ETV Bharat / bharat

দিল্লির আঁচ সংসদে, দফায় দফায় মুলতুবি দুই কক্ষ, মেজাজ হারালেন অধ্যক্ষ - Lok Sabha

লোকসভা শুরু হতেই আক্রমণাত্মক হয়ে ওঠেন কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরি । দিল্লি হিংসার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার দিকে আঙুল তোলেন তিনি । অধীর চৌধুরি শাহকে আক্রমণ শুরু করলেই তার প্রতিবাদ জানাতে থাকে সরকার পক্ষ । মুহূর্তে পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে ।

Speaker Om Birla
Speaker Om Birla
author img

By

Published : Mar 3, 2020, 1:31 PM IST

দিল্লি, 3 মার্চ : দ্বিতীয় দফায় প্রথম দিনই আঁচ করা গিয়েছিল । আর দ্বিতীয় দিনই সুর সপ্তমে তুললেন বিরোধীরা । লোকসভা এবং রাজ্যসভা শুরু হতেই আজ ফের একবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে সরব হলেন বিরোধীরা । হই-হট্টগোলের জেরে রাজ্যসভা শুরু হতেই তা মুলতুবি হয়ে যায় । লোকসভা প্রথম দফায় বেলা 12টা পর্যন্ত মুলতুবি থাকে, দ্বিতীয় দফায় লোকসভায় খুলতেই ফের শুরু হয় হট্টগোল, যার ফলে ফের মুলতুবি হয়ে যায় সভা ।

গতকাল সংসদদের বাইরে বিক্ষোভ দেখিয়েছিলেন কংগ্রেস এবং তৃণমূলের সাংসদরা । তাঁদের দাবি ছিল, দিল্লি হিংসার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করতে হবে অমিত শাহকে । গত সপ্তাহে দিল্লিতে চলা গোষ্ঠী সংঘর্ষের জন্য ইতিমধ্যেই কাঠগড়ায় দিল্লি পুলিশ । আর দিল্লি পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন । স্বাভাবিক ভাবেই ব্যর্থতার আঙুল উঠেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে । কিন্তু, প্রথম দিনের মতোই আজ অধিবেশনে দেখা যায়নি শাহকে ।

এদিন লোকসভা শুরু হতেই আক্রমণাত্মক হয়ে ওঠেন কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরি । দিল্লি হিংসার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার দিকে আঙুল তোলেন তিনি । কংগ্রেসের লোকসভার নেতা অধীর চৌধুরি শাহকে আক্রমণ শুরু করলেই তার প্রতিবাদ জানাতে থাকে সরকার পক্ষ । মুহূর্তে পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে । আজ ক্ষণিকের জন্য মেজাজ হারাতে দেখা যায় অধ্যক্ষ ওম বিড়লাকেও । বিরোধী সাংসদদের সাসপেন্ড করার হুমকিও দেন তিনি । সভার নিয়ম না মানলে তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দিতে শোনা যায় অধ্যক্ষকে ।

অন্যদিকে, আজ কংগ্রেস-DMK-তৃণমূলের মতো বিরোধীরা দিল্লি পরিস্থিতি নিয়ে আলোচনার দাবি তোলে । অধীরের দাবি ছিল, অবিলম্বের শুরু করতে হবে এ বিষয়ে আলোচনা । কিন্তু, তা মানতে চাননি সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশি। তাঁর দাবি ছিল, জিরো আওয়ারে দিল্লির বিষয়ে আলোচনা করা হোক । কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, ''সরকার সব রকম আলোচনা করতে প্রস্তুত । কোনও বিতর্কে অংশ নিতে সরকারের কোনও সমস্যা নেই ।''

আরও পড়ুন : দিল্লি হিংসার আবহে আজ মুখোমুখি মোদি-কেজরি

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে সংসদে আসেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । দিল্লি পরিস্থিতি নিয়ে কথা বলতেই সংসদে আগমন কেজরির ।

আরও পড়ুন : সোশাল মিডিয়া ছাড়ার ইচ্ছায় মোদিকে বিদ্রুপ অধীরের

দিল্লি, 3 মার্চ : দ্বিতীয় দফায় প্রথম দিনই আঁচ করা গিয়েছিল । আর দ্বিতীয় দিনই সুর সপ্তমে তুললেন বিরোধীরা । লোকসভা এবং রাজ্যসভা শুরু হতেই আজ ফের একবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে সরব হলেন বিরোধীরা । হই-হট্টগোলের জেরে রাজ্যসভা শুরু হতেই তা মুলতুবি হয়ে যায় । লোকসভা প্রথম দফায় বেলা 12টা পর্যন্ত মুলতুবি থাকে, দ্বিতীয় দফায় লোকসভায় খুলতেই ফের শুরু হয় হট্টগোল, যার ফলে ফের মুলতুবি হয়ে যায় সভা ।

গতকাল সংসদদের বাইরে বিক্ষোভ দেখিয়েছিলেন কংগ্রেস এবং তৃণমূলের সাংসদরা । তাঁদের দাবি ছিল, দিল্লি হিংসার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করতে হবে অমিত শাহকে । গত সপ্তাহে দিল্লিতে চলা গোষ্ঠী সংঘর্ষের জন্য ইতিমধ্যেই কাঠগড়ায় দিল্লি পুলিশ । আর দিল্লি পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন । স্বাভাবিক ভাবেই ব্যর্থতার আঙুল উঠেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে । কিন্তু, প্রথম দিনের মতোই আজ অধিবেশনে দেখা যায়নি শাহকে ।

এদিন লোকসভা শুরু হতেই আক্রমণাত্মক হয়ে ওঠেন কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরি । দিল্লি হিংসার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার দিকে আঙুল তোলেন তিনি । কংগ্রেসের লোকসভার নেতা অধীর চৌধুরি শাহকে আক্রমণ শুরু করলেই তার প্রতিবাদ জানাতে থাকে সরকার পক্ষ । মুহূর্তে পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে । আজ ক্ষণিকের জন্য মেজাজ হারাতে দেখা যায় অধ্যক্ষ ওম বিড়লাকেও । বিরোধী সাংসদদের সাসপেন্ড করার হুমকিও দেন তিনি । সভার নিয়ম না মানলে তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দিতে শোনা যায় অধ্যক্ষকে ।

অন্যদিকে, আজ কংগ্রেস-DMK-তৃণমূলের মতো বিরোধীরা দিল্লি পরিস্থিতি নিয়ে আলোচনার দাবি তোলে । অধীরের দাবি ছিল, অবিলম্বের শুরু করতে হবে এ বিষয়ে আলোচনা । কিন্তু, তা মানতে চাননি সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশি। তাঁর দাবি ছিল, জিরো আওয়ারে দিল্লির বিষয়ে আলোচনা করা হোক । কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, ''সরকার সব রকম আলোচনা করতে প্রস্তুত । কোনও বিতর্কে অংশ নিতে সরকারের কোনও সমস্যা নেই ।''

আরও পড়ুন : দিল্লি হিংসার আবহে আজ মুখোমুখি মোদি-কেজরি

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে সংসদে আসেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । দিল্লি পরিস্থিতি নিয়ে কথা বলতেই সংসদে আগমন কেজরির ।

আরও পড়ুন : সোশাল মিডিয়া ছাড়ার ইচ্ছায় মোদিকে বিদ্রুপ অধীরের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.