পুদুচেরি , 2 নভেম্বর : অ্যাম্বুলেন্স নেই, ঠেলা গাড়িতে চাপিয়ে 65 বছরের এক আদিবাসী বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তাঁর পরিবারের লোকজন ৷ রাস্তার পাশে দাঁড়িয়ে দেখছিলেন অনেকেই ৷ কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেননি ৷ তার বদলে মোবাইল ফোনে তুলছিলেন সেই ছবি ৷ শেষ পর্যন্ত হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই বৃদ্ধের ৷
তামিলনাড়ুর ভিল্লুপুরম জেলার বাসিন্দা ছিলেন সুব্রামনি ৷ তাঁর স্ত্রী পুলিশকে জানিয়েছেন , পুদুচেরির সুথুকেনিতে তাঁর স্বামী এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন ৷ যক্ষ্মায় ভুগছিলেন তিনি ৷ বুধবার হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় ৷
শারীরিক অবস্থার অবনতি হলেও সুব্রামনির স্ত্রী এবং বোন অ্যাম্বুলেন্সে খবর দিতে পারেননি ৷ কারণ তাঁদের কাছে মোবাইল ফোন ছিল না ৷ শেষ পর্যন্ত তাঁরা একটি ঠেলা গাড়ি জোগাড় করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন সুব্রামনিকে ৷ কিন্তু 4 কিলোমিটার দূরে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন বৃদ্ধকে ৷ মৃতদেহ বাড়ি ফিরিয়ে আনার সময়েও গাড়ি পায়নি পরিবার ৷ ঠেলাগাড়িতেই মৃতদেহ বাড়ি নিয়ে আসেন তাঁরা ৷