মাত্র পাঁচ টাকা ৷ সেই টাকা তাঁর কাছে ছিল না ৷ হাসপাতালে চিকিৎসা পাবার জন্য পাঁচ টাকা দিয়ে টিকিট না কাটতে পারার 'অপরাধে' সুনীলকে ভর্তি নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ ৷ অসহায় আরতিদেবী তাঁর অসুস্থ স্বামীকে নিয়ে হাসপাতালের বাইরে বসে অপেক্ষা করতে থাকেন ৷ মাত্র পাঁচটা টাকার জন্য হাসপাতালে ছোটাছুটি করতে থাকেন তিনি ৷ অপেক্ষা করতে থাকেন কখন তাঁর আত্মীয় পরিজন হাসপাতালে পৌঁছায় ! রাত বাড়তে থাকে ৷ তাঁর অসুস্থ স্বামীর শরীর ততই খারাপ হতে থাকে ৷ সকাল 7টার সময় আরতি টিকিট কাউন্টারে গিয়ে আবার টিকিট দেবার জন্য কাতর অনুরোধ করে ৷ তখন হাসপাতালের এক কর্মী তাঁকে সকাল 9টায় কাউন্টার খোলার কথা জানায় ৷ হতাশ আরতি ফিরে আসেন তাঁর স্বামীর কাছে ৷ কিন্তু কাউন্টার খোলার এক ঘণ্টা আগেই সকাল 8 টায় মৃত্যু হয় তাঁর স্বামী সুনীল ধাকড়ের ৷

সকাল 9টার সময় হাসপাতালের এক কর্মী সুনীলের দেহ হাসপাতালের ভিতর নিয়ে যায় ৷ কিন্তু ততক্ষণে আর কিছু করার ছিল না ৷ এই ঘটনা সামনে আসতেই হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷ আরতিদেবী অভিযোগ করেন,তাঁর স্বামীর অবস্থা খারাপ দেখেও রাতে তাঁকে হাসপাতাল কর্তৃপক্ষ ভরতি নেয়নি ৷ টিকিট কাটার পয়সা না থাকার কথা জানালেও হাসপাতালে কেউ তাঁকে সাহায্য করেনি ৷ কোনও চিকিৎসক তাঁর স্বামীকে দেখতে আসেননি ৷ এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ উঠেছে ৷ এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে রাজি হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.