ETV Bharat / bharat

ড্রাগ লাইসেন্সের জন্য কোরোনার কথা উল্লেখ করেনি পতঞ্জলি : আধিকারিক

পতঞ্জলির তরফে গতকাল একটি কোরোনা কিটের উদ্বোধন করা হয় ৷ তার মধ্যে "কোরোনিল" ও "স্বাসরি" নামে দু'টি ওষুধও রয়েছে ৷ রামদেব দাবি জানিয়েছেন, এই ওষুধের ট্রায়ালের সময় 100 শতাংশ সাফল্য মিলেছে ৷ কিন্তু লাইসেন্সের জন্য কোরোনা ভাইরাসের কথা উল্লেখ করেনি পতঞ্জলি ৷ আজ এই তথ্য জানা গেল ৷

পতঞ্জলি
পতঞ্জলি
author img

By

Published : Jun 24, 2020, 8:11 PM IST

দিল্লি, 24 জুন : নতুন ওষুধটি কোরোনা চিকিৎসার কাজে ব্যবহৃত হবে বলে একবারও জানায়নি পতঞ্জলি আয়ুর্বেদ ৷ আজ এই তথ্য জানালেন উত্তরাখণ্ডের এক আধিকারিক ৷ যোগগুরু রামদেব দাবি করেছেন, এই ওষুধ কোরোনামুক্ত করবে ৷ কিন্তু, আজ উত্তরাখণ্ডের এক আধিকারিক জানান, প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, কাশি ও জ্বর থেকে সুস্থ করার জন্য তৈরি ওষুধের লাইসেন্স চেয়েছিল ওই কম্পানি ৷ সেখানে কোরোনার কথা উল্লেখ ছিল না ৷

পতঞ্জলির তরফে গতকাল একটি কোরোনা কিটের উদ্বোধন করা হয় ৷ তার মধ্যে "কোরোনিল" ও "স্বাসরি" নামে দু'টি ওষুধও রয়েছে ৷ রামদেব দাবি জানিয়েছেন, এই ওষুধের ট্রায়ালের সময় 100 শতাংশ সাফল্য মিলেছে ৷

কিন্তু, এই ওষুধ চালু করার পরই কেন্দ্রীয় সরকারের তরফে পতঞ্জলিকে বিজ্ঞাপন দিতে বারণ করা হয় ৷ বলা হয়, যতদিন না সরকারের তরফে এটির পরীক্ষা করা হয়, ততদিন যেন বিজ্ঞাপন বন্ধ থাকে ৷ আয়ূষমন্ত্রকের তরফে এই ওষুধের উপাদানগুলি সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হয় পতঞ্জলির কাছে ৷ এছাড়া, গবেষণার ফলাফল, যে হাসপাতালে এই গবেষণা হয়েছে তার বিবরণ, এই কম্পানিকে ইনস্টিটিউশনাল এথিক্স কমিটির তরফে অনুমতি দেওয়া হয়েছিল কি না এবং এই কম্পানিটির ক্লিনিকাল ট্রায়ালের জন্য রেজিস্টার আছে কিনা এই বিষয়গুলি সম্পর্কেও জানতে চায় আয়ূষমন্ত্রক ৷

কেন্দ্রীয় সরকারের তরফে উত্তরাখণ্ড সরকারকে লাইসেন্স দেওয়ার বিষয়েও জানতে চাওয়া হয় ৷ লাইসেন্সের কপি এবং এই ওষুধ ব্যবহারে অনুমতি দেওয়ার বিস্তারিত বিবরণও চাওয়া হয় ৷

উত্তরাখণ্ড আয়ুর্বেদ দপ্তরের লাইসেন্স অফিসার ওয়াই এস রাওয়াত বলেন, "পতঞ্জলির করা আবেদন অনুযায়ী, আমরা তাদের লাইসেন্স দিই ৷ তারা আবেদনের সময় কোরোনা ভাইরাসের বিষয়টি উল্লেখ করেনি ৷ আমরা প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, কাশি ও জ্বর থেকে সুস্থ করার জন্য তৈরি ওষুধের লাইসেন্সকে অনুমোদন দিয়েছি ৷ এই কিট (কোরোনা ভাইরাসের জন্য) তারা তৈরির অনুমতি পেল কীভাবে তা জানতে চেয়ে আমরা একটি নোটিস পাঠাব ৷"

আয়ূষমন্ত্রী শ্রীপদ নায়েক বলেন, রামদেব যে দেশকে একটি নতুন ওষুধ দিয়েছেন, সেটা খুবই ভালো জিনিস ৷ কিন্তু, এটি ব্যবহারের জন্য আয়ূষমন্ত্রকের তরফে যথাযথ অনুমতির প্রয়োজন ৷ তিনি নিশ্চিত করে বলেন, পতঞ্জলির তরফে ওষুধ বিষয়ক তথ্য গতকালই পাঠানো হয়েছে ৷

শ্রীপদ নায়েক আরও বলেন, "যে কেউ ওষুধ তৈরি করতে পারেন ৷ তবে, যে কেউ ওষুধ বানাক তাকে আয়ূষমন্ত্রকের টাস্ক ফোর্সের অনুমতি নিতে হবে ৷ নিশ্চিত করার জন্য সবাইকেই গবেষণার বিস্তারিত বিবরণ আয়ূষমন্ত্রকে পাঠাতে হবে ৷ এটাই নিয়ম ৷ এটা ছাড়া কেউই তাদের পণ্যের বিজ্ঞাপন দিতে পারবে না ৷"

দিল্লি, 24 জুন : নতুন ওষুধটি কোরোনা চিকিৎসার কাজে ব্যবহৃত হবে বলে একবারও জানায়নি পতঞ্জলি আয়ুর্বেদ ৷ আজ এই তথ্য জানালেন উত্তরাখণ্ডের এক আধিকারিক ৷ যোগগুরু রামদেব দাবি করেছেন, এই ওষুধ কোরোনামুক্ত করবে ৷ কিন্তু, আজ উত্তরাখণ্ডের এক আধিকারিক জানান, প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, কাশি ও জ্বর থেকে সুস্থ করার জন্য তৈরি ওষুধের লাইসেন্স চেয়েছিল ওই কম্পানি ৷ সেখানে কোরোনার কথা উল্লেখ ছিল না ৷

পতঞ্জলির তরফে গতকাল একটি কোরোনা কিটের উদ্বোধন করা হয় ৷ তার মধ্যে "কোরোনিল" ও "স্বাসরি" নামে দু'টি ওষুধও রয়েছে ৷ রামদেব দাবি জানিয়েছেন, এই ওষুধের ট্রায়ালের সময় 100 শতাংশ সাফল্য মিলেছে ৷

কিন্তু, এই ওষুধ চালু করার পরই কেন্দ্রীয় সরকারের তরফে পতঞ্জলিকে বিজ্ঞাপন দিতে বারণ করা হয় ৷ বলা হয়, যতদিন না সরকারের তরফে এটির পরীক্ষা করা হয়, ততদিন যেন বিজ্ঞাপন বন্ধ থাকে ৷ আয়ূষমন্ত্রকের তরফে এই ওষুধের উপাদানগুলি সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হয় পতঞ্জলির কাছে ৷ এছাড়া, গবেষণার ফলাফল, যে হাসপাতালে এই গবেষণা হয়েছে তার বিবরণ, এই কম্পানিকে ইনস্টিটিউশনাল এথিক্স কমিটির তরফে অনুমতি দেওয়া হয়েছিল কি না এবং এই কম্পানিটির ক্লিনিকাল ট্রায়ালের জন্য রেজিস্টার আছে কিনা এই বিষয়গুলি সম্পর্কেও জানতে চায় আয়ূষমন্ত্রক ৷

কেন্দ্রীয় সরকারের তরফে উত্তরাখণ্ড সরকারকে লাইসেন্স দেওয়ার বিষয়েও জানতে চাওয়া হয় ৷ লাইসেন্সের কপি এবং এই ওষুধ ব্যবহারে অনুমতি দেওয়ার বিস্তারিত বিবরণও চাওয়া হয় ৷

উত্তরাখণ্ড আয়ুর্বেদ দপ্তরের লাইসেন্স অফিসার ওয়াই এস রাওয়াত বলেন, "পতঞ্জলির করা আবেদন অনুযায়ী, আমরা তাদের লাইসেন্স দিই ৷ তারা আবেদনের সময় কোরোনা ভাইরাসের বিষয়টি উল্লেখ করেনি ৷ আমরা প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, কাশি ও জ্বর থেকে সুস্থ করার জন্য তৈরি ওষুধের লাইসেন্সকে অনুমোদন দিয়েছি ৷ এই কিট (কোরোনা ভাইরাসের জন্য) তারা তৈরির অনুমতি পেল কীভাবে তা জানতে চেয়ে আমরা একটি নোটিস পাঠাব ৷"

আয়ূষমন্ত্রী শ্রীপদ নায়েক বলেন, রামদেব যে দেশকে একটি নতুন ওষুধ দিয়েছেন, সেটা খুবই ভালো জিনিস ৷ কিন্তু, এটি ব্যবহারের জন্য আয়ূষমন্ত্রকের তরফে যথাযথ অনুমতির প্রয়োজন ৷ তিনি নিশ্চিত করে বলেন, পতঞ্জলির তরফে ওষুধ বিষয়ক তথ্য গতকালই পাঠানো হয়েছে ৷

শ্রীপদ নায়েক আরও বলেন, "যে কেউ ওষুধ তৈরি করতে পারেন ৷ তবে, যে কেউ ওষুধ বানাক তাকে আয়ূষমন্ত্রকের টাস্ক ফোর্সের অনুমতি নিতে হবে ৷ নিশ্চিত করার জন্য সবাইকেই গবেষণার বিস্তারিত বিবরণ আয়ূষমন্ত্রকে পাঠাতে হবে ৷ এটাই নিয়ম ৷ এটা ছাড়া কেউই তাদের পণ্যের বিজ্ঞাপন দিতে পারবে না ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.