ETV Bharat / bharat

ঠেলায় চাপিয়ে রোগীকে হাসপাতালে, সাহায্যের বদলে ফোনে ছবি তুললেন পথচারীরা - তামিলনাড়ু

শারীরিক অবস্থার অবনতি হলেও সুব্রামনির স্ত্রী এবং বোন অ্যাম্বুলেন্সে খবর দিতে পারেননি ৷ কারণ তাঁদের কাছে মোবাইল ফোন ছিল না ৷ শেষ পর্যন্ত তাঁরা একটি ঠেলা গাড়ি জোগাড় করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন সুব্রামনিকে ৷ কিন্তু 4 কিলোমিটার দূরে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন বৃদ্ধকে ৷

tt
author img

By

Published : Nov 2, 2019, 8:24 PM IST

পুদুচেরি , 2 নভেম্বর : অ্যাম্বুলেন্স নেই, ঠেলা গাড়িতে চাপিয়ে 65 বছরের এক আদিবাসী বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তাঁর পরিবারের লোকজন ৷ রাস্তার পাশে দাঁড়িয়ে দেখছিলেন অনেকেই ৷ কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেননি ৷ তার বদলে মোবাইল ফোনে তুলছিলেন সেই ছবি ৷ শেষ পর্যন্ত হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই বৃদ্ধের ৷

তামিলনাড়ুর ভিল্লুপুরম জেলার বাসিন্দা ছিলেন সুব্রামনি ৷ তাঁর স্ত্রী পুলিশকে জানিয়েছেন , পুদুচেরির সুথুকেনিতে তাঁর স্বামী এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন ৷ যক্ষ্মায় ভুগছিলেন তিনি ৷ বুধবার হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় ৷

শারীরিক অবস্থার অবনতি হলেও সুব্রামনির স্ত্রী এবং বোন অ্যাম্বুলেন্সে খবর দিতে পারেননি ৷ কারণ তাঁদের কাছে মোবাইল ফোন ছিল না ৷ শেষ পর্যন্ত তাঁরা একটি ঠেলা গাড়ি জোগাড় করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন সুব্রামনিকে ৷ কিন্তু 4 কিলোমিটার দূরে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন বৃদ্ধকে ৷ মৃতদেহ বাড়ি ফিরিয়ে আনার সময়েও গাড়ি পায়নি পরিবার ৷ ঠেলাগাড়িতেই মৃতদেহ বাড়ি নিয়ে আসেন তাঁরা ৷

পুদুচেরি , 2 নভেম্বর : অ্যাম্বুলেন্স নেই, ঠেলা গাড়িতে চাপিয়ে 65 বছরের এক আদিবাসী বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তাঁর পরিবারের লোকজন ৷ রাস্তার পাশে দাঁড়িয়ে দেখছিলেন অনেকেই ৷ কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেননি ৷ তার বদলে মোবাইল ফোনে তুলছিলেন সেই ছবি ৷ শেষ পর্যন্ত হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই বৃদ্ধের ৷

তামিলনাড়ুর ভিল্লুপুরম জেলার বাসিন্দা ছিলেন সুব্রামনি ৷ তাঁর স্ত্রী পুলিশকে জানিয়েছেন , পুদুচেরির সুথুকেনিতে তাঁর স্বামী এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন ৷ যক্ষ্মায় ভুগছিলেন তিনি ৷ বুধবার হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় ৷

শারীরিক অবস্থার অবনতি হলেও সুব্রামনির স্ত্রী এবং বোন অ্যাম্বুলেন্সে খবর দিতে পারেননি ৷ কারণ তাঁদের কাছে মোবাইল ফোন ছিল না ৷ শেষ পর্যন্ত তাঁরা একটি ঠেলা গাড়ি জোগাড় করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন সুব্রামনিকে ৷ কিন্তু 4 কিলোমিটার দূরে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন বৃদ্ধকে ৷ মৃতদেহ বাড়ি ফিরিয়ে আনার সময়েও গাড়ি পায়নি পরিবার ৷ ঠেলাগাড়িতেই মৃতদেহ বাড়ি নিয়ে আসেন তাঁরা ৷

New Delhi, Nov 02 (ANI): Former chief minister of Haryana and Congress leader Bhupinder Singh Hooda appointed as the leader of the Haryana Congress Legislature Party. While addressing the press conference in New Delhi, senior leader of Congress party Ghulam Nabi Azad informed that Congress interim president Sonia Gandhi has elected Bhupinder Singh Hooda as the leader of the Haryana Congress Legislature Party. He will also be leader of the Opposition in the Haryana Assembly.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.