ETV Bharat / bharat

লকডাউন :দিল্লিতে কমছে কনটেইনমেন্ট জ়োন - Coronavirus safety measures

Lockdown India
লকডাউন দেশ
author img

By

Published : May 6, 2020, 10:38 AM IST

Updated : May 6, 2020, 9:15 PM IST

21:00 May 06

দিল্লি, 6 মে : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সেই কারণে 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । দ্বিতীয় দফায় সেই লকডাউন বাড়িয়ে 3 মে পর্যন্ত করা হয়েছিল । তৃতীয় দফায় তা আরও দু'সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র । লকডাউনের আজ 43তম দিন ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক -

  • মহারাষ্ট্রে আজ নতুন করে কোরোনায় সংক্রমিত হয়েছে 1233 জন । শেষ 24 ঘণ্টায় মারা গেছে 34 জন ।

21:00 May 06

  • তামিলনাড়ুতে আজ নতুন করে 771 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস ।
  • রাঁচিতে নতুন করে কোরোনায় সংক্রমিত দু'জন ।
  • ধারাভিতে আজ 68 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস । মারা গেছে এক জন ।

21:00 May 06

  • নাগপুরে নতুন করে কোরোনায় সংক্রমিত 44 ।
  • উত্তরপ্রদেশে সন্ধ্যা 6 টা পর্যন্ত নতুন করে 118 জনের শরীরে মিলল ভাইরাসের হদিস ।
  • গুজরাতে শেষ 24 ঘণ্টায় নতুন করে কোরোনায় সংক্রমিত 380 । মারা গেছে 28 জন ।
  • দিল্লিতে কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা কমে হল 87 ।

10:22 May 06

COVID 19
আরোগ্য সেতু অ্যাপের বিবৃতির প্রতিলিপি
  • আরোগ্য সেতু অ্যাপের তরফে তথ্যের নিরাপত্তা সংক্রান্ত নতুন বিবৃতি জারি করা হল ।

10:22 May 06

COVID 19
হরিয়ানায় মদের দোকানের বাইরে ভিড়
  • হরিয়ানার গুরুগ্রামে মদের দোকানের বাইরে লম্বা লাইন ।

10:22 May 06

  • ওড়িশায় আজ নতুন করে কোরোনায় সংক্রমিত এক । আজ মারা গেছে একজন ।

10:21 May 06

COVID 19
লম্বা লাইন সুরাপ্রেমীদের
  • দিল্লিতে মদের দোকানের বাইরে লম্বা লাইন ।

10:21 May 06

  • 31 মে পর্যন্ত গাজ়িয়াবাদে জারি করা হল কারফিউ ।

10:21 May 06

  • জলন্ধর থেকে 1200 জন পরিযায়ী শ্রমিককে নিয়ে বিশেষ ট্রেন রওনা দিয়েছে উত্তরপ্রদেশের দিকে ।

10:20 May 06

COVID 19
কোরোনা মোকাবিলায় কড়া দিল্লি পুলিশ
  • দিল্লি-গুরুগ্রাম সীমান্তে চলছে পুলিশি প্রহরা । গুরুগ্রামে বন্ধ রয়েছে আন্তঃরাজ্য ও আন্তঃজেলা পরিবহন ।

10:10 May 06

  • বিহারে একাধিক হাসপাতালতে অনুপস্থিত চিকিৎসক । মোট 362 জন চিকিৎসকের বিরুদ্ধে মামলা বিপর্যয় মোকাবিলা আইন, 2005 ও এপিডেমিক আইন, 1897-এর অধীনে মামলা রজু করা হয়েছে ।

21:00 May 06

দিল্লি, 6 মে : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সেই কারণে 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । দ্বিতীয় দফায় সেই লকডাউন বাড়িয়ে 3 মে পর্যন্ত করা হয়েছিল । তৃতীয় দফায় তা আরও দু'সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র । লকডাউনের আজ 43তম দিন ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক -

  • মহারাষ্ট্রে আজ নতুন করে কোরোনায় সংক্রমিত হয়েছে 1233 জন । শেষ 24 ঘণ্টায় মারা গেছে 34 জন ।

21:00 May 06

  • তামিলনাড়ুতে আজ নতুন করে 771 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস ।
  • রাঁচিতে নতুন করে কোরোনায় সংক্রমিত দু'জন ।
  • ধারাভিতে আজ 68 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস । মারা গেছে এক জন ।

21:00 May 06

  • নাগপুরে নতুন করে কোরোনায় সংক্রমিত 44 ।
  • উত্তরপ্রদেশে সন্ধ্যা 6 টা পর্যন্ত নতুন করে 118 জনের শরীরে মিলল ভাইরাসের হদিস ।
  • গুজরাতে শেষ 24 ঘণ্টায় নতুন করে কোরোনায় সংক্রমিত 380 । মারা গেছে 28 জন ।
  • দিল্লিতে কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা কমে হল 87 ।

10:22 May 06

COVID 19
আরোগ্য সেতু অ্যাপের বিবৃতির প্রতিলিপি
  • আরোগ্য সেতু অ্যাপের তরফে তথ্যের নিরাপত্তা সংক্রান্ত নতুন বিবৃতি জারি করা হল ।

10:22 May 06

COVID 19
হরিয়ানায় মদের দোকানের বাইরে ভিড়
  • হরিয়ানার গুরুগ্রামে মদের দোকানের বাইরে লম্বা লাইন ।

10:22 May 06

  • ওড়িশায় আজ নতুন করে কোরোনায় সংক্রমিত এক । আজ মারা গেছে একজন ।

10:21 May 06

COVID 19
লম্বা লাইন সুরাপ্রেমীদের
  • দিল্লিতে মদের দোকানের বাইরে লম্বা লাইন ।

10:21 May 06

  • 31 মে পর্যন্ত গাজ়িয়াবাদে জারি করা হল কারফিউ ।

10:21 May 06

  • জলন্ধর থেকে 1200 জন পরিযায়ী শ্রমিককে নিয়ে বিশেষ ট্রেন রওনা দিয়েছে উত্তরপ্রদেশের দিকে ।

10:20 May 06

COVID 19
কোরোনা মোকাবিলায় কড়া দিল্লি পুলিশ
  • দিল্লি-গুরুগ্রাম সীমান্তে চলছে পুলিশি প্রহরা । গুরুগ্রামে বন্ধ রয়েছে আন্তঃরাজ্য ও আন্তঃজেলা পরিবহন ।

10:10 May 06

  • বিহারে একাধিক হাসপাতালতে অনুপস্থিত চিকিৎসক । মোট 362 জন চিকিৎসকের বিরুদ্ধে মামলা বিপর্যয় মোকাবিলা আইন, 2005 ও এপিডেমিক আইন, 1897-এর অধীনে মামলা রজু করা হয়েছে ।
Last Updated : May 6, 2020, 9:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.