ETV Bharat / bharat

লকডাউনের 13 দিন : কর্নাটকে সুস্থ তিন - Lockdown

ছবি
ছবি
author img

By

Published : Apr 6, 2020, 9:50 AM IST

Updated : Apr 6, 2020, 9:28 PM IST

21:06 April 06

দিল্লি, 6 এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সে কারণে 14 এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । আজ সেই লকডাউনের ত্রয়োদশতম দিন । দেশজুড়ে কেমন আজকের ছবি ? দেখে নেওয়া যাক -

  • অন্ধ্রপ্রদেশে নতুন করে সংক্রমিত 37 । এই নিয়ে সেখানে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 303 ।

21:06 April 06

  • কর্নাটকে সুস্থ তিন কোরোনা সংক্রমিত ।

21:03 April 06

  • মহারাষ্ট্রে এখনও পর্যন্ত কোয়ারান্টাইনে 49,708 জন মানুষ ।

20:59 April 06

  • মহারাষ্ট্র নতুন করে সংক্রমিত 120 । একদিনে মৃত সাত । এই নিয়ে মহারাষ্ট্রে সংক্রমণ বেড়ে হল 868 । মৃত 52 ।
  • গুজরাতে আজ কোরোনায় সংক্রমিত সন্দেহে নতুন করে 15 জনকে পাঠানো হল কোয়ারান্টাইনে ।
  • সুরাতে নতুন করে সংক্রমিত 2 ।

12:00 April 06

  • পঞ্জাবের অমৃতসরে মৃত আরও এক । বাড়ছে সংক্রমণ ।

11:58 April 06

  • হোম কোয়ারান্টাইনের নির্দেশ না মানায় 198 জনের বিরুদ্ধে FIR দায়ের করল দিল্লি পুলিশ ।

11:48 April 06

  • মহারাষ্ট্রে কোরোনায় মৃত আরও এক । 65 বছর বয়সি ওই বৃদ্ধ এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ।

11:45 April 06

  • হরিয়াণায় নতুন করে সংক্রমিত 9 । যদিও হরিয়াণা স্বাস্থ্য দপ্তরের তরফে এই সংক্রমণগুলি নিশ্চিত করা হয়নি ।

11:43 April 06

  • পঞ্জাবে নতুন করে কোরোনায় সংক্রমিত পাঁচ । এই নিয়ে সেথানে 78 জনের শরীরে মিলল ভাইরাসের হদিস । এখনও পর্যন্ত মারা গেছে 8 জন ।

10:51 April 06

  • ঝাড়খণ্ডে কোরোনায় সংক্রমিত এক মহিলা । তিনি মালয়েশিয়ার এক মহিলার সংস্পর্শে এসেছিলেন বলে জানা গেছে ।

10:50 April 06

  • গায়িকা কণিকা কাপুরের শরীরে ষষ্ঠবারের পরীক্ষায় মিলল না ভাইরাস । ছাড়া হল হাসপাতাল থেকে ।

10:50 April 06

  • হিমাচলে কোয়ারান্টাইনে থাকা 18 জনকে নিয়ে আসা হল সিমলার ইন্দিরা গান্ধি মেডিকেল কলেজ ও হাসপাতালে ।

10:50 April 06

  • মুম্বইয়ে এক বেসরকারি হাসপাতালের কর্মীদের শরীরে মিলল ভাইরাসের হদিস । বন্ধ করা হল হাসপাতাল ।

09:46 April 06

  • রাজস্থানে কোরোনায় সংক্রমিত আরও আট । এই নিয়ে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 274 ।

09:39 April 06

  • কোরোনায় প্রথম মৃত্যু ভোপালে । 62 বছরের ওই বৃদ্ধ কোরোনায় মৃত্যুর খবর নিশ্চিত করেছে মধ্যপ্রদেশের স্বাস্থ্য দপ্তর ।

09:38 April 06

  • লখনউতে কোরোনায় নতুন করে সংক্রমিত 16 ।

09:36 April 06

Lockdown
দেরাদুনে চলছে কমিউনিটি সারভেইলেন্স
  • দেরাদুনের জেলাশাসক আশিষ কুমার শ্রীবাস্তব ভগত সিং কলোনি ও কার্গি গ্র্যান্ট এলাকায় চালু হল কমিউনিটি সারভেইলেন্স । ওই এলাকার পাঁচজন ব্যক্তি দিল্লির তবলিগি জামাতের সমাবেশে যোগ দেওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই এই সিদ্ধান্ত নেন জেলাশাসক ।

09:29 April 06

Lockdown
ওয়ার্ধায় BJP বিধায়কের বাড়ির সামনে ভিড়
  • লকডাউন উপেক্ষা করেই ওয়ার্ধায় BJP বিধায়ক দাদারাও কেচের বাড়ির সামনে ভিড় । তার জন্মদিন উপলক্ষে বাড়ির সামনে রেশন দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি । বিধায়কের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে ।

21:06 April 06

দিল্লি, 6 এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সে কারণে 14 এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । আজ সেই লকডাউনের ত্রয়োদশতম দিন । দেশজুড়ে কেমন আজকের ছবি ? দেখে নেওয়া যাক -

  • অন্ধ্রপ্রদেশে নতুন করে সংক্রমিত 37 । এই নিয়ে সেখানে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 303 ।

21:06 April 06

  • কর্নাটকে সুস্থ তিন কোরোনা সংক্রমিত ।

21:03 April 06

  • মহারাষ্ট্রে এখনও পর্যন্ত কোয়ারান্টাইনে 49,708 জন মানুষ ।

20:59 April 06

  • মহারাষ্ট্র নতুন করে সংক্রমিত 120 । একদিনে মৃত সাত । এই নিয়ে মহারাষ্ট্রে সংক্রমণ বেড়ে হল 868 । মৃত 52 ।
  • গুজরাতে আজ কোরোনায় সংক্রমিত সন্দেহে নতুন করে 15 জনকে পাঠানো হল কোয়ারান্টাইনে ।
  • সুরাতে নতুন করে সংক্রমিত 2 ।

12:00 April 06

  • পঞ্জাবের অমৃতসরে মৃত আরও এক । বাড়ছে সংক্রমণ ।

11:58 April 06

  • হোম কোয়ারান্টাইনের নির্দেশ না মানায় 198 জনের বিরুদ্ধে FIR দায়ের করল দিল্লি পুলিশ ।

11:48 April 06

  • মহারাষ্ট্রে কোরোনায় মৃত আরও এক । 65 বছর বয়সি ওই বৃদ্ধ এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ।

11:45 April 06

  • হরিয়াণায় নতুন করে সংক্রমিত 9 । যদিও হরিয়াণা স্বাস্থ্য দপ্তরের তরফে এই সংক্রমণগুলি নিশ্চিত করা হয়নি ।

11:43 April 06

  • পঞ্জাবে নতুন করে কোরোনায় সংক্রমিত পাঁচ । এই নিয়ে সেথানে 78 জনের শরীরে মিলল ভাইরাসের হদিস । এখনও পর্যন্ত মারা গেছে 8 জন ।

10:51 April 06

  • ঝাড়খণ্ডে কোরোনায় সংক্রমিত এক মহিলা । তিনি মালয়েশিয়ার এক মহিলার সংস্পর্শে এসেছিলেন বলে জানা গেছে ।

10:50 April 06

  • গায়িকা কণিকা কাপুরের শরীরে ষষ্ঠবারের পরীক্ষায় মিলল না ভাইরাস । ছাড়া হল হাসপাতাল থেকে ।

10:50 April 06

  • হিমাচলে কোয়ারান্টাইনে থাকা 18 জনকে নিয়ে আসা হল সিমলার ইন্দিরা গান্ধি মেডিকেল কলেজ ও হাসপাতালে ।

10:50 April 06

  • মুম্বইয়ে এক বেসরকারি হাসপাতালের কর্মীদের শরীরে মিলল ভাইরাসের হদিস । বন্ধ করা হল হাসপাতাল ।

09:46 April 06

  • রাজস্থানে কোরোনায় সংক্রমিত আরও আট । এই নিয়ে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 274 ।

09:39 April 06

  • কোরোনায় প্রথম মৃত্যু ভোপালে । 62 বছরের ওই বৃদ্ধ কোরোনায় মৃত্যুর খবর নিশ্চিত করেছে মধ্যপ্রদেশের স্বাস্থ্য দপ্তর ।

09:38 April 06

  • লখনউতে কোরোনায় নতুন করে সংক্রমিত 16 ।

09:36 April 06

Lockdown
দেরাদুনে চলছে কমিউনিটি সারভেইলেন্স
  • দেরাদুনের জেলাশাসক আশিষ কুমার শ্রীবাস্তব ভগত সিং কলোনি ও কার্গি গ্র্যান্ট এলাকায় চালু হল কমিউনিটি সারভেইলেন্স । ওই এলাকার পাঁচজন ব্যক্তি দিল্লির তবলিগি জামাতের সমাবেশে যোগ দেওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই এই সিদ্ধান্ত নেন জেলাশাসক ।

09:29 April 06

Lockdown
ওয়ার্ধায় BJP বিধায়কের বাড়ির সামনে ভিড়
  • লকডাউন উপেক্ষা করেই ওয়ার্ধায় BJP বিধায়ক দাদারাও কেচের বাড়ির সামনে ভিড় । তার জন্মদিন উপলক্ষে বাড়ির সামনে রেশন দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি । বিধায়কের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে ।
Last Updated : Apr 6, 2020, 9:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.