ETV Bharat / bharat

5 বছরের শিশুকে ধর্ষণ করে খুন, যাবজ্জীবন অপরাধীর

5 বছরের শিশুকে ধর্ষণ ও খুনে দোষী সাব্যস্ত কিশোরকে যাবজ্জীবন সাজা দিল পাঞ্চকুলার আদালত ৷5 বছরের শিশুকে ধর্ষণ ও খুনের ঘটনাকে ''বিরল থেকে বিরলতম'' বলে উল্লেখ করেছেন ৷

panchkulla
5 বছরের শিশুকে ধর্ষণ-
author img

By

Published : Jan 25, 2020, 11:03 AM IST

চণ্ডীগড়, 25 জানুয়ারি : 5 বছরের শিশুকে ধর্ষণ ও খুনে দোষী সাব্যস্ত কিশোরকে যাবজ্জীবন সাজা দিল পাঞ্চকুলার আদালত ৷

2019 সালের মে মাসে বেসরকারি স্কুলের পিছনের ফাঁকা জমিতে শিশুটিকে ধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্ত 17 বছরের তরুণকে 18 জানুয়ারি আদালত দোষী সাব্যস্ত করে৷ শিশুটির মাথায় ইট দিয়ে আঘাত করে খুন করে ওই প্রতিবেশী কিশোর৷ পরিবারের লোকজন শিশুটিকে বাড়িতে খুঁজে না পেয়ে বাড়ির আশপাশে তল্লাশি শুরু করে ৷ ফাঁকা জমিতে শিশুটির দেহ দেখতে পায়৷
শুক্রবার ,অতিরিক্ত সেশন জাজ নরেন্দ্র সুরা অপরাধীর সাজা ঘোষণা করেন৷

রায়দান করার সময় বিচারক বলেন, ''এটি অত্যন্ত ঘৃণ্য ঘটনা এধরনের জঘন্য অপরাধীর প্রতি কোনও সহমর্মিতা থাকা উচিত নয়৷'' তিনি বলেন, ''সমাজে এখনও মেয়েরা হিংস্রতা ও বর্বরতার স্বীকার৷ সমাজের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য আছে৷ POCSO আইনের 302 এবং 376-A IPC তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে ৷

অপরাধীকে 20 বছরের সশ্রম কারাদন্ড ও 40,000 টাকা জরিমানা করা হয়েছে ৷ বর্তমানে অভিযুক্তের বয়স যেহেতু 18 বছরের কম তাই তাঁকে আম্বালার হোমে রাখা হবে 18 বছর পেরোনোর আগে অবধি ৷ এরপর তাকে সোনিপতের বিশেষ হোমে স্থানান্তরিত করা হবে ৷ 21 বছর বয়সের পর আম্বালা সেন্ট্রাল জেলে তাকে রাখার আদেশ দিয়েছেন বিচারক ৷

তিনি বলেন, 5 বছরের শিশুকে ধর্ষণ ও খুনের ঘটনাকে ''বিরল থেকে বিরলতম'' বলে উল্লেখ করেছেন ৷ অপরাধীর বয়স বিবেচনা করে এবং আগে কোনও অপরাধের রেকর্ড না থাকায় সে জামিনের আবেদন করতে পারবে বলে জানানো হয়েছে ৷

চণ্ডীগড়, 25 জানুয়ারি : 5 বছরের শিশুকে ধর্ষণ ও খুনে দোষী সাব্যস্ত কিশোরকে যাবজ্জীবন সাজা দিল পাঞ্চকুলার আদালত ৷

2019 সালের মে মাসে বেসরকারি স্কুলের পিছনের ফাঁকা জমিতে শিশুটিকে ধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্ত 17 বছরের তরুণকে 18 জানুয়ারি আদালত দোষী সাব্যস্ত করে৷ শিশুটির মাথায় ইট দিয়ে আঘাত করে খুন করে ওই প্রতিবেশী কিশোর৷ পরিবারের লোকজন শিশুটিকে বাড়িতে খুঁজে না পেয়ে বাড়ির আশপাশে তল্লাশি শুরু করে ৷ ফাঁকা জমিতে শিশুটির দেহ দেখতে পায়৷
শুক্রবার ,অতিরিক্ত সেশন জাজ নরেন্দ্র সুরা অপরাধীর সাজা ঘোষণা করেন৷

রায়দান করার সময় বিচারক বলেন, ''এটি অত্যন্ত ঘৃণ্য ঘটনা এধরনের জঘন্য অপরাধীর প্রতি কোনও সহমর্মিতা থাকা উচিত নয়৷'' তিনি বলেন, ''সমাজে এখনও মেয়েরা হিংস্রতা ও বর্বরতার স্বীকার৷ সমাজের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য আছে৷ POCSO আইনের 302 এবং 376-A IPC তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে ৷

অপরাধীকে 20 বছরের সশ্রম কারাদন্ড ও 40,000 টাকা জরিমানা করা হয়েছে ৷ বর্তমানে অভিযুক্তের বয়স যেহেতু 18 বছরের কম তাই তাঁকে আম্বালার হোমে রাখা হবে 18 বছর পেরোনোর আগে অবধি ৷ এরপর তাকে সোনিপতের বিশেষ হোমে স্থানান্তরিত করা হবে ৷ 21 বছর বয়সের পর আম্বালা সেন্ট্রাল জেলে তাকে রাখার আদেশ দিয়েছেন বিচারক ৷

তিনি বলেন, 5 বছরের শিশুকে ধর্ষণ ও খুনের ঘটনাকে ''বিরল থেকে বিরলতম'' বলে উল্লেখ করেছেন ৷ অপরাধীর বয়স বিবেচনা করে এবং আগে কোনও অপরাধের রেকর্ড না থাকায় সে জামিনের আবেদন করতে পারবে বলে জানানো হয়েছে ৷

Mohali (Punjab), Jan 25 (ANI): After two months since birth, white tigress, Diya and her three cubs are ready to display for public in Punjab's Mohali. Diya was mated with Royal Bengal tiger, Aman. Tigress Diya gave birth to cubs in November. Diya and her cubs survived this winter successfully. After a gap of six years, the employees and workers of Chhatbir Zoo celebrated the birth of cubs.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.