ETV Bharat / bharat

লকডাউন : মহরাষ্ট্রে একদিনে হাজারেরও বেশি সংক্রমিত

ছবি
ছবি
author img

By

Published : May 1, 2020, 10:47 AM IST

Updated : May 1, 2020, 9:15 PM IST

21:12 May 01

দিল্লি, 1 মে : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সেই কারণে 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । দ্বিতীয় দফায় সেই লকডাউন বাড়িয়ে 3 মে পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । লকডাউনের আজ 38 তম দিন ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক -

  • মধ্যপ্রদেশে সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 2715 । এখনও পর্যন্ত মারা গেছে 145 জন ।
  • মহারাষ্ট্রে নতুন করে সংক্রমিত 1008 । এই নিয়ে সেখানে মোট সংক্রমণের সংখ্যা বেড়ে হল 11506 ।
  • 17 মে পর্যন্ত স্থগিত যাত্রীবাহী রেল পরিষেবা ।

21:11 May 01

  • ICSE বোর্ডের অধীনস্ত একাদশ শ্রেণীতে পড়ুয়াদের প্রভিশনাল অ্যাডমিশন চালু হবে ।

21:11 May 01

  • তেলাঙ্গানায় নতুন করে সংক্রমিত 6 । এই নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 1044 ।

10:26 May 01

  • ওড়িশায় মোট সংক্রমণের সংখ্যা বেড়ে হল 143 ।

10:24 May 01

  • মহারাষ্ট্রের হাজুরসাহিব থেকে পঞ্জাবে ফেরা তিনজনের শরীরে মিলল ভাইরাসের হদিস ।

10:16 May 01

  • মুম্বইয়ে শেষ 24 ঘণ্টায় নতুন করে সংক্রমিত 417 জন ।

10:14 May 01

  • 3 deaths and 33 new #COVID19 positive cases reported in Rajasthan today, taking the total number of cases to 2617 including 61 deaths: State Health Department pic.twitter.com/NoughIQxfF

    — ANI (@ANI) May 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • রাজস্থানে নতুন করে সংক্রমিত 33 । শেষ 24 ঘণ্টায় সেখানে মারা গেছে তিনজন ।

09:44 May 01

  • Union Health Secry Preeti Sudan writes to Chief Secys of all states/UTs, designating dists across all states/UTs as Red, Orange & Green Zones.

    Since recovery rates have gone up, distritcs are now being designated across various zones duly broad-basing the criteria: Preeti Sudan pic.twitter.com/WjVZPJXl5q

    — ANI (@ANI) May 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • রেড জ়োন, গ্রিন জ়োন ও অরেঞ্জ জ়োন নিয়ে রাজ্যগুলিকে নতুন নির্দেশিকা পাঠালো কেন্দ্র ।

21:12 May 01

দিল্লি, 1 মে : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সেই কারণে 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । দ্বিতীয় দফায় সেই লকডাউন বাড়িয়ে 3 মে পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । লকডাউনের আজ 38 তম দিন ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক -

  • মধ্যপ্রদেশে সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 2715 । এখনও পর্যন্ত মারা গেছে 145 জন ।
  • মহারাষ্ট্রে নতুন করে সংক্রমিত 1008 । এই নিয়ে সেখানে মোট সংক্রমণের সংখ্যা বেড়ে হল 11506 ।
  • 17 মে পর্যন্ত স্থগিত যাত্রীবাহী রেল পরিষেবা ।

21:11 May 01

  • ICSE বোর্ডের অধীনস্ত একাদশ শ্রেণীতে পড়ুয়াদের প্রভিশনাল অ্যাডমিশন চালু হবে ।

21:11 May 01

  • তেলাঙ্গানায় নতুন করে সংক্রমিত 6 । এই নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 1044 ।

10:26 May 01

  • ওড়িশায় মোট সংক্রমণের সংখ্যা বেড়ে হল 143 ।

10:24 May 01

  • মহারাষ্ট্রের হাজুরসাহিব থেকে পঞ্জাবে ফেরা তিনজনের শরীরে মিলল ভাইরাসের হদিস ।

10:16 May 01

  • মুম্বইয়ে শেষ 24 ঘণ্টায় নতুন করে সংক্রমিত 417 জন ।

10:14 May 01

  • 3 deaths and 33 new #COVID19 positive cases reported in Rajasthan today, taking the total number of cases to 2617 including 61 deaths: State Health Department pic.twitter.com/NoughIQxfF

    — ANI (@ANI) May 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • রাজস্থানে নতুন করে সংক্রমিত 33 । শেষ 24 ঘণ্টায় সেখানে মারা গেছে তিনজন ।

09:44 May 01

  • Union Health Secry Preeti Sudan writes to Chief Secys of all states/UTs, designating dists across all states/UTs as Red, Orange & Green Zones.

    Since recovery rates have gone up, distritcs are now being designated across various zones duly broad-basing the criteria: Preeti Sudan pic.twitter.com/WjVZPJXl5q

    — ANI (@ANI) May 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • রেড জ়োন, গ্রিন জ়োন ও অরেঞ্জ জ়োন নিয়ে রাজ্যগুলিকে নতুন নির্দেশিকা পাঠালো কেন্দ্র ।
Last Updated : May 1, 2020, 9:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.