- মহারাষ্ট্রে নতুন করে সংক্রমিত 55 । এই নিয়ে সেখানে মোট সংক্রমণের সংখ্যা বেড়ে হল 690 ।
লকডাউন দ্বাদশ দিন : মহারাষ্ট্রে সংক্রমিত 690, কাশ্মীরে 106 - Coronavirus news
16:16 April 05
দিল্লি, 5 এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সে কারণে 14 এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । আজ তার দ্বাদশ দিন । দেশজুড়ে কেমন আজকের ছবি ? দেখে নেওয়া যাক -
16:16 April 05
- জম্মু ও কাশ্মীরে নতুন করে 14 জনের শরীরে মিলল ভাইরাসের হদিস । এই নিয়ে সেখানে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 106 । এই মুহূর্তে 82 জন চিকিৎসাধীন রয়েছে । এখনও পর্যন্ত মারা গেছে 2 জন ।
15:48 April 05
- ইন্দোরে কোরোনা সংক্রমিত হয়ে মৃত আরও এক । বাড়ছে আতঙ্ক ।
15:48 April 05
- উত্তরাখণ্ডে 26 বছরের এক ব্যক্তির শরীরে মিলল ভাইরাসের হদিস । এই নিয়ে সেখানে কোরোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 23 ।
15:36 April 05
- মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে মৃত 79 বছর বয়সি এক বৃদ্ধ । এই নিয়ে মহারাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে হল 36 ।
14:09 April 05
- রাজস্থানের এক হাসপাতালে কোরোনা সংক্রমিত সন্দেহে কোয়ারান্টাইনে থাকা ব্যক্তি আত্মঘাতী । তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা ।
13:51 April 05
- নিজ়ামউদ্দিনের তদন্তে নামল দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা । রয়েছে ফরেন্সিক দলের প্রতিনিধিরাও ।
13:50 April 05
- ঝাজ্জারে AIIMS-এর চিকিৎসকদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ।
12:25 April 05
- মহারাষ্ট্রে নতুন করে কোরোনায় সংক্রমিত 26 । সংক্রমণ বেড়ে হল 661 ।
- নিজ়ামউদ্দিন যোগে রুরকিতে কোয়ারান্টাইনে 357 জন ।
12:25 April 05
- প্রধানমন্ত্রীর ডাকে কোরোনা বিরুদ্ধে লড়াইয়ে পাটনায় বাড়ছে প্রদীপের বিক্রি ।
12:25 April 05
- লকডাউনের নজরদারিতে এবার ড্রোন ক্যামেরার ব্যবহার চালু করল উত্তরাখণ্ড পুলিশ ।
12:08 April 05
- কোরোনা মোকাবিলায় AIIMS ঝাজ্জারে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ।
11:56 April 05
- পুণেতে মৃত আরও এক । এই নিয়ে আজ দ্বিতীয় মৃত্যু পুণেতে ।
- উত্তরপ্রদেশে কোরোনার সংক্রমণে মৃত এক । এই নিয়ে উত্তরপ্রদেশে মোট তিনজনের মৃত্যু নিশ্চিত করল উত্তরপ্রদেশ সরকার ।
10:58 April 05
- রাজস্থানের SMS মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যান্টিনের এক কর্মীর শরীরে মিলল ভাইরাসের হদিস । সিল করা হল কলেজ ও হাসপাতাল চত্বর ।
10:53 April 05
- দিল্লি AIIMS-এর তিনতলা থেকে ঝাঁপ কোরোনা সংক্রমিত সন্দেহে ভরতি এক ব্যক্তির । মানসিক অবসাদ থেকেই এই কাণ্ড ।
10:36 April 05
- রাজস্থানে আরও এক কোরোনা সংক্রমিতের মৃত্যু । নতুন করে সংক্রমিত 6 । এই নিয়ে রাজস্থানে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 210 ।
10:22 April 05
- পুণেতে কোরোনায় মৃত 60 বছরের এক বৃদ্ধা । এই নিয়ে পূণেতে মৃতে সংখ্যা বেড়ে হল 3 । গোটা মহারাষ্ট্রে মৃতের সংখ্যা 33 ।
10:01 April 05
- উত্তরপ্রদেশে নতুন করে সংক্রমিত 16 । এই নিয়ে সেখানে সংক্রমণ বেড়ে হল 250 ।
- গুজরাতে কোরোনায় মৃত আরও এক । মোট মৃতের সংখ্যা বেড়ে হল 11 । বর্তমানে গুজরাতে মোট 11 জন মানুষ ভাইরাসে সংক্রমিত হয়ে চিকিৎসাধীন রয়েছে ।
09:28 April 05
- গাজিয়াবাদে সুস্থ তিন কোরোনা সংক্রমিত ব্যক্তি ।
- লখনউ ক্যান্টনমেন্টে নিজ়ামউদ্দিন থেকে ফেরা 12 জনের শরীরে ভাইরাসের সংক্রমণ । সিল করে দেওয়া হল লখনউ ক্যান্টনমেন্টের সদর বাজার এলাকা । শুধুমাত্র কুইক রেসপন্স টিম ও মেডিকেল পরিষেবার জড়িতরা এলাকায় প্রবেশ করতে পারবে ।
- মহারাষ্টের মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 635 ।
- তাবলিগি জামাত যোগে শনাক্ত 10 ইন্দোনেশিয়ার নাগরিক । পাঠানো হল কোয়ারান্টাইনে ।
- আগ্রায় কোরোনা সংক্রিত আরও তিন । এই নিয়ে সেখানে মৃতের সংখ্যা বেড়ে হল 48 ।
16:16 April 05
দিল্লি, 5 এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সে কারণে 14 এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । আজ তার দ্বাদশ দিন । দেশজুড়ে কেমন আজকের ছবি ? দেখে নেওয়া যাক -
- মহারাষ্ট্রে নতুন করে সংক্রমিত 55 । এই নিয়ে সেখানে মোট সংক্রমণের সংখ্যা বেড়ে হল 690 ।
16:16 April 05
- জম্মু ও কাশ্মীরে নতুন করে 14 জনের শরীরে মিলল ভাইরাসের হদিস । এই নিয়ে সেখানে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 106 । এই মুহূর্তে 82 জন চিকিৎসাধীন রয়েছে । এখনও পর্যন্ত মারা গেছে 2 জন ।
15:48 April 05
- ইন্দোরে কোরোনা সংক্রমিত হয়ে মৃত আরও এক । বাড়ছে আতঙ্ক ।
15:48 April 05
- উত্তরাখণ্ডে 26 বছরের এক ব্যক্তির শরীরে মিলল ভাইরাসের হদিস । এই নিয়ে সেখানে কোরোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 23 ।
15:36 April 05
- মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে মৃত 79 বছর বয়সি এক বৃদ্ধ । এই নিয়ে মহারাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে হল 36 ।
14:09 April 05
- রাজস্থানের এক হাসপাতালে কোরোনা সংক্রমিত সন্দেহে কোয়ারান্টাইনে থাকা ব্যক্তি আত্মঘাতী । তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা ।
13:51 April 05
- নিজ়ামউদ্দিনের তদন্তে নামল দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা । রয়েছে ফরেন্সিক দলের প্রতিনিধিরাও ।
13:50 April 05
- ঝাজ্জারে AIIMS-এর চিকিৎসকদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ।
12:25 April 05
- মহারাষ্ট্রে নতুন করে কোরোনায় সংক্রমিত 26 । সংক্রমণ বেড়ে হল 661 ।
- নিজ়ামউদ্দিন যোগে রুরকিতে কোয়ারান্টাইনে 357 জন ।
12:25 April 05
- প্রধানমন্ত্রীর ডাকে কোরোনা বিরুদ্ধে লড়াইয়ে পাটনায় বাড়ছে প্রদীপের বিক্রি ।
12:25 April 05
- লকডাউনের নজরদারিতে এবার ড্রোন ক্যামেরার ব্যবহার চালু করল উত্তরাখণ্ড পুলিশ ।
12:08 April 05
- কোরোনা মোকাবিলায় AIIMS ঝাজ্জারে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ।
11:56 April 05
- পুণেতে মৃত আরও এক । এই নিয়ে আজ দ্বিতীয় মৃত্যু পুণেতে ।
- উত্তরপ্রদেশে কোরোনার সংক্রমণে মৃত এক । এই নিয়ে উত্তরপ্রদেশে মোট তিনজনের মৃত্যু নিশ্চিত করল উত্তরপ্রদেশ সরকার ।
10:58 April 05
- রাজস্থানের SMS মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যান্টিনের এক কর্মীর শরীরে মিলল ভাইরাসের হদিস । সিল করা হল কলেজ ও হাসপাতাল চত্বর ।
10:53 April 05
- দিল্লি AIIMS-এর তিনতলা থেকে ঝাঁপ কোরোনা সংক্রমিত সন্দেহে ভরতি এক ব্যক্তির । মানসিক অবসাদ থেকেই এই কাণ্ড ।
10:36 April 05
- রাজস্থানে আরও এক কোরোনা সংক্রমিতের মৃত্যু । নতুন করে সংক্রমিত 6 । এই নিয়ে রাজস্থানে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 210 ।
10:22 April 05
- পুণেতে কোরোনায় মৃত 60 বছরের এক বৃদ্ধা । এই নিয়ে পূণেতে মৃতে সংখ্যা বেড়ে হল 3 । গোটা মহারাষ্ট্রে মৃতের সংখ্যা 33 ।
10:01 April 05
- উত্তরপ্রদেশে নতুন করে সংক্রমিত 16 । এই নিয়ে সেখানে সংক্রমণ বেড়ে হল 250 ।
- গুজরাতে কোরোনায় মৃত আরও এক । মোট মৃতের সংখ্যা বেড়ে হল 11 । বর্তমানে গুজরাতে মোট 11 জন মানুষ ভাইরাসে সংক্রমিত হয়ে চিকিৎসাধীন রয়েছে ।
09:28 April 05
- গাজিয়াবাদে সুস্থ তিন কোরোনা সংক্রমিত ব্যক্তি ।
- লখনউ ক্যান্টনমেন্টে নিজ়ামউদ্দিন থেকে ফেরা 12 জনের শরীরে ভাইরাসের সংক্রমণ । সিল করে দেওয়া হল লখনউ ক্যান্টনমেন্টের সদর বাজার এলাকা । শুধুমাত্র কুইক রেসপন্স টিম ও মেডিকেল পরিষেবার জড়িতরা এলাকায় প্রবেশ করতে পারবে ।
- মহারাষ্টের মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 635 ।
- তাবলিগি জামাত যোগে শনাক্ত 10 ইন্দোনেশিয়ার নাগরিক । পাঠানো হল কোয়ারান্টাইনে ।
- আগ্রায় কোরোনা সংক্রিত আরও তিন । এই নিয়ে সেখানে মৃতের সংখ্যা বেড়ে হল 48 ।