ETV Bharat / bharat

লকডাউন : আন্তঃরাজ্য সীমান্ত বন্ধ করল রাজস্থান - কোভিড 19 লেটেস্ট আপডেট

Lockdown India
লকডাউন দেশ
author img

By

Published : May 7, 2020, 2:03 PM IST

10:38 May 07

দিল্লি, 7 মে : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সেই কারণে 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । দ্বিতীয় দফায় সেই লকডাউন বাড়িয়ে 3 মে পর্যন্ত করা হয়েছিল । তৃতীয় দফায় তা আরও দু'সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র । লকডাউনের আজ 44 তম দিন ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক -

Lockdown
আজও লম্বা লাইন পানীয়প্রেমীদের
  • দিল্লির লক্ষ্মীনগরে মদের দোকানের বাইরে লম্বা লাইন ।

10:38 May 07

  • মধ্যপ্রদেশে এখনও পর্যন্ত 31 জন পুলিশ আধিকারিকের শরীরে মিলেছে ভাইরাসের হদিস ।

10:37 May 07

  • সমস্ত আন্তঃরাজ্য সীমান্ত বন্ধ করল রাজস্থান ।

09:58 May 07

  • 9 মে থেকে 15 নে পর্যন্ত অ্যামেরিকা থেকে ভারতের একাধিক শহরে নন শিডিউলড বিমান চালাবে এয়ার ইন্ডিয়া । তবে বিমানের ভাড়া বহন করতে হবে যাত্রীদেরই । জানাল ওয়াশিংটনের ভারতীয় দূতাবাস ।
  • ওড়িশায় নতুন করে কোরোনায় সংক্রমিত 20 । এই নিয়ে সেখানে মোট সংক্রমণ বেড়ে হল 205 ।
  • মুজফ্ফরপুরে শ্রমিক স্পেশাল ট্রেনে রাজস্থানের কোটা থেকে 1318 জন শ্রমিক ফিরলেন বিহারের মুজফ্ফরপুরে ।

10:38 May 07

দিল্লি, 7 মে : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সেই কারণে 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । দ্বিতীয় দফায় সেই লকডাউন বাড়িয়ে 3 মে পর্যন্ত করা হয়েছিল । তৃতীয় দফায় তা আরও দু'সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র । লকডাউনের আজ 44 তম দিন ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক -

Lockdown
আজও লম্বা লাইন পানীয়প্রেমীদের
  • দিল্লির লক্ষ্মীনগরে মদের দোকানের বাইরে লম্বা লাইন ।

10:38 May 07

  • মধ্যপ্রদেশে এখনও পর্যন্ত 31 জন পুলিশ আধিকারিকের শরীরে মিলেছে ভাইরাসের হদিস ।

10:37 May 07

  • সমস্ত আন্তঃরাজ্য সীমান্ত বন্ধ করল রাজস্থান ।

09:58 May 07

  • 9 মে থেকে 15 নে পর্যন্ত অ্যামেরিকা থেকে ভারতের একাধিক শহরে নন শিডিউলড বিমান চালাবে এয়ার ইন্ডিয়া । তবে বিমানের ভাড়া বহন করতে হবে যাত্রীদেরই । জানাল ওয়াশিংটনের ভারতীয় দূতাবাস ।
  • ওড়িশায় নতুন করে কোরোনায় সংক্রমিত 20 । এই নিয়ে সেখানে মোট সংক্রমণ বেড়ে হল 205 ।
  • মুজফ্ফরপুরে শ্রমিক স্পেশাল ট্রেনে রাজস্থানের কোটা থেকে 1318 জন শ্রমিক ফিরলেন বিহারের মুজফ্ফরপুরে ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.