ETV Bharat / bharat

লকডাউনের 20 দিন : ধারাভিতে নতুন করে সংক্রমিত চার - লকডাউন

ছবি
ছবি
author img

By

Published : Apr 13, 2020, 11:02 AM IST

09:59 April 13

দিল্লি, 13 এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সে কারণে 14 এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । আজ সেই লকডাউনের অষ্টদশতম দিন । দেশজুড়ে কেমন আজকের ছবি ? দেখে নেওয়া যাক -

  • উত্তরপ্রদেশে নতুন করে সংক্রমিত 40 ।

09:54 April 13

Lockdown
নাগপুরে লকডাউনের সকাল
  • মহারাষ্ট্রের নাগপুরে মোমিনপুরাসহ একাধিক এলাকায় বসানো হয়েছে ব্যারিকেড । হটস্পটগুলিতে নিয়ন্ত্রণ করা হচ্ছে সাধারণের প্রবেশ ।

09:54 April 13

Lockdown
জ়াকির নগরে বসানো হয়েছে পুলিশি ব্যারিকেড
  • দিল্লির জ়াকির নগরে চলছে পুলিশি প্রহরা । বসানো হয়েছে ব্যারিকেড । বাফার জ়োন থেকে এই এলাকাকে এবার  কনটেইনমেন্ট জ়োন বা সংক্রমিত এলাকা হিসেবে ঘোষণা করেছে দিল্লি সরকার ।

09:54 April 13

Lockdown
সুনসান স্বর্ণমন্দির
  • বৈশাখিতেও ফাঁকা অমৃতসরের স্বর্ণমন্দির । মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং গতকালই অনুরোধ করেছিলেন সকলকে বাড়িতে থেকেই প্রার্থনা করার জন্য ।

09:54 April 13

  • আগ্রাতে নতুন করে সংক্রমিত 30 । এই নিয়ে সেখানে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 134 । এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে মোট 120 জন ।

09:54 April 13

Lockdown
আজ সকালের ধারাভি
  • ধারাভিতে নতুন করে সংক্রমিত চার । আজই একজনের মৃত্যু হয়েছে সেখানে । এই নিয়ে ধারাভিতে মোট 47 জনের শরীরে মিলল ভাইরাসের হদিস । মারা গেছে মোট পাঁচ জন ।

09:26 April 13

Lockdown
অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় রানি গরি থোতার ছবি
  • অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় রানি গরি থোতা এলাকাকে রেড জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে । এই এলাকা থেকে এখনও পর্যন্ত 401 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস । মারা গেছে সাত জন ।

09:59 April 13

দিল্লি, 13 এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সে কারণে 14 এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । আজ সেই লকডাউনের অষ্টদশতম দিন । দেশজুড়ে কেমন আজকের ছবি ? দেখে নেওয়া যাক -

  • উত্তরপ্রদেশে নতুন করে সংক্রমিত 40 ।

09:54 April 13

Lockdown
নাগপুরে লকডাউনের সকাল
  • মহারাষ্ট্রের নাগপুরে মোমিনপুরাসহ একাধিক এলাকায় বসানো হয়েছে ব্যারিকেড । হটস্পটগুলিতে নিয়ন্ত্রণ করা হচ্ছে সাধারণের প্রবেশ ।

09:54 April 13

Lockdown
জ়াকির নগরে বসানো হয়েছে পুলিশি ব্যারিকেড
  • দিল্লির জ়াকির নগরে চলছে পুলিশি প্রহরা । বসানো হয়েছে ব্যারিকেড । বাফার জ়োন থেকে এই এলাকাকে এবার  কনটেইনমেন্ট জ়োন বা সংক্রমিত এলাকা হিসেবে ঘোষণা করেছে দিল্লি সরকার ।

09:54 April 13

Lockdown
সুনসান স্বর্ণমন্দির
  • বৈশাখিতেও ফাঁকা অমৃতসরের স্বর্ণমন্দির । মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং গতকালই অনুরোধ করেছিলেন সকলকে বাড়িতে থেকেই প্রার্থনা করার জন্য ।

09:54 April 13

  • আগ্রাতে নতুন করে সংক্রমিত 30 । এই নিয়ে সেখানে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 134 । এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে মোট 120 জন ।

09:54 April 13

Lockdown
আজ সকালের ধারাভি
  • ধারাভিতে নতুন করে সংক্রমিত চার । আজই একজনের মৃত্যু হয়েছে সেখানে । এই নিয়ে ধারাভিতে মোট 47 জনের শরীরে মিলল ভাইরাসের হদিস । মারা গেছে মোট পাঁচ জন ।

09:26 April 13

Lockdown
অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় রানি গরি থোতার ছবি
  • অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় রানি গরি থোতা এলাকাকে রেড জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে । এই এলাকা থেকে এখনও পর্যন্ত 401 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস । মারা গেছে সাত জন ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.