ETV Bharat / bharat

লকডাউন একাদশতম দিন : তামিলনাড়ুতে নতুন করে সংক্রমিত 74 - Lockdown India

ছবি
ছবি
author img

By

Published : Apr 4, 2020, 10:23 AM IST

Updated : Apr 4, 2020, 6:09 PM IST

18:04 April 04

দিল্লি, 4 এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তর সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সে কারণে 14 এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । আজ তার একাদশতম দিন । দেশজুড়ে কেমন আজকের ছবি ? দেখে নেওয়া যাক -

  • তামিলনাড়ুতে 74 জনের শরীরে মিলল ভাইরাসের হদিস । এই নিয়ে সেখানে সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 485 ।

17:59 April 04

  • মসজিদে সমবেত হয়ে জুম্মার নমাজ পড়তে গিয়ে বরখাস্ত গুজরাতের দুই পুলিশ আধিকারিক ।

13:49 April 04

  • মধ্যপ্রদেশ নিজ়ামুদ্দিন থেকে ফেরা আরও দুই ব্যক্তির শরীরে মিলল ভাইরাসের হদিস ।
  • নয়ডায় একই কলোনিতে সংক্রমিত পাঁচ । সিল করা হল কলোনি ।

13:18 April 04

  • নিজ়ামুদ্দিন থেকে হরিয়াণায় ফেরা আরও দুই ব্যক্তির শরীরে মিলল ভাইরাস । এই নিয়ে হরিয়াণায় আজ মোট 10 জন নিজ়ামুদ্দিন ফেরা ব্যক্তির শরীরে মিলল কোরোনার হদিস ।

13:10 April 04

  • হোম কোয়ারান্টাইনের শেষ দিনে আত্মঘাতী গুজরাতের 48 বছর বয়সি এক ব্যক্তি ।
  • পঞ্জাবে নতুন করে কোরোনায় সংক্রমিত পাঁচ ।
  • হরিয়াণায় আট ব্যক্তির শরীরে মিলল ভাইরাসের হদিস । এরা সকলেই নিজ়ামুদ্দিনের ধর্মীয় সম্মেলনে উপস্থিত ছিল ।

12:40 April 04

  • মধ্যপ্রদেশে কোরোনায় মৃত আরও এক । মৃত ওই ব্যক্তির বয়স হয়েছিল 42 বছর । শুধুমাত্র ইন্দোরেই এই নিয়ে 7 জনের মৃত্যু হল । মধ্যপ্রদেশে মৃতের সংখ্যা বেড়ে 11 ।
  • বিকানিরে মৃতের পরিবারের হাতেই তুলে দেওয়া হল দেহ । জানাজানি হতে গোটা পরিবারকে পাঠানো হল কোয়ারান্টাইনে ।

12:10 April 04

  • মহারাষ্ট্রে দুপুর 12 টা পর্যন্ত নতুন করে 47 জনের শরীরে মিলল ভাইরাসের হদিস । এই নিয়ে মহারাষ্ট্রে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 537 ।

11:59 April 04

  • তামিলনাড়ুতে কোরোনায় সংক্রমিত হয়ে 52 বছর বয়সি এক প্রৌঢ়ের মৃত্যু । এই নিয়ে তামিলনাড়ুতে মৃতের সংখ্যা বেড়ে হল 2 ।

11:27 April 04

  • ছত্তিশগড়ে তাবলিগি জামাতে উপস্থিত এক ব্যক্তির শরীরে মিলল ভাইরাসের হদিস ।
  • অন্ধ্রপ্রদেশে নতুন করে সংক্রমিত 3 । সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 167 ।

11:13 April 04

  • ছত্তিশগড়ে তাবলিগি জামাতে উপস্থিত এক ব্যক্তির শরীরে মিলল ভাইরাসের হদিস ।

11:01 April 04

  • উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে নতুন করে সংক্রমিত 6 । এরা সকলেই নিজ়ামুদ্দিনের ধর্মীয় সমাবেশে উপস্থিত ছিল । এই নিয়ে উত্তরপ্রদেশে সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 209 ।
  • গুজরাতে নতুন করে সংক্রমিত 5 । এই নিয়ে গুজরাতে 100 ছুঁল সংক্রমিতের সংখ্যা ।
  • মধ্যপ্রদেশে কোরোনায় সংক্রমিত 36 বছরের এক ব্যক্তির মৃত্যু ।
  • ভোপালে সুস্থ দুই কোরোনা সংক্রমিত ।
  • গুজরাতে মৃত এক । এই নিয়ে গুজরাতে মৃতের সংখ্যা বেড়ে হল দশ ।

09:54 April 04

Lockdown
চলছে সংক্রমণমুক্ত করার কাজ
  • কেরালার ইড্ডুকিতে চলছে ATM, বাস স্টপ, পোস্টঅফিস সংক্রমণমুক্ত করার কাজ । কেরালায় এখনও পর্যন্ত সংক্রমিত 295 ।

09:39 April 04

Lockdown
সচেতনতা বাড়াতে এবার কোরোনা হেলমেট
  • সচেতনতা বাড়াতে হাতিয়ার কোরোনা হেলমেট । উত্তরপ্রদেশের মোরেদাবাদে আজ সকালে সামনে এল এমনই ছবি ।

09:38 April 04

Lockdown
চলছে মুম্বইয়ের বাজারে বিকিকিনি
  • লকডাউনের মাঝেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিকিকিনি চলছে মুম্বইয়ের বাইকুল্লা সবজি বাজারে ।

09:30 April 04

Lockdown
বাড়ছে কোরোনা আতঙ্ক
  • আগ্রায় নতুন করে সংক্রমিত 25 । এই নিয়ে উত্তরপ্রদেশে মোট 203 জনের শরীরে মিলল ভাইরাসের হদিস ।
  • বিকানিরে 60 বছর বয়সি এক বৃদ্ধার শরীরে মিলল ভাইরাসের হদিস । এই নিয়ে রাজস্থানে সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 191 । নতুন করে সংক্রমিত 12 ।
  • সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ওড়িশায় মোট সংক্রমিতের সংখ্যা 20 । পরিস্থিতি যাতে নাগালের বাইরে বেড়িয়ে না যায়, সেই কারণে ভুবনেশ্বরে চলছে সম্পূর্ণ লকডাউন ।
  • কর্নাটকের বাগালকোটে কোরোনায় মৃত আরও এক । এই নিয়ে সেখানে মৃতের সংখ্যা বেড়ে হল 4 ।

18:04 April 04

দিল্লি, 4 এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তর সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সে কারণে 14 এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । আজ তার একাদশতম দিন । দেশজুড়ে কেমন আজকের ছবি ? দেখে নেওয়া যাক -

  • তামিলনাড়ুতে 74 জনের শরীরে মিলল ভাইরাসের হদিস । এই নিয়ে সেখানে সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 485 ।

17:59 April 04

  • মসজিদে সমবেত হয়ে জুম্মার নমাজ পড়তে গিয়ে বরখাস্ত গুজরাতের দুই পুলিশ আধিকারিক ।

13:49 April 04

  • মধ্যপ্রদেশ নিজ়ামুদ্দিন থেকে ফেরা আরও দুই ব্যক্তির শরীরে মিলল ভাইরাসের হদিস ।
  • নয়ডায় একই কলোনিতে সংক্রমিত পাঁচ । সিল করা হল কলোনি ।

13:18 April 04

  • নিজ়ামুদ্দিন থেকে হরিয়াণায় ফেরা আরও দুই ব্যক্তির শরীরে মিলল ভাইরাস । এই নিয়ে হরিয়াণায় আজ মোট 10 জন নিজ়ামুদ্দিন ফেরা ব্যক্তির শরীরে মিলল কোরোনার হদিস ।

13:10 April 04

  • হোম কোয়ারান্টাইনের শেষ দিনে আত্মঘাতী গুজরাতের 48 বছর বয়সি এক ব্যক্তি ।
  • পঞ্জাবে নতুন করে কোরোনায় সংক্রমিত পাঁচ ।
  • হরিয়াণায় আট ব্যক্তির শরীরে মিলল ভাইরাসের হদিস । এরা সকলেই নিজ়ামুদ্দিনের ধর্মীয় সম্মেলনে উপস্থিত ছিল ।

12:40 April 04

  • মধ্যপ্রদেশে কোরোনায় মৃত আরও এক । মৃত ওই ব্যক্তির বয়স হয়েছিল 42 বছর । শুধুমাত্র ইন্দোরেই এই নিয়ে 7 জনের মৃত্যু হল । মধ্যপ্রদেশে মৃতের সংখ্যা বেড়ে 11 ।
  • বিকানিরে মৃতের পরিবারের হাতেই তুলে দেওয়া হল দেহ । জানাজানি হতে গোটা পরিবারকে পাঠানো হল কোয়ারান্টাইনে ।

12:10 April 04

  • মহারাষ্ট্রে দুপুর 12 টা পর্যন্ত নতুন করে 47 জনের শরীরে মিলল ভাইরাসের হদিস । এই নিয়ে মহারাষ্ট্রে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 537 ।

11:59 April 04

  • তামিলনাড়ুতে কোরোনায় সংক্রমিত হয়ে 52 বছর বয়সি এক প্রৌঢ়ের মৃত্যু । এই নিয়ে তামিলনাড়ুতে মৃতের সংখ্যা বেড়ে হল 2 ।

11:27 April 04

  • ছত্তিশগড়ে তাবলিগি জামাতে উপস্থিত এক ব্যক্তির শরীরে মিলল ভাইরাসের হদিস ।
  • অন্ধ্রপ্রদেশে নতুন করে সংক্রমিত 3 । সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 167 ।

11:13 April 04

  • ছত্তিশগড়ে তাবলিগি জামাতে উপস্থিত এক ব্যক্তির শরীরে মিলল ভাইরাসের হদিস ।

11:01 April 04

  • উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে নতুন করে সংক্রমিত 6 । এরা সকলেই নিজ়ামুদ্দিনের ধর্মীয় সমাবেশে উপস্থিত ছিল । এই নিয়ে উত্তরপ্রদেশে সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 209 ।
  • গুজরাতে নতুন করে সংক্রমিত 5 । এই নিয়ে গুজরাতে 100 ছুঁল সংক্রমিতের সংখ্যা ।
  • মধ্যপ্রদেশে কোরোনায় সংক্রমিত 36 বছরের এক ব্যক্তির মৃত্যু ।
  • ভোপালে সুস্থ দুই কোরোনা সংক্রমিত ।
  • গুজরাতে মৃত এক । এই নিয়ে গুজরাতে মৃতের সংখ্যা বেড়ে হল দশ ।

09:54 April 04

Lockdown
চলছে সংক্রমণমুক্ত করার কাজ
  • কেরালার ইড্ডুকিতে চলছে ATM, বাস স্টপ, পোস্টঅফিস সংক্রমণমুক্ত করার কাজ । কেরালায় এখনও পর্যন্ত সংক্রমিত 295 ।

09:39 April 04

Lockdown
সচেতনতা বাড়াতে এবার কোরোনা হেলমেট
  • সচেতনতা বাড়াতে হাতিয়ার কোরোনা হেলমেট । উত্তরপ্রদেশের মোরেদাবাদে আজ সকালে সামনে এল এমনই ছবি ।

09:38 April 04

Lockdown
চলছে মুম্বইয়ের বাজারে বিকিকিনি
  • লকডাউনের মাঝেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিকিকিনি চলছে মুম্বইয়ের বাইকুল্লা সবজি বাজারে ।

09:30 April 04

Lockdown
বাড়ছে কোরোনা আতঙ্ক
  • আগ্রায় নতুন করে সংক্রমিত 25 । এই নিয়ে উত্তরপ্রদেশে মোট 203 জনের শরীরে মিলল ভাইরাসের হদিস ।
  • বিকানিরে 60 বছর বয়সি এক বৃদ্ধার শরীরে মিলল ভাইরাসের হদিস । এই নিয়ে রাজস্থানে সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 191 । নতুন করে সংক্রমিত 12 ।
  • সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ওড়িশায় মোট সংক্রমিতের সংখ্যা 20 । পরিস্থিতি যাতে নাগালের বাইরে বেড়িয়ে না যায়, সেই কারণে ভুবনেশ্বরে চলছে সম্পূর্ণ লকডাউন ।
  • কর্নাটকের বাগালকোটে কোরোনায় মৃত আরও এক । এই নিয়ে সেখানে মৃতের সংখ্যা বেড়ে হল 4 ।
Last Updated : Apr 4, 2020, 6:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.